ETV Bharat / bharat

Union Budget 2022-23 : ‘ইউনিয়ন বাজেট’ মোবাইল অ্যাপে মিলবে বাজেট সংক্রান্ত নথি এবং অর্থমন্ত্রীর ভাষণ

author img

By

Published : Jan 28, 2022, 12:07 PM IST

ডিজিটাল বাজেটের পর এবার মোবাইল অ্যাপে বাজেটের নথি ও বাজেট ভাষণ ৷ অর্থমন্ত্রকের তরফে ইউনিয়ন বাজেট নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে (Union Budget 2022-23 will Available on Mobile App Union Budget) ৷ যেখানে বাজেট সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে ৷ সেই সঙ্গে অর্থমন্ত্রী বাজেট ভাষণও পাওয়া যাবে ওই অ্যাপে ৷

Union Budget 2022-23 will Available on Mobile App Union Budget
Union Budget 2022-23 will Available on Mobile App Union Budget

নয়াদিল্লি, 28 ফেব্রুয়ারি : গতবারের মত এবছরেও সবুজায়নের বার্তা কেন্দ্রীয় বাজেটে ৷ তাই কাগজে ছাপা নয়, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) বাজেট পেশ করবেন ডিজিটালি ৷ তবে, এবার নতুন একটি চমক থাকছে ৷ কেন্দ্রের তৈরি বাজেট এবার মোবাইল অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন সাধারণ মানুষ ৷ ইউনিয়ন বাজেট নামে একটি অ্যাপ তৈরি করিয়েছে অর্থমন্ত্রক (Union Budget 2022-23 will Available on Mobile App Union Budget) ৷ যেটি তৈরি করেছে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ জাতীয় তথ্যবিজ্ঞান কেন্দ্র ৷

আগামী 1 ফেব্রুয়ারি 2022-23 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2022-23) পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ যেখানে করোনা মহামারি এবং বিশ্ব উষ্ণায়নের জেরে ডিজিটাল বাজেট পেশ করবেন ৷ লোকসভায় ট্যাবলেট সেভ করা ডিজিটাল বাজেট পড়ে শোনাবেন তিনি ৷ তবে, 2022-23 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট এবার মোবাইল ফোনেও পেয়ে যাবেন সবাই ৷ ইউনিয়ন বাজেট নামে একটি অ্যাপ তৈরি করা হয়েছে ৷ সেই অ্যাপে পুরো বাজেট আপলোড করা হবে অর্থমন্ত্রকের তরফে ৷

আরও পড়ুন : Union Budget 2022-23 : আগামী মঙ্গলবার সংসদে বাজেট পেশ নির্মলা সীতারামনের

ইউনিয়ন বাজেট অ্যাপের মাধ্যমে অর্থনীতির সঙ্গে যুক্ত সবাই বাজেট সংক্রান্ত সব তথ্য সহজে পেয়ে যাবেন ৷ পাশাপাশি প্রতিবারের মত অর্থমন্ত্রকের ওয়েব পোর্টাল থেকে বাজেটের সব নথি ডাউনলোড করা যাবে ৷ আর মোবাইল অ্যাপে বাজেটের 14টি নথি এবং বাজেটের ভাষণও সবাই দেখতে পারবেন ৷ সেখানে অ্যানুয়াল ফিনান্সিয়াল সেস্টমেন্ট, ডিমান্ড ফর গ্রান্ট, ফিনান্সিয়াল বিলও সেখানে পাওয়া যাবে ৷

ইউনিয়ন বাজেট অ্যাপ ব্যবহারকারী সেখানে ইংরেজি ও হিন্দি দু’টি ভাষায় নথি পাবে ৷ অ্যান্ড্রয়েড ও আইওএস দুই প্ল্যটফর্মেই এই অ্যাপ পাওয়া যাবে ৷ এমনকি কেন্দ্রীয় বাজেট সংক্রান্ত যে ওয়েব সাইট রয়েছে, সেখান থেকেও ইউনিয়ন বাজেট অ্যাপ ইনস্টল করা যাবে ৷

আরও পড়ুন : Union Budget Explained : প্রাপ্তি বাজেট কী ?

