ETV Bharat / bharat

আত্মসমর্পণ পরেশ বড়ুয়া ঘনিষ্ঠ ULFA(I) নেতা দৃষ্টি রাজখোয়ার

দৃষ্টি রাজখোয়া ULFA(I) প্রধান পরেশ বড়ুয়ার ঘনিষ্ঠ ৷ এর আগে সে বাংলাদেশে গা ঢাকা দিয়ে ছিল ৷ শারীরিক অসুস্থতার কারণে কয়েক সপ্তাহ আগেই মেঘালয়ে আসে ৷

ULFA (Independent) Deputy Chief of Army Staff Drishti Rajkhowa Surendered
দৃষ্টি রাজখোওয়া
author img

By

Published : Nov 12, 2020, 10:39 AM IST

গুয়াহাটি, 12 নভেম্বর : আত্মসমর্পণ করলেন ULFA(I) নেতা মনোজ রাভা ওরফে দৃষ্টি রাজখোয়া । আজ মেঘালয়ে আত্মসমর্পণ করেন তিনি ৷

ULFA(I) জঙ্গিদের ধরতে গতকাল একটি অভিযান চালায় ভারতীয় সেনা ৷ সেখানেই দৃষ্টি রাজখোয়ার সঙ্গে আরও চার জঙ্গি আত্মসমর্পণ করে ৷ তারা হল- বেদান্ত, ইয়াসিন আসম, রুপজ্যোতি আসম ও মিথুন আসম ৷ তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ৷

ULFA (Independent) Deputy Chief of Army Staff Drishti Rajkhowa Surendered
দৃষ্টি রাজখোয়া

রাজখোয়াকে মেঘালয় থেকে অসমের গুয়াহাটিতে নিয়ে আসা হচ্ছে ৷ সে ULFA(I) প্রধান পরেশ বড়ুয়ার ঘনিষ্ঠ ৷ এর আগে সে বাংলাদেশে গা ঢাকা দিয়ে ছিল ৷ শারীরিক অসুস্থতার কারণে কয়েক সপ্তাহ আগেই মেঘালয়ে আসে ৷

1990 সালে ULFA জঙ্গিগোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ৷ ULFA(I) গোষ্ঠীর দাবি ছিল, স্বাধীন অসম ৷ বহুদিন ধরেই দৃষ্টি ওয়ান্টেড তালিকায় ছিল ৷ নিম্ন অসমে একাধিক নাশকতামূলক কার্যকলাপের পিছনে ছিল ULFA(I) ।

গুয়াহাটি, 12 নভেম্বর : আত্মসমর্পণ করলেন ULFA(I) নেতা মনোজ রাভা ওরফে দৃষ্টি রাজখোয়া । আজ মেঘালয়ে আত্মসমর্পণ করেন তিনি ৷

ULFA(I) জঙ্গিদের ধরতে গতকাল একটি অভিযান চালায় ভারতীয় সেনা ৷ সেখানেই দৃষ্টি রাজখোয়ার সঙ্গে আরও চার জঙ্গি আত্মসমর্পণ করে ৷ তারা হল- বেদান্ত, ইয়াসিন আসম, রুপজ্যোতি আসম ও মিথুন আসম ৷ তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ৷

ULFA (Independent) Deputy Chief of Army Staff Drishti Rajkhowa Surendered
দৃষ্টি রাজখোয়া

রাজখোয়াকে মেঘালয় থেকে অসমের গুয়াহাটিতে নিয়ে আসা হচ্ছে ৷ সে ULFA(I) প্রধান পরেশ বড়ুয়ার ঘনিষ্ঠ ৷ এর আগে সে বাংলাদেশে গা ঢাকা দিয়ে ছিল ৷ শারীরিক অসুস্থতার কারণে কয়েক সপ্তাহ আগেই মেঘালয়ে আসে ৷

1990 সালে ULFA জঙ্গিগোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ৷ ULFA(I) গোষ্ঠীর দাবি ছিল, স্বাধীন অসম ৷ বহুদিন ধরেই দৃষ্টি ওয়ান্টেড তালিকায় ছিল ৷ নিম্ন অসমে একাধিক নাশকতামূলক কার্যকলাপের পিছনে ছিল ULFA(I) ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.