লখনউ, 4 জানুয়ারি: জানুয়ারিতে পৌরভোট ৷ তার আগে ওবিসি সংরক্ষণ নিয়ে যেটুকু দুশ্চিতা ছিল ৷ বুধবার শীর্ষ আদালতের রায়ে তা দূর হয়ে গেল যোগী আদিত্যনাথ সরকারের ৷ জানুয়ারিতে পৌরভোট অনুষ্ঠিত করার পাশাপাশি কোনরকম আসন অনগ্রসর শ্রেণির জন্য আসন সংরক্ষণ না-করার নির্দেশ দেওয়া হয়েছিল এলাহাবাদ হাইকোর্টের তরফে ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল উত্তরপ্রদেশ সরকার ৷ এদিন হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল পৌরভোট জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত করত হলেও তাতে অনগ্রসর শ্রেণির জন্য আসন সংরক্ষণ থাকছে না (UP CM Yogi welcomes SC decision to conduct local body polls without OBC quota) ৷
শীর্ষ আদালতের এই রায়ে স্বভাবতই উচ্ছ্বসিত যোগী সরকার ৷ শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন তিনি ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, শীর্ষ আদালতের নির্দেশ মেনে পৌরভোটে ওবিসি'দের জন্য আসন সংরক্ষণের বিষয়টি কার্যকর করার ক্ষেত্রে উত্তরপ্রদেশ সরকার সবরকম সহযোগিতা করবে ৷ যোগী আদিত্যনাথ টুইটে লেখেন, "রাজ্যে পৌরভোট নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে আমরা স্বাগত জানিয়েছি ৷ সুপ্রিম কোর্ট যে সময় বেঁধে দিয়েছে সেই সময়সীমার মধ্যেই ওবিসি'দের জন্য আসন সংরক্ষণের বিষয়টি কার্যকর করে নির্বাচন সংগঠিত করার বিষয়টিতে সবরকম সাহায্য করবে উত্তরপ্রদেশ সরকার ৷"
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমহার বেঞ্চ এই নির্দেশ প্রদান করে ৷ পাশাপাশি 31 মার্চের মধ্যে পৌরভোটে অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণ সংক্রান্ত সমস্যা মেটানোর নির্দেশ দিয়েছে ৷ পাশাপাশি রাজ্য অনগ্রসর জাতি কমিশনকে ওই একইদিনের মধ্যে রাজ্যে ওবিসিদের রাজনৈতিক অনগ্রসরতা নিয়ে একটি রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।
আরও পড়ুন: অঞ্জলির মৃত্যু রহস্যে নয়া মোড়, বন্ধুর বিবৃতির সঙ্গে মিল নেই ময়নাতদন্তের রিপোর্টের
উত্তরপ্রদেশ সরকারের হয়ে আদালতে এদিন বক্তব্য পেশ করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা ৷ তিনি জানান, মাস ছ'য়েক হয়ে গেল রাজ্যে নতুন করে ওবিসি কমিশন গঠন করা হয়েছে ৷ যদিও কমিশন গঠনের প্রক্রিয়া এখনও শেষ হয়নি ৷ মার্চের মধ্যে সেই প্রক্রিয়া শেষ হয়ে কমিশন কাজ করা শুরু করবে বলে জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা ৷