গুয়াহাটি, 6 অগস্ট: অসমের কামরূপে রবিবার গাছ থেকে ঝুলন্ত অবস্থায় দুই তুতো বোনের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ স্থানীয়দের অভিযোগ, দুই বোনকে ধর্ষণ করা হয়েছে ৷ তারপরে তাঁরা ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ৷ কামরূপ জেলার তুলসিবাড়ি এলাকার ঘটনায় স্থানীয়দের মধ্যে এ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক ক্ষোভ ৷ জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজন কিশোরী ৷ তবে, পুলিশের তরফে এই ঘটনায় এখনও কোনও নিশ্চিত কারণ উল্লেখ করা হয়নি ৷ জেলার পুলিশ সুপার হীতেশচন্দ্র রায় জানিয়েছেন, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ সেই রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে ৷
পুলিশ সূত্রে খবর, তুলসিবাড়ি এলাকায় একটি গাছ থেকে রবিবার সকালে দুই বোনের ঝুলতে দেখা যায় ৷ যেখানে তাঁদের দেহ পাওয়া গিয়েছে, সেই জায়গাটি বেশ নির্জন বলে জানা গিয়েছে ৷ সংবাদ সংস্থা আইএএনএস-এর খবর অনুযায়ী স্থানীয়রা অভিযোগ করেছেন, তাঁদের ধর্ষণ করা হয়েছিল ৷ তার পরেই সম্পর্কে তুতো বোন ওই দু’জন ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের ৷ পুলিশ সূত্রে খবর, মৃত দু’জনের পরিচয় জানা গিয়েছে ৷ আর তাঁদের মধ্যে একজন কিশোরী এবং আরেকজন তরুণী ৷
পুলিশ ঘটনায় কোনও মন্তব্য করতে রাজি হয়নি ৷ সত্যিই ওই দু’জনকে ধর্ষণ করা হয়েছে ? নাকি তাঁরা আত্মহত্যা করেছেন ? বা তাঁদের খুন করে সেখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে ? এমন একাধিক প্রশ্ন উঠছে ৷ তবে, ময়নাতদন্তের রিপোর্ট না-এলে এ নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ পুলিশ প্রশাসন ৷ জানানো হয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ ঘটনাস্থল এ আশেপাশের এলাকায় পুলিশ তল্লাশি চালিয়েছে ৷ এমনকী মৃত দুই বোনের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷
আরও পড়ুন: ধর্ষণ করে খুন, অভিযুক্তের বাড়ির সেপটিক ট্যাঙ্কে মিলল নাবালিকার দেহ
দু’জনের দেহ উদ্ধারের ঘটনায় কামরূপের পুলিশ সুপার হীতেশচন্দ্র রায় বলেন, ‘‘আমরা দেহ দু’টিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি ৷ সেই রিপোর্ট হাতে এলেই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হবে ৷ তবে, দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন ৷ ঘটনা পরবর্তী তথ্যপ্রমাণ সংগ্রহ করতে পুলিশ কাজ করছে ৷’’ প্রশাসন এ নিয়ে কোনও কথা না বললেও, স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকায় ৷