মুম্বই, 3 মার্চ: ভারতীয় সিনেমার ইতিহাসে এমনিতেই একাধিক নজির গড়েছে পাঠান। সারা বিশ্বে হাজার কোটির বেশি ব্যবসাও করে ফেলেছে ছবি। স্বভাবতই এই ছবির হাত ধরে জনপ্রিয়তার নতুন উচ্চতা স্পর্শ করেছেন বলিউডের বাদশা । তবে খ্যাতির যে বিড়ম্বনা থাকে তা আরও একবার ভালোভাবে বুঝতে পারলেন কিং খান। এবার মুম্বইতে তাঁর বাড়ি মন্নতে ঢুকে পড়ল দুই যুবক ৷ তবে নিরাপত্তারক্ষীদের তৎপরতায় এর চেয়ে বড় কোনও ঘটনা ঘটেনি ।
জানা গিয়েছে বৃহস্পতিবার মন্নতে দু'জন কোনও ভাবে প্রবেশ করে ৷ মুম্বই পুলিশের দাবি, তারা বাংলোর দেওয়াল টপকে বলিউড শাহেনশার বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করছিল ৷ সেই সময় তা চোখে পড়ে যায় নিরাপত্তায় থাকা কর্তব্যরত কর্মীদের ৷ তারা ওই দুই যুবককে পাকড়াও করে (Two men break into Shah Rukh Khan's bungalow Mannat police probe on) ৷
পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায়, দু'জনের বয়স 20 থেকে 22 বছরের মধ্যে ৷ তাদের দাবি, তারা গুজরাত থেকে রাজ্যে এসেছিল ৷ 'পাঠান' হিরোর সঙ্গে দেখা করতেই তাদের আসা ৷ তাই মন্নতের নিরাপত্তা বলয় টপকানোর চেষ্টা আর গ্রেফতারি ৷ দুই যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী অনুপ্রবেশ এবং অন্য প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ তদন্ত চলছে ৷ তারা সত্যি কথা বলছে নাকি তাদের অন্য কোনও অভিপ্রায় ছিল সেটা জানার চেষ্টা হচ্ছে।
শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন-জন আব্রাহাম অভিনীত পাঠান সিনেমাটি সারা দেশ তো বটেই বিশ্বের বক্স অফিসেও রেকর্ড গড়েছে ৷ দুনিয়া জুড়ে এর প্রদর্শন থেকে ইতিমধ্যে 1 হাজার কোটি টাকা আয় হয়ছে ৷ মুক্তি পাওয়ার একমাস বাদেও সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ কমেনি। এসআরকে তাঁর আগামী সিনেমা 'জওয়ান' এবং 'দুনকি'র প্রস্তুতি নিচ্ছেন ৷ পাঠানের পর অনেক সিনেমাপ্রেমী 'টাইগার 3'-র অপেক্ষায় রয়েছেন ৷ সেখানে শাহরুখ-সলমন জুটিকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ৷ এপ্রিলে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির ৷
আরও পড়ুন: বিশ্বব্যাপী বক্স অফিসে লেটার মার্কস, তবে দক্ষিণী সংস্করণে ডাহা ফেল 'পাঠান'