ETV Bharat / bharat

Operation Ajay: ইজরায়েল থেকে ভারতীয়দের ফেরাতে আরও দু’টি বিশেষ বিমানের ঘোষণা সরকারের - ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ

Operation Ajay to fly out Indian nationals from Israel: ইজরায়েলে হামাসের হামলার জেরে শুরু হয়েছে যুদ্ধ ৷ সেই যুদ্ধের জেরে ইজরায়েলে থাকা ভারতীয়রা ফিরতে চাইলে, তাঁদের দেশে ফেরাতে ‘অপারেশন অজয়’ শুরু হয়েছে ৷ ইতিমধ্যে দু’দফায় ভারতীয়দের ফেরানো হয়েছে ৷ শনিবার আরও দু’টি বিমানের ঘোষণা করা হয়েছে ৷

Operation Ajay
Operation Ajay
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 7:07 PM IST

জেরুজালেম, 14 অক্টোবর: ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের জেরে সেখানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার শুরু করেছে ভারত সরকার ৷ ইতিমধ্য়ে পরপর দু’দিনে সেখান থেকে 400-র বেশি ভারতীয়কে আনা হয়েছে ৷ এর পরও যদি ইজরায়েলে থাকা ভারতীয়রা দেশে ফিরতে চান, তাহলে তাঁদের জন্য আরও দু’টি বিমানের ব্যবস্থা করেছে সরকার ৷ শনিবার তেল আভিভের ভারতীয় দূতাবাস এই ঘোষণা করেছে ৷

গত 7 অক্টোবর হামাস জঙ্গিরা ইজরায়েলের উপর হামলা করে৷ পালটা জবাব দেওয়া শুরু করে ইজরায়েলও ৷ তার পর ইজরায়েল থেকে ভারতীয়দের আনতে ‘অপরাশেন অজয়’ শুরু করেছে ভারত ৷ গত 12 অক্টোবর এই উদ্যোগ নেয় ভারত সরকার ৷ শনিবার যে দু’টি বিমানের ঘোষণা করা হয়েছে, সেই দু’টি বিমানও এই অপারেশন অজয়ের অন্তর্গত ৷

পরের দু’টি বিমানের মধ্যে প্রথমটি স্থানীয় সময় বিকেল পাঁচটায় ভারতের উদ্দেশে রওনা দেবে ৷ ওই বিমানে 230 জন যাত্রী যেতে পারেন ৷ পরের বিমানটি ছাড়ার কথা স্থানীয় সময় রাত 11টায় ৷ ওই বিমানে 330 জন আসতে পারেন বলে জানা গিয়েছে ৷

ইজরায়েলের নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সঞ্জীব সিংলা সংবাদস্থাকে পিটিআই-কে বলেছেন, “ইজরায়েলে আমাদের নাগরিকদের মধ্য়ে যাঁরা চলে যেতে ইচ্ছুক, তাঁদের সুবিধার্থে দূতাবাস সব সময় কাজ করে যাচ্ছে । আমরা ছাত্র, দেখাশোনার কাজ করতে আসা নাগরিক ও ব্যবসায়িক ব্যক্তিদের কাছে পৌঁছেছি । তাঁদের মধ্যে কেউ কেউ আসলে আমাদের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন । আমরা সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি ।”

যাঁরা ভারতে ফিরতে চান, তাঁদের নাম নথিভুক্ত করাতে হচ্ছে ৷ যাঁরা আগে নাম নথিভুক্ত করছেন, তাঁদের আগে ফেরার সুযোগ দেওয়া হচ্ছে ৷ শুক্রবার প্রথম দফায় 211 জনকে ফিরিয়ে আনা হয় ৷ শনিবার দ্বিতীয় দফায় আনা হয়েছে 235 জনকে ৷ ইজরায়েলে প্রায় 18 হাজার ভারতীয় ছিলেন ৷ তাঁদের কেউ চাকরি করতে গিয়েছেন, কেউ পড়াশোনা করতে৷ তাঁদের মধ্যে যাঁরা ফিরে আসতে চাইছেন, তাঁরা ফিরতে পারছেন অপরাশেন অজয়ের মাধ্যমে ৷