তবে, এবছর বাজেট প্রস্তুতকারীদের মধ্যে হালুয়া বিতরণের যে প্রথা কেন্দ্র চালু রয়েছে, তা বদল করা হয়েছে ৷ করোনা সংক্রমণ এবং বিধিনিষেধের কারণে বাজেট প্রস্তুতকারী কর্মীদের মিষ্টি খাওয়ানো হয়েছে ৷ প্রসঙ্গত, প্রতি বছর বাজেট প্রস্তুতের প্রক্রিয়া শেষে, ওই কাজের সঙ্গে যুক্ত সকলকে মিষ্টিমুখ করাতে হালুয়া খাওয়ানো হয় ৷ কিন্তু, সংক্রমণের জেরে এবং সুরক্ষার কথা মাথায় রেখে এবার মিষ্টি বিতরণ করা হয়েছে ৷

নয়াদিল্লি, 28 ফেব্রুয়ারি : গতবারের মত এবছরেও সবুজায়নের বার্তা কেন্দ্রীয় বাজেটে ৷ তাই কাগজে ছাপা নয়, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) বাজেট পেশ করবেন ডিজিটালি ৷ তবে, এবার নতুন একটি চমক থাকছে ৷ কেন্দ্রের তৈরি বাজেট এবার মোবাইল অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন সাধারণ মানুষ ৷ ইউনিয়ন বাজেট নামে একটি অ্যাপ তৈরি করিয়েছে অর্থমন্ত্রক (Union Budget 2022-23 will Available on Mobile App Union Budget) ৷ যেটি তৈরি করেছে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ জাতীয় তথ্যবিজ্ঞান কেন্দ্র ৷

আগামী 1 ফেব্রুয়ারি 2022-23 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2022-23) পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ যেখানে করোনা মহামারি এবং বিশ্ব উষ্ণায়নের জেরে ডিজিটাল বাজেট পেশ করবেন ৷ লোকসভায় ট্যাবলেট সেভ করা ডিজিটাল বাজেট পড়ে শোনাবেন তিনি ৷ তবে, 2022-23 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট এবার মোবাইল ফোনেও পেয়ে যাবেন সবাই ৷ ইউনিয়ন বাজেট নামে একটি অ্যাপ তৈরি করা হয়েছে ৷ সেই অ্যাপে পুরো বাজেট আপলোড করা হবে অর্থমন্ত্রকের তরফে ৷

আরও পড়ুন : Union Budget 2022-23 : আগামী মঙ্গলবার সংসদে বাজেট পেশ নির্মলা সীতারামনের

ইউনিয়ন বাজেট অ্যাপের মাধ্যমে অর্থনীতির সঙ্গে যুক্ত সবাই বাজেট সংক্রান্ত সব তথ্য সহজে পেয়ে যাবেন ৷ পাশাপাশি প্রতিবারের মত অর্থমন্ত্রকের ওয়েব পোর্টাল থেকে বাজেটের সব নথি ডাউনলোড করা যাবে ৷ আর মোবাইল অ্যাপে বাজেটের 14টি নথি এবং বাজেটের ভাষণও সবাই দেখতে পারবেন ৷ সেখানে অ্যানুয়াল ফিনান্সিয়াল সেস্টমেন্ট, ডিমান্ড ফর গ্রান্ট, ফিনান্সিয়াল বিলও সেখানে পাওয়া যাবে ৷

ইউনিয়ন বাজেট অ্যাপ ব্যবহারকারী সেখানে ইংরেজি ও হিন্দি দু’টি ভাষায় নথি পাবে ৷ অ্যান্ড্রয়েড ও আইওএস দুই প্ল্যটফর্মেই এই অ্যাপ পাওয়া যাবে ৷ এমনকি কেন্দ্রীয় বাজেট সংক্রান্ত যে ওয়েব সাইট রয়েছে, সেখান থেকেও ইউনিয়ন বাজেট অ্যাপ ইনস্টল করা যাবে ৷

আরও পড়ুন : Union Budget Explained : প্রাপ্তি বাজেট কী ?

তবে, এবছর বাজেট প্রস্তুতকারীদের মধ্যে হালুয়া বিতরণের যে প্রথা কেন্দ্র চালু রয়েছে, তা বদল করা হয়েছে ৷ করোনা সংক্রমণ এবং বিধিনিষেধের কারণে বাজেট প্রস্তুতকারী কর্মীদের মিষ্টি খাওয়ানো হয়েছে ৷ প্রসঙ্গত, প্রতি বছর বাজেট প্রস্তুতের প্রক্রিয়া শেষে, ওই কাজের সঙ্গে যুক্ত সকলকে মিষ্টিমুখ করাতে হালুয়া খাওয়ানো হয় ৷ কিন্তু, সংক্রমণের জেরে এবং সুরক্ষার কথা মাথায় রেখে এবার মিষ্টি বিতরণ করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.