লখনউ, 13 এপ্রিল : আইসোলেশনে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ ৷ টুইট করে নিজেই একথা জানালেন তিনি ৷
আজ সন্ধে নাগাদ একটি টুইট করেন আদিত্য়নাথ ৷ সেখানে লেখেন, তাঁর অফিসের বেশ কয়েকজন অফিসারের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে ৷ সেকারণে তিনি আইসোলেশনে রয়েছেন ৷
আরও পড়ুন- গতকালের তুলনায় দেশে কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু
হিন্দিতে করা ওই টুইটে তিনি লিখেছেন, "আমার অফিসের কয়েকজন করোনা পজিটিভ রয়েছে ৷ তাঁরা আমার সংস্পর্শে এসেছেন ৷ সেকারণে আমি নিজেকে আইসোলেট করে নিয়েছি ৷ এবং আমি অফিসের সব কাজ ভার্চুয়ালি সারছি ৷" কয়েকদিন আগেও বেশ কয়েকবার এরাজ্য়ে নির্বাচনী প্রচারে এসেছেন যোগী আদিত্য়নাথ ৷
-
मेरे कार्यालय के कुछ अधिकारी कोरोना से संक्रमित हुए हैं।
— Yogi Adityanath (@myogiadityanath) April 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
यह अधिकारी मेरे संपर्क में रहे हैं, अतः मैंने एहतियातन अपने को आइसोलेट कर लिया है एवं सभी कार्य वर्चुअली प्रारम्भ कर रहा हूं।
">मेरे कार्यालय के कुछ अधिकारी कोरोना से संक्रमित हुए हैं।
— Yogi Adityanath (@myogiadityanath) April 13, 2021
यह अधिकारी मेरे संपर्क में रहे हैं, अतः मैंने एहतियातन अपने को आइसोलेट कर लिया है एवं सभी कार्य वर्चुअली प्रारम्भ कर रहा हूं।मेरे कार्यालय के कुछ अधिकारी कोरोना से संक्रमित हुए हैं।
— Yogi Adityanath (@myogiadityanath) April 13, 2021
यह अधिकारी मेरे संपर्क में रहे हैं, अतः मैंने एहतियातन अपने को आइसोलेट कर लिया है एवं सभी कार्य वर्चुअली प्रारम्भ कर रहा हूं।
এদিকে আজ একটু স্বস্তির খবর পাওয়া গেছে ৷ দেশে কিছুটা কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 1 লাখ 61 হাজার 736 ৷ গতকাল যা ছিল 1 লাখ 68 হাজার 912 । কমেছে দৈনিক মৃত্যুও ৷ একদিনে মৃত্যু হয়েছে 879 জন ৷ গতকাল মৃতের সংখ্যা ছিল 904 ৷