এদিকে ইজরায়েল ও হামাসের মধ্যে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইজরায়েলে 1300 মানুষ নিহত হয়েছেন ৷ ইজরায়েলের পালটা হামলায় গাজায় 1900 জন নিহত হয়েছেন ৷ ইজরায়েলের দাবি, দেড় হাজার হামাস জঙ্গি নিহত হয়েছেন ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন: যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে আটকে পড়া মেদিনীপুরের সৌদ্র দেশে ফিরে উচ্ছ্বসিত

জেরুজালেম, 14 অক্টোবর: ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের জেরে সেখানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার শুরু করেছে ভারত সরকার ৷ ইতিমধ্য়ে পরপর দু’দিনে সেখান থেকে 400-র বেশি ভারতীয়কে আনা হয়েছে ৷ এর পরও যদি ইজরায়েলে থাকা ভারতীয়রা দেশে ফিরতে চান, তাহলে তাঁদের জন্য আরও দু’টি বিমানের ব্যবস্থা করেছে সরকার ৷ শনিবার তেল আভিভের ভারতীয় দূতাবাস এই ঘোষণা করেছে ৷

গত 7 অক্টোবর হামাস জঙ্গিরা ইজরায়েলের উপর হামলা করে৷ পালটা জবাব দেওয়া শুরু করে ইজরায়েলও ৷ তার পর ইজরায়েল থেকে ভারতীয়দের আনতে ‘অপরাশেন অজয়’ শুরু করেছে ভারত ৷ গত 12 অক্টোবর এই উদ্যোগ নেয় ভারত সরকার ৷ শনিবার যে দু’টি বিমানের ঘোষণা করা হয়েছে, সেই দু’টি বিমানও এই অপারেশন অজয়ের অন্তর্গত ৷

পরের দু’টি বিমানের মধ্যে প্রথমটি স্থানীয় সময় বিকেল পাঁচটায় ভারতের উদ্দেশে রওনা দেবে ৷ ওই বিমানে 230 জন যাত্রী যেতে পারেন ৷ পরের বিমানটি ছাড়ার কথা স্থানীয় সময় রাত 11টায় ৷ ওই বিমানে 330 জন আসতে পারেন বলে জানা গিয়েছে ৷

ইজরায়েলের নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সঞ্জীব সিংলা সংবাদস্থাকে পিটিআই-কে বলেছেন, “ইজরায়েলে আমাদের নাগরিকদের মধ্য়ে যাঁরা চলে যেতে ইচ্ছুক, তাঁদের সুবিধার্থে দূতাবাস সব সময় কাজ করে যাচ্ছে । আমরা ছাত্র, দেখাশোনার কাজ করতে আসা নাগরিক ও ব্যবসায়িক ব্যক্তিদের কাছে পৌঁছেছি । তাঁদের মধ্যে কেউ কেউ আসলে আমাদের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন । আমরা সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি ।”

যাঁরা ভারতে ফিরতে চান, তাঁদের নাম নথিভুক্ত করাতে হচ্ছে ৷ যাঁরা আগে নাম নথিভুক্ত করছেন, তাঁদের আগে ফেরার সুযোগ দেওয়া হচ্ছে ৷ শুক্রবার প্রথম দফায় 211 জনকে ফিরিয়ে আনা হয় ৷ শনিবার দ্বিতীয় দফায় আনা হয়েছে 235 জনকে ৷ ইজরায়েলে প্রায় 18 হাজার ভারতীয় ছিলেন ৷ তাঁদের কেউ চাকরি করতে গিয়েছেন, কেউ পড়াশোনা করতে৷ তাঁদের মধ্যে যাঁরা ফিরে আসতে চাইছেন, তাঁরা ফিরতে পারছেন অপরাশেন অজয়ের মাধ্যমে ৷

এদিকে ইজরায়েল ও হামাসের মধ্যে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইজরায়েলে 1300 মানুষ নিহত হয়েছেন ৷ ইজরায়েলের পালটা হামলায় গাজায় 1900 জন নিহত হয়েছেন ৷ ইজরায়েলের দাবি, দেড় হাজার হামাস জঙ্গি নিহত হয়েছেন ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন: যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে আটকে পড়া মেদিনীপুরের সৌদ্র দেশে ফিরে উচ্ছ্বসিত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.