ETV Bharat / bharat

Body Parts Found: কর্ণাটকের বিভিন্ন জায়গা থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহাংশ উদ্ধার - লিভ ইন

কর্ণাটকের মান্ড্যা জেলায় (Karnataka Mandya district) বিভিন্ন গ্রাম থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহাংশ উদ্ধার হল ৷ পুলিশের অনুমান, খুনের পর দেহাংশগুলি খালের জলে ভাসিয়ে দেওয়া হয় ৷ মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ৷

Body Parts Found
Body Parts Found
author img

By

Published : Feb 23, 2023, 12:27 PM IST

মান্ড্যা (কর্নাটক), 23 ফেব্রুয়ারি: অজ্ঞাত পরিচয় ব্যক্তির টুকরো টুকরো দেহ উদ্ধার হল কর্ণাটকের মান্ড্যা জেলায় (Unknown man body parts found) ৷ সেখানকার হদাঘাটা, শিবরা, মান্ড্যা তালুকের দানয়কানাপুর এবং মাদ্দুর তালুকের গুলুরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহের একাধিক টুকরো উদ্ধার হয়েছে (Unknown man body parts found in various villages) ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খুনের পর হত্যাকারীরা মৃতদেহকে অনেক টুকরো করে ৷ নিহতের হাত, পা, শরীর, ধড় কেটে খালে ফেলে দেয় ।

দেহাংশগুলি যেখান থেকে উদ্ধার হয়েছে, তা কর্ণাটকের কেরাগোডু থানা এলাকার মধ্যে পড়ছে ৷ পুলিশ, দেহাংশগুলি উদ্ধার করেছে ৷ পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির উরু ও কোমরের কিছু অংশ হোদাঘাটার কাছে এবং একটি পা শিবারার কাছ থেকে উদ্ধার হয়েছে ৷ দানয়কানাপুরের কাছে দুই হাত ও এক পা পাওয়া গিয়েছে ৷ আর গুল্লুর কাছে মাথার অংশ উদ্ধার হয়েছে ৷

শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের ভিত্তিতে পুলিশ অনুমান করছে যে লোকটির বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হবে ৷ তবে পরিচয় এখনও জানা যায়নি ৷ পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ৷ স্থানীয় থানাগুলিতে খবর দেওয়া হয়েছে ৷ কোথাও কোনও ব্যক্তির নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছে কি না, পুলিশ সেটা খতিয়ে দেখছে ৷

মৃত ব্যক্তির বাঁ হাতে কাব্য ও রঘু নামে একটি ট্যাটু রয়েছে ৷ ডান হাতে রয়েছে বনজার চিহ্ন দেওয়া একটি ৷ সেগুলিই আপাতত নিহতের পরিচয় খুঁজতে বড় ভরসা বলে মনে করছে পুলিশ ৷ মান্ড্যার পুলিশ সুপার ঘটনাস্থলে যান ৷ তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখেন ৷ তদন্তকারীদের সঙ্গে কথা বলেন ৷ প্রয়োজনে তদন্তকারী দল তৈরি করা হতে পারে বলে পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, সম্প্রতি দেশজুড়ে হইচই ফেলে দিয়েছিল শ্রদ্ধা ওয়াকার হত্য়াকাণ্ড (Shraddha Walker Murder Case) ৷ দিল্লিতে আফতাব আমিন পুনাওয়ালা নামে এক যুবকের সঙ্গে মুম্বইয়ের ওই তরুণী লিভ-ইন করতেন (Live In Relation) ৷ সম্পর্কের টানাপোড়েনের জন্য আফতাব তাঁকে খুন করে এবং দেহের 35 টুকরো করে ফ্রিজের মধ্যে লুকিয়ে রাখে ৷ পরে দিল্লি পুলিশ (Delhi Police) তাঁকে গ্রেফতার করে ৷ এর পর আরও একাধিক এই ধরনের ঘটনা সামনে আসে ৷ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সম্পর্কের টানাপোড়েনে সঙ্গী বা সঙ্গিনীকে খুন করে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে ৷ এক্ষেত্রেও তেমন কিছু হয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন: রাতে হেঁটে আসছে আফতাব, হাতের প্যাকেট কি শ্রদ্ধার দেহাংশ ? তদন্তে পুলিশ

