ETV Bharat / bharat

মহারাষ্ট্রে নিকেশ 2 মাওবাদী

author img

By

Published : Apr 28, 2021, 2:30 PM IST

মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় পুলিশ-মাওবাদী সংঘর্ষে দুই মাওবাদী নিকেশ ৷ এমনই জানিয়েছে মহারাষ্ট্র পুলিশ ৷

two-naxals-killed-in-encounter-with-police-commandos-in-maharashtra
মহারাষ্ট্রে কমান্ডদের সংঘর্ষে নিকেষ 2 মাওবাদী

নাগপুর, 28 এপ্রিল : মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় পুলিশের কমান্ডের সঙ্গে এনকাউন্টারে 2 মাওবাদীর মৃত্যু ৷ মহারাষ্ট্রের এক পুলিশ আধিকারিক এ কথা জানিয়েছেন ৷ জাম্বিয়া গাট্টা জঙ্গলে আজ সকাল সাড়ে 6টা নাগাদ মাওবাদীদের সঙ্গে এনকাউন্টার হয়েছে ৷

জানা গিয়েছে, আজ গাড়চিরোলি পুলিশের সি-60 কমান্ড বাহিনী মাওবাদী জামবিয়া বিরোধী অভিযান চালায় ৷ সেই অভিযানের সময়ে সকাল সাড়ে ছ’টা নাগাদ মাওবাদীদের সঙ্গে বাহিনীর সংঘর্ষ হয়েছে ৷ দুই বাওবাদী সেই সংঘর্ষে মারা গেছে ৷ জঙ্গলের মধ্যে কমান্ড বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে ৷ সূত্রের খবর, ওই সংঘর্ষে আরও মাওবাদী মারা গিয়ে থাকতে পারে ৷

আরও পড়ুন : মাওবাদীদের সঙ্গে গুলি বিনিময়ে নিহত পাঁচ জওয়ান

এর আগে এ মাসের শুরুতে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় বাহিনী 5 জওয়ান মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে নিহত হন ৷ সুকমা ও বিজাপুরের সীমানায় মাওবাদীদের তল্লাশিতে গিয়ে সেই ঘটনা ঘটে বলে জানিয়েছিল ছত্তিশগড় পুলিশ ৷

নাগপুর, 28 এপ্রিল : মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় পুলিশের কমান্ডের সঙ্গে এনকাউন্টারে 2 মাওবাদীর মৃত্যু ৷ মহারাষ্ট্রের এক পুলিশ আধিকারিক এ কথা জানিয়েছেন ৷ জাম্বিয়া গাট্টা জঙ্গলে আজ সকাল সাড়ে 6টা নাগাদ মাওবাদীদের সঙ্গে এনকাউন্টার হয়েছে ৷

জানা গিয়েছে, আজ গাড়চিরোলি পুলিশের সি-60 কমান্ড বাহিনী মাওবাদী জামবিয়া বিরোধী অভিযান চালায় ