ETV Bharat / bharat

Goods Train Derailment: জব্বলপুরে লাইনচ্যুত তেলের ট্যাঙ্কারবাহী মালগাড়ি

author img

By

Published : Jun 7, 2023, 1:41 PM IST

Updated : Jun 7, 2023, 2:00 PM IST

তেলের ট্যাঙ্কারবাহী মালগাড়ি লাইনচ্যুত ৷ ঘটনাস্থল মধ্যপ্রদেশের জব্বলপুর ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে ৷ বুধবার সকাল থেকে শুরু হয়েছে লাইন মেরামত করার কাজ ৷

Goods Train Derailment
Goods Train Derailment

জব্বলপুর (মধ্যপ্রদেশ), 7 জুন: বালাসোর ট্রেন দুর্ঘটনার ক্ষত এখনও তাজা ভারতবাসীর মনে ৷ তার মধ্যেই ফের মিলল ট্রেন দুর্ঘটনার খবর ৷ এবার ঘটনাস্থল মধ্যপ্রদেশের জব্বলপুর ৷ সেখানে তেলের ট্যাঙ্কার বহনকারী মালগাড়ির দু’টি ওয়াগান লাইনচ্যুত হয় বল রেলের তরফে জানানো হয়েছে ৷

বুধবার রেলের তরফে এই খবর দেওয়া হয়েছে ৷ পশ্চিম মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রাহুল শ্রীবাস্তব জানিয়েছেন, মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে ৷ জব্বলপুরের কাছে ভিতোনি স্টেশনের অদূরে একটি তেলের ডিপো রয়েছে ৷ সেখানেই ওই মালগাড়ি যাচ্ছিল ৷ সেই সময় দুর্ঘটনা ঘটে ৷ দু’টি ওয়াগান লাইনচ্যুত হয় ৷

রেলের তরফে জানা গিয়েছে, হতাহতের কোনও সম্ভাবনা না থাকায় রাতে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ করা হয়নি ৷ তাছাড়া ঘটনাটি সাইডিংয়ে ঘটেছে, তাই এই দুর্ঘটনার জেরে ট্রেন পরিষেবায় প্রভাব পড়ার সম্ভাবনা ছিল না ৷ তাই বুধবার সকাল হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয় ৷ ওই ওয়াগান দু’টি সেখান থেকে সরিয়ে দেওয়া হয় ৷ তার পর মেরামতি হয় লাইনের ৷

প্রসঙ্গত, গত শুক্রবার ওড়িশার বালাসোরে রেল দুর্ঘটনা হয় ৷ আচমকা মেন লাইন থেকে লুপ লাইনে ঢুকে পড়ে মালগাড়িতে ধাক্কা মারে শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ৷ তার জেরে ট্রেনের অধিকাংশ কামরা বেলাইন হয়ে যায় ৷ উলটো দিক থেকে আসা যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেসের শেষের দিকে কয়েকটি কামরা দুর্ঘটনার কবলে পড়ে ৷ সরকারি হিসেবে এখনও পর্যন্ত প্রায় 280 জনের মৃত্যু হয়েছে ৷ আহত প্রায় হাজারখানেক ৷ ওই দুর্ঘটনার প্রায় 51 ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয় ওই লাইনে ৷ তবে এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি ৷ এখনও স্বাভাবিক গতিতে ট্রেন চলছে না সেখানে ৷

আরও পড়ুন: অভিশপ্ত রেললাইনে স্বাভাবিকের পথে ট্রেন চলাচল, আজ যাবে শালিমার-চেন্নাই করমণ্ডল

জব্বলপুর (মধ্যপ্রদেশ), 7 জুন: বালাসোর ট্রেন দুর্ঘটনার ক্ষত এখনও তাজা ভারতবাসীর মনে ৷ তার মধ্যেই ফের মিলল ট্রেন দুর্ঘটনার খবর ৷ এবার ঘটনাস্থল মধ্যপ্রদেশের জব্বলপুর ৷ সেখানে তেলের ট্যাঙ্কার বহনকারী মালগাড়ির দু’টি ওয়াগান লাইনচ্যুত হয় বল রেলের তরফে জানানো হয়েছে ৷

বুধবার রেলের তরফে এই খবর দেওয়া হয়েছে ৷ পশ্চিম মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রাহুল শ্রীবাস্তব জানিয়েছেন, মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে ৷ জব্বলপুরের কাছে ভিতোনি স্টেশনের অদূরে একটি তেলের ডিপো রয়েছে ৷ সেখানেই ওই মালগাড়ি যাচ্ছিল ৷ সেই সময় দুর্ঘটনা ঘটে ৷ দু’টি ওয়াগান লাইনচ্যুত হয় ৷

রেলের তরফে জানা গিয়েছে, হতাহতের কোনও সম্ভাবনা না থাকায় রাতে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ করা হয়নি ৷ তাছাড়া ঘটনাটি সাইডিংয়ে ঘটেছে, তাই এই দুর্ঘটনার জেরে ট্রেন পরিষেবায় প্রভাব পড়ার সম্ভাবনা ছিল না ৷ তাই বুধবার সকাল হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয় ৷ ওই ওয়াগান দু’টি সেখান থেকে সরিয়ে দেওয়া হয় ৷ তার পর মেরামতি হয় লাইনের ৷

প্রসঙ্গত, গত শুক্রবার ওড়িশার বালাসোরে রেল দুর্ঘটনা হয় ৷ আচমকা মেন লাইন থেকে লুপ লাইনে ঢুকে পড়ে মালগাড়িতে ধাক্কা মারে শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ৷ তার জেরে ট্রেনের অধিকাংশ কামরা বেলাইন হয়ে যায় ৷ উলটো দিক থেকে আসা যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেসের শেষের দিকে কয়েকটি কামরা দুর্ঘটনার কবলে পড়ে ৷ সরকারি হিসেবে এখনও পর্যন্ত প্রায় 280 জনের মৃত্যু হয়েছে ৷ আহত প্রায় হাজারখানেক ৷ ওই দুর্ঘটনার প্রায় 51 ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয় ওই লাইনে ৷ তবে এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি ৷ এখনও স্বাভাবিক গতিতে ট্রেন চলছে না সেখানে ৷

আরও পড়ুন: অভিশপ্ত রেললাইনে স্বাভাবিকের পথে ট্রেন চলাচল, আজ যাবে শালিমার-চেন্নাই করমণ্ডল

Last Updated : Jun 7, 2023, 2:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.