ETV Bharat / bharat

‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’! ভ্যাকসিন মন্তব্যে মহারাষ্ট্র সরকারের সমালোচনায় কেন্দ্র

করোনা ভ্যাকসিনের স্টক শেষ হয়ে যাওয়ার মন্তব্যে এবার মহারাষ্ট্র সরকারকে একহাত নিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷ তিনি অভিযোগ করলেন, দেশের অন্যান্য রাজ্যগুলির করোনার বিরুদ্ধে লড়াইয়ের মনোবলকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে মহারাষ্ট্র সরকার ৷ সেই সঙ্গে ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ বলে মহা অগাধি প্রশাসনের সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ৷

union-health-minister-harsh-vardhan-today-slammed-maharashtra-government-on-covid-vaccine-remarks
‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’! ভ্যাকসিন মন্তব্যে মহারাষ্ট্র সরকারের সমালোচনায় কেন্দ্র
author img

By

Published : Apr 7, 2021, 8:57 PM IST

নয়াদিল্লি, 7 এপ্রিল : করোনার ভ্যাকসিনের অভাবের অভিযোগে এবার মহারাষ্ট্র সরকারকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷ অভিযোগ করলেন, কয়েকটি রাজ্য় সরকার করোনা সংক্রমণ ঠেকাতে ব্যর্থ ৷ আর নিজেদের সেই ব্যর্থতা ঢাকতেই নোংরা প্রচেষ্টা চালাচ্ছে রাজ্যগুলি ৷ আর মানুষের মধ্যে এ নিয়ে ভয়ের সঞ্চার হচ্ছে ৷ বিষয়টিকে ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ বলে সমালোচনা করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ৷ মহারাষ্ট্র সরকার দায়িত্ব নিয়ে একক ভাবে করোনার বিরুদ্ধে চলা লড়াইয়ে গোটা দেশের মনোবল ভেঙে দিতে চাইছে বলে অভিযোগ করলেন তিনি ৷

প্রসঙ্গত, মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে আজ সকালে এক বিবৃতিতে জানান, সে রাজ্যে আগামী তিন দিনের মধ্যে করোনার ভ্যাকসিনের স্টক শেষ হয়ে যাবে ৷ তাই কেন্দ্রের কাছে তিনি দ্রুত করোনার ভ্যাকসিন পাঠাতে আর্জি জানান ৷ সেই সঙ্গে তিনি এও আশঙ্কা ব্যক্ত করেন যে, যদি ভ্যাকসিন না আসে তবে, মুম্বইয়ের মতো শহরে একাধিক ভ্যাকসিনেশন সেন্টার বন্ধ করে দিতে হবে এবং ভ্যাকসিন নিতে আসা লোকজনকে ফিরে যেতে হবে ৷ আর এই আশঙ্কা ব্যক্ত করার ভঙ্গিমাকে ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ বলে সমালোচনা করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ৷

আরও পড়ুন : পঞ্জাবে নাইট কার্ফু, নিষেধাজ্ঞা জারি রাজনৈতিক জমায়েতে

সেই সঙ্গে মহারাষ্ট্র সরকারকে কড়া ভাষায় জবাব দিয়ে হর্ষ বর্ধন জানিয়েছেন, ‘‘আমি এবার মুখ খুলতে বাধ্য হচ্ছি ৷ কারণ আমার নীরবতাকে দুর্বলতা ভেবে নেওয়া ঠিক নয় ৷ রাজনীতি করাটা খুব সহজ ৷ কিন্তু, পরিষেবা এবং স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন করাটাই আসল পরীক্ষা ৷’’ আর মহারাষ্ট্র সরকারের আজকের বিবৃতি, তাদের ব্যর্থতাকে ঢাকার একটা প্রচেষ্টা মাত্র বলে এদিন জবাব দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷

নয়াদিল্লি, 7 এপ্রিল : করোনার ভ্যাকসিনের অভাবের অভিযোগে এবার মহারাষ্ট্র সরকারকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷ অভিযোগ করলেন, কয়েকটি রাজ্য় সরকার করোনা সংক্রমণ ঠেকাতে ব্যর্থ ৷ আর নিজেদের সেই ব্যর্থতা ঢাকতেই নোংরা প্রচেষ্টা চালাচ্ছে রাজ্যগুলি ৷ আর মানুষের মধ্যে এ নিয়ে ভয়ের সঞ্চার হচ্ছে ৷ বিষয়টিকে ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ বলে সমালোচনা করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ৷ মহারাষ্ট্র সরকার দায়িত্ব নিয়ে একক ভাবে করোনার বিরুদ্ধে চলা লড়াইয়ে গোটা দেশের মনোবল ভেঙে দিতে চাইছে বলে অভিযোগ করলেন তিনি ৷

প্রসঙ্গত, মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে আজ সকালে এক বিবৃতিতে জানান, সে রাজ্যে আগামী তিন দিনের মধ্যে করোনার ভ্যাকসিনের স্টক শেষ হয়ে যাবে ৷ তাই কেন্দ্রের কাছে তিনি দ্রুত করোনার ভ্যাকসিন পাঠাতে আর্জি জানান ৷ সেই সঙ্গে তিনি এও আশঙ্কা ব্যক্ত করেন যে, যদি ভ্যাকসিন না আসে তবে, মুম্বইয়ের মতো শহরে একাধিক ভ্যাকসিনেশন সেন্টার বন্ধ করে দিতে হবে এবং ভ্যাকসিন নিতে আসা লোকজনকে ফিরে যেতে হবে ৷ আর এই আশঙ্কা ব্যক্ত করার ভঙ্গিমাকে ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ বলে সমালোচনা করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ৷

আরও পড়ুন : পঞ্জাবে নাইট কার্ফু, নিষেধাজ্ঞা জারি রাজনৈতিক জমায়েতে

সেই সঙ্গে মহারাষ্ট্র সরকারকে কড়া ভাষায় জবাব দিয়ে হর্ষ বর্ধন জানিয়েছেন, ‘‘আমি এবার মুখ খুলতে বাধ্য হচ্ছি ৷ কারণ আমার নীরবতাকে দুর্বলতা ভেবে নেওয়া ঠিক নয় ৷ রাজনীতি করাটা খুব সহজ ৷ কিন্তু, পরিষেবা এবং স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন করাটাই আসল পরীক্ষা ৷’’ আর মহারাষ্ট্র সরকারের আজকের বিবৃতি, তাদের ব্যর্থতাকে ঢাকার একটা প্রচেষ্টা মাত্র বলে এদিন জবাব দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.