ETV Bharat / bharat

রাশিয়া থেকে ভারতে এল করোনার ওষুধ বোঝাই দু'টি বিমান - করোনাভাইরাস

কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণ করতে অক্সিজেন কনসেনট্রেটর-সহ একাধিক প্রয়োজনীয় ওষুধ, সরঞ্জাম সমেত দুটি রাশিয়ান বিমান পৌঁছাল ভারতে ৷

ভারতে রাশিয়ার অ্যাম্বাসাডর নিকোলে কুদাশেভ
ভারতে রাশিয়ার অ্যাম্বাসাডর নিকোলে কুদাশেভ
author img

By

Published : Apr 29, 2021, 10:06 AM IST

নিউ দিল্লি, 29 এপ্রিল: একাধিক অক্সিজেন কনসেনট্রেটর, লাঙ্গ ভেন্টিলেটর, মনিটর, ওষুধ, করোনার আর অন্যান্য দরকারি ফার্মাসিউটিক্যাল উপকরণ নিয়ে ভারতে পৌঁছাল দু'টি রাশিয়ান বিমান ৷ ভারতে রাশিয়ার অ্যাম্বাসাডর নিকোলে কুদাশেভ এই কথা জানিয়েছেন ৷

তিনি বলেন, "ভারত ও রাশিয়ার স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, করোনা ভাইরাসের বিরুদ্ধে দু'দেশের লড়াইয়ের ক্ষেত্রে রাশিয়ান ফেডারেশন ভারতকে মানবিক দিক থেকে সাহায্য পাঠাবে ভারতে ৷ এই কারণে রাশিয়ান ইএমইআরসিওএম-এর দু'টি বিমান দ্রুত ভারতে এসেছে ৷"

ভারতের ভয়াবহ করোনা পরিস্থিতির উপর নজর রাখছে রাশিয়া ৷ ভারত আর রাশিয়ার মধ্যে একটি চিরন্তন বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, জানান কুদাশেভ ৷ কোভিট-19 ভ্যাকসিন স্পুটনিক-ভি আসবে মে মাস থেকে ৷

আরও পড়ুন: ভারতের করোনা পরিস্থিতিতে মর্মাহত প্রিন্স চার্লস, সাহায্যের বার্তা

গত বছর প্যানডেমিকের শুরুতে রাশিয়ার সংকটের সময়ে ভারত নিষেধাজ্ঞা তুলে জরুরি ভিত্তিতে দ্রুত হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠিয়েছিল রাশিয়াতে ৷ ভারতের এই সাহায্যের কথা মনে করে তিনি বলেন, "আমরা এই কথা মনে রেখেছি, এর প্রশংসা করি ৷ এটাই একমাত্র উপায় করোনা ভাইরাসকে হারানোর, তবে এর জন্য সংকটের সময়ে একে অপরকে সমর্থন করে, নিজেদের চেষ্টাগুলি নিয়ে একযোগে এগিয়ে যেতে হবে ৷ এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে নিজেদের প্রতি শ্রদ্ধা বজায় রাখা আর দু'পক্ষের চেষ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ "

ভারতে করোনা সংকট সামালাতে তাদের এই সাহায্য কেন্দ্র সরকারের লড়াইয়ে কিছুটা সাহায্য করবে বলে আশা করেন তিনি ৷

নিউ দিল্লি, 29 এপ্রিল: একাধিক অক্সিজেন কনসেনট্রেটর, লাঙ্গ ভেন্টিলেটর, মনিটর, ওষুধ, করোনার আর অন্যান্য দরকারি ফার্মাসিউটিক্যাল উপকরণ নিয়ে ভারতে পৌঁছাল দু'টি রাশিয়ান বিমান ৷ ভারতে রাশিয়ার অ্যাম্বাসাডর নিকোলে কুদাশেভ এই কথা জানিয়েছেন ৷

তিনি বলেন, "ভারত ও রাশিয়ার স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, করোনা ভাইরাসের বিরুদ্ধে দু'দেশের লড়াইয়ের ক্ষেত্রে রাশিয়ান ফেডারেশন ভারতকে মানবিক দিক থেকে সাহায্য পাঠাবে ভারতে ৷ এই কারণে রাশিয়ান ইএমইআরসিওএম-এর দু'টি বিমান দ্রুত ভারতে এসেছে ৷"

ভারতের ভয়াবহ করোনা পরিস্থিতির উপর নজর রাখছে রাশিয়া ৷ ভারত আর রাশিয়ার মধ্যে একটি চিরন্তন বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, জানান কুদাশেভ ৷ কোভিট-19 ভ্যাকসিন স্পুটনিক-ভি আসবে মে মাস থেকে ৷

আরও পড়ুন: ভারতের করোনা পরিস্থিতিতে মর্মাহত প্রিন্স চার্লস, সাহায্যের বার্তা

গত বছর প্যানডেমিকের শুরুতে রাশিয়ার সংকটের সময়ে ভারত নিষেধাজ্ঞা তুলে জরুরি ভিত্তিতে দ্রুত হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠিয়েছিল রাশিয়াতে ৷ ভারতের এই সাহায্যের কথা মনে করে তিনি বলেন, "আমরা এই কথা মনে রেখেছি, এর প্রশংসা করি ৷ এটাই একমাত্র উপায় করোনা ভাইরাসকে হারানোর, তবে এর জন্য সংকটের সময়ে একে অপরকে সমর্থন করে, নিজেদের চেষ্টাগুলি নিয়ে একযোগে এগিয়ে যেতে হবে ৷ এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে নিজেদের প্রতি শ্রদ্ধা বজায় রাখা আর দু'পক্ষের চেষ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ "

ভারতে করোনা সংকট সামালাতে তাদের এই সাহায্য কেন্দ্র সরকারের লড়াইয়ে কিছুটা সাহায্য করবে বলে আশা করেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.