ETV Bharat / bharat

Shah Slams Uddhav: বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় উদ্ধবকে শিক্ষা দেওয়া উচিত, তোপ অমিতের - উদ্ধব ঠাকরে

বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackeray) উচিত শিক্ষা দেওয়া উচিত (Shah Slams Uddhav)৷ মুম্বই বিজেপির সঙ্গে বৈঠকে এই ভাষাতেই মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন অমিত শাহ (Amit Shah At BJP Meet)৷

"Uddhav Thackeray betrayed BJP": Amit Shah At BJP Meet
বিজেপির সঙ্গে বিশ্বাঘাতকতা করায় উদ্ধবকে শিক্ষা দেওয়া উচিত, তোপ অমিতের
author img

By

Published : Sep 5, 2022, 4:13 PM IST

Updated : Sep 5, 2022, 5:08 PM IST

মুম্বই, 5 সেপ্টেম্বর: বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)৷ তাঁকে অবশ্যই উচিত শিক্ষা দেওয়া উচিত ৷ মুম্বইয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে এ কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Shah Slams Uddhav)৷ একটি সূত্রের তরফে জানা যায় যে, শাহ এ দিন বলেন, "রাজনীতিতে আমরা সবকিছু সহ্য করতে পারি কিন্তু বিশ্বাসঘাতকতা সহ্য করা যায় না ৷"

সূত্রের দাবি, মহারাষ্ট্রে শিব সেনা ভেঙে যাওয়ার জন্য এবং তার পরবর্তী ঘটনার জন্য সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে দায়ী বলে দাবি করেন অমিত শাহ (Amit Shah At BJP Meet)৷ তাঁর আরও দাবি, উদ্ধবের লোভের কারণেই তাঁর দলের একাংশ তাঁর বিরুদ্ধে চলে গিয়েছে ৷ উদ্ধব ঠাকরে শুধু বিজেপিকেই নয়, নিজের আদর্শের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন এবং মহারাষ্ট্রবাসীর জনাদেশকেও তিনি অপমান করেছেন বলে তোপ দেগেছেন অমিত ৷

আরও পড়ুন: দ্রৌপদীকে সমর্থন নিয়ে একমত উদ্ধব-শিন্ডে

অমিত শাহের কথায়, "আজ আমি আবার বলতে চাইব যে, আমরা কখনও মুখ্যমন্ত্রী পদ দেওয়া হবে বলে উদ্ধব ঠাকরেকে কোনও প্রতিশ্রুতি দিইনি ৷ আমরা এমন লোক যে রাজনীতিটা আমরা প্রকাশ্যেই করি এবং বদ্ধ ঘরে রাজনীতি করি না ৷" শাহের দাবি, রাজনীতিতে যাঁরা প্রতারণা করেন, তাঁদের শাস্তি হওয়া উচিত ৷

আসন্ন বৃহন্মুম্বই পৌরনিগমে নির্বাচন (BMC Elections) নিয়ে আলোচনার জন্য মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের (Devendra Fadnavis) বাড়িতে বসেছিল বিজেপির বৈঠকে ৷ বিজেপি সাংসদ, বিধায়ক, কাউন্সিলর ও কর্পোরেটদের সঙ্গে নিয়ে এ দিন বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ মহারাষ্ট্রে একনাথ শিণ্ডে সরকার গঠনের পর এই প্রথম সেই রাজ্য সফরে গেলেন তিনি ৷ এ দিনের বৈঠকে বৃহন্মুম্বই পৌরনিগমে নির্বাচন ছাড়াও রাজ্যের বিধানসভা নির্বাচন ও 2024 সালের লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতেও আলোচনা হবে বলে সূত্রের মারফৎ জানা গিয়েছে ৷

মুম্বই, 5 সেপ্টেম্বর: বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)৷ তাঁকে অবশ্যই উচিত শিক্ষা দেওয়া উচিত ৷ মুম্বইয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে এ কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Shah Slams Uddhav)৷ একটি সূত্রের তরফে জানা যায় যে, শাহ এ দিন বলেন, "রাজনীতিতে আমরা সবকিছু সহ্য করতে পারি কিন্তু বিশ্বাসঘাতকতা সহ্য করা যায় না ৷"

সূত্রের দাবি, মহারাষ্ট্রে শিব সেনা ভেঙে যাওয়ার জন্য এবং তার পরবর্তী ঘটনার জন্য সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে দায়ী বলে দাবি করেন অমিত শাহ (Amit Shah At BJP Meet)৷ তাঁর আরও দাবি, উদ্ধবের লোভের কারণেই তাঁর দলের একাংশ তাঁর বিরুদ্ধে চলে গিয়েছে ৷ উদ্ধব ঠাকরে শুধু বিজেপিকেই নয়, নিজের আদর্শের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন এবং মহারাষ্ট্রবাসীর জনাদেশকেও তিনি অপমান করেছেন বলে তোপ দেগেছেন অমিত ৷

আরও পড়ুন: দ্রৌপদীকে সমর্থন নিয়ে একমত উদ্ধব-শিন্ডে

অমিত শাহের কথায়, "আজ আমি আবার বলতে চাইব যে, আমরা কখনও মুখ্যমন্ত্রী পদ দেওয়া হবে বলে উদ্ধব ঠাকরেকে কোনও প্রতিশ্রুতি দিইনি ৷ আমরা এমন লোক যে রাজনীতিটা আমরা প্রকাশ্যেই করি এবং বদ্ধ ঘরে রাজনীতি করি না ৷" শাহের দাবি, রাজনীতিতে যাঁরা প্রতারণা করেন, তাঁদের শাস্তি হওয়া উচিত ৷

আসন্ন বৃহন্মুম্বই পৌরনিগমে নির্বাচন (BMC Elections) নিয়ে আলোচনার জন্য মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের (Devendra Fadnavis) বাড়িতে বসেছিল বিজেপির বৈঠকে ৷ বিজেপি সাংসদ, বিধায়ক, কাউন্সিলর ও কর্পোরেটদের সঙ্গে নিয়ে এ দিন বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ মহারাষ্ট্রে একনাথ শিণ্ডে সরকার গঠনের পর এই প্রথম সেই রাজ্য সফরে গেলেন তিনি ৷ এ দিনের বৈঠকে বৃহন্মুম্বই পৌরনিগমে নির্বাচন ছাড়াও রাজ্যের বিধানসভা নির্বাচন ও 2024 সালের লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতেও আলোচনা হবে বলে সূত্রের মারফৎ জানা গিয়েছে ৷

Last Updated : Sep 5, 2022, 5:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.