মান্ড্যা (কর্নাটক), 23 ফেব্রুয়ারি: অজ্ঞাত পরিচয় ব্যক্তির টুকরো টুকরো দেহ উদ্ধার হল কর্ণাটকের মান্ড্যা জেলায় (Unknown man body parts found) ৷ সেখানকার হদাঘাটা, শিবরা, মান্ড্যা তালুকের দানয়কানাপুর এবং মাদ্দুর তালুকের গুলুরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহের একাধিক টুকরো উদ্ধার হয়েছে (Unknown man body parts found in various villages) ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খুনের পর হত্যাকারীরা মৃতদেহকে অনেক টুকরো করে ৷ নিহতের হাত, পা, শরীর, ধড় কেটে খালে ফেলে দেয় ।

দেহাংশগুলি যেখান থেকে উদ্ধার হয়েছে, তা কর্ণাটকের কেরাগোডু থানা এলাকার মধ্যে পড়ছে ৷ পুলিশ, দেহাংশগুলি উদ্ধার করেছে ৷ পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির উরু ও কোমরের কিছু অংশ হোদাঘাটার কাছে এবং একটি পা শিবারার কাছ থেকে উদ্ধার হয়েছে ৷ দানয়কানাপুরের কাছে দুই হাত ও এক পা পাওয়া গিয়েছে ৷ আর গুল্লুর কাছে মাথার অংশ উদ্ধার হয়েছে ৷

শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের ভিত্তিতে পুলিশ অনুমান করছে যে লোকটির বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হবে ৷ তবে পরিচয় এখনও জানা যায়নি ৷ পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ৷ স্থানীয় থানাগুলিতে খবর দেওয়া হয়েছে ৷ কোথাও কোনও ব্যক্তির নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছে কি না, পুলিশ সেটা খতিয়ে দেখছে ৷

মৃত ব্যক্তির বাঁ হাতে কাব্য ও রঘু নামে একটি ট্যাটু রয়েছে ৷ ডান হাতে রয়েছে বনজার চিহ্ন দেওয়া একটি ৷ সেগুলিই আপাতত নিহতের পরিচয় খুঁজতে বড় ভরসা বলে মনে করছে পুলিশ ৷ মান্ড্যার পুলিশ সুপার ঘটনাস্থলে যান ৷ তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখেন ৷ তদন্তকারীদের সঙ্গে কথা বলেন ৷ প্রয়োজনে তদন্তকারী দল তৈরি করা হতে পারে বলে পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, সম্প্রতি দেশজুড়ে হইচই ফেলে দিয়েছিল শ্রদ্ধা ওয়াকার হত্য়াকাণ্ড (Shraddha Walker Murder Case) ৷ দিল্লিতে আফতাব আমিন পুনাওয়ালা নামে এক যুবকের সঙ্গে মুম্বইয়ের ওই তরুণী লিভ-ইন করতেন (Live In Relation) ৷ সম্পর্কের টানাপোড়েনের জন্য আফতাব তাঁকে খুন করে এবং দেহের 35 টুকরো করে ফ্রিজের মধ্যে লুকিয়ে রাখে ৷ পরে দিল্লি পুলিশ (Delhi Police) তাঁকে গ্রেফতার করে ৷ এর পর আরও একাধিক এই ধরনের ঘটনা সামনে আসে ৷ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সম্পর্কের টানাপোড়েনে সঙ্গী বা সঙ্গিনীকে খুন করে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে ৷ এক্ষেত্রেও তেমন কিছু হয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন: রাতে হেঁটে আসছে আফতাব, হাতের প্যাকেট কি শ্রদ্ধার দেহাংশ ? তদন্তে পুলিশ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.