ETV Bharat / bharat

Maharashtra Politics: মহারাষ্ট্রে উদ্ধব শিবিরের 'কামব্যাক' ! উপনির্বাচনে জয়ী রুতুজা

অন্ধেরী পূর্ব (Andheri East) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে (Maharashtra Assembly Bypoll) দুরন্ত 'কামব্যাক' শিবসেনার (Shiv Sena) উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) গোষ্ঠীর ৷ 53 হাজার 471টি ভোটের ব্যবধানে জয়ী হলেন উদ্ধবের অনুগামী রুতুজা লটকে (Rituja Latke) ৷

Uddhav Thackeray faction group candidate Rituja Latke won in Andheri east assembly bypoll
Maharashtra Politics: মহারাষ্ট্রে উদ্ধব শিবিরের 'কামব্যাক' ! উপনির্বাচনে জয়ী ঋতুজা
author img

By

Published : Nov 6, 2022, 2:47 PM IST

Updated : Nov 6, 2022, 9:50 PM IST

মুম্বই, 6 নভেম্বর: মহারাষ্ট্রের রাজনীতিতে (Maharashtra Politics) কি আবারও ঘুরে দাঁড়াচ্ছে শিবসেনার (Shiv Sena) উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) গোষ্ঠী ? ছুটির দিনে আপাতত এ নিয়েই শুরু হয়েছে জল্পনা ৷ নেপথ্যে অন্ধেরী পূর্ব (Andheri East) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের (Maharashtra Assemby Bypoll) ফলাফল ৷ এই উপনির্বাচনে জয়ী হয়েছেন উদ্ধব শিবিরের প্রার্থী রুতুজা লটকে (Rituja Latke) ৷ তাঁর জয়ের ব্যবধান 53 হাজারেরও বেশি ৷ স্বাভাবিকভাবেই এই জয়ে উচ্ছ্বসিত উদ্ধবের অনুগামীরা ৷

রুতুজার জয়ের খবর আসতেই কার্যত উৎসবে মেতে ওঠেন শিবসেনার উদ্ধব গোষ্ঠীর নেতা ও কর্মীরা ৷ প্রসঙ্গত, একনাথ শিন্ডের (Eknath Shinde) সঙ্গে বিবাদের জেরে শিবসেনার সংশ্লিষ্ট দুই গোষ্ঠীকেই নতুন নাম ও প্রতীকে ভোটের ময়দানে নামার নির্দেশ দেয় নির্বাচন কমিশন ৷ নতুন প্রতীকে এটাই ছিল তাদের প্রথম লড়াই ৷ এক্ষেত্রে উদ্ধব গোষ্ঠীর প্রতীক ছিল মশাল ৷

আরও পড়ুন: তেলাঙ্গানায় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় হাঁটলেন প্রশান্ত ভূষণ

ওয়াকিবহাল মহল বলছে, রুতুজার এই জয় একেবারেই অপ্রত্য়াশিত নয় ৷ বরং তাঁর জয় একপ্রকার নিশ্চিতই ছিল ৷ কিন্তু, যে বিষয়টি সকলের নজর কাড়ছে, তা হল, এই কেন্দ্রের উপনির্বাচনে দুই নম্বরে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি নেই ! রয়েছে নোটা (NOTA) ! অর্থাৎ নোটা-এর থেকে 53 হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন রুতুজা ! 15 রাউন্ড গণনার পর রুতুজা যেখানে পেয়েছিলেন মোট 55 হাজার 946টি ভোট ৷ সেখানে নোটা-এর পক্ষে পড়েছিল 10 হাজার 906টি ভোট ৷ পরে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন রুতুজা ৷

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রুতুজার জয় যে নিশ্চিত, তা বুঝে গিয়েছিল বিজেপি-ও ৷ সম্ভবত, সেই কারণেই গত মাসে মনোনয়ন প্রত্যাহার করেন বিজেপি প্রার্থী মুরজি প্যাটেল ৷ এই উপনির্বাচনে রুতুজার বিরুদ্ধে প্রার্থী ছিলেন আরও ছ'জন ৷ তাঁদের মধ্যে চারজনই নির্দল প্রার্থী ৷ অন্যদিকে, কংগ্রেস, এনসিপি এবং রাজ ঠাকরের এমএনএস রুতুজাকেই সমর্থন জানিয়েছিল ৷

মুম্বই, 6 নভেম্বর: মহারাষ্ট্রের রাজনীতিতে (Maharashtra Politics) কি আবারও ঘুরে দাঁড়াচ্ছে শিবসেনার (Shiv Sena) উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) গোষ্ঠী ? ছুটির দিনে আপাতত এ নিয়েই শুরু হয়েছে জল্পনা ৷ নেপথ্যে অন্ধেরী পূর্ব (Andheri East) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের (Maharashtra Assemby Bypoll) ফলাফল ৷ এই উপনির্বাচনে জয়ী হয়েছেন উদ্ধব শিবিরের প্রার্থী রুতুজা লটকে (Rituja Latke) ৷ তাঁর জয়ের ব্যবধান 53 হাজারেরও বেশি ৷ স্বাভাবিকভাবেই এই জয়ে উচ্ছ্বসিত উদ্ধবের অনুগামীরা ৷

রুতুজার জয়ের খবর আসতেই কার্যত উৎসবে মেতে ওঠেন শিবসেনার উদ্ধব গোষ্ঠীর নেতা ও কর্মীরা ৷ প্রসঙ্গত, একনাথ শিন্ডের (Eknath Shinde) সঙ্গে বিবাদের জেরে শিবসেনার সংশ্লিষ্ট দুই গোষ্ঠীকেই নতুন নাম ও প্রতীকে ভোটের ময়দানে নামার নির্দেশ দেয় নির্বাচন কমিশন ৷ নতুন প্রতীকে এটাই ছিল তাদের প্রথম লড়াই ৷ এক্ষেত্রে উদ্ধব গোষ্ঠীর প্রতীক ছিল মশাল ৷

আরও পড়ুন: তেলাঙ্গানায় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় হাঁটলেন প্রশান্ত ভূষণ

ওয়াকিবহাল মহল বলছে, রুতুজার এই জয় একেবারেই অপ্রত্য়াশিত নয় ৷ বরং তাঁর জয় একপ্রকার নিশ্চিতই ছিল ৷ কিন্তু, যে বিষয়টি সকলের নজর কাড়ছে, তা হল, এই কেন্দ্রের উপনির্বাচনে দুই নম্বরে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি নেই ! রয়েছে নোটা (NOTA) ! অর্থাৎ নোটা-এর থেকে 53 হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন রুতুজা ! 15 রাউন্ড গণনার পর রুতুজা যেখানে পেয়েছিলেন মোট 55 হাজার 946টি ভোট ৷ সেখানে নোটা-এর পক্ষে পড়েছিল 10 হাজার 906টি ভোট ৷ পরে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন রুতুজা ৷

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রুতুজার জয় যে নিশ্চিত, তা বুঝে গিয়েছিল বিজেপি-ও ৷ সম্ভবত, সেই কারণেই গত মাসে মনোনয়ন প্রত্যাহার করেন বিজেপি প্রার্থী মুরজি প্যাটেল ৷ এই উপনির্বাচনে রুতুজার বিরুদ্ধে প্রার্থী ছিলেন আরও ছ'জন ৷ তাঁদের মধ্যে চারজনই নির্দল প্রার্থী ৷ অন্যদিকে, কংগ্রেস, এনসিপি এবং রাজ ঠাকরের এমএনএস রুতুজাকেই সমর্থন জানিয়েছিল ৷

Last Updated : Nov 6, 2022, 9:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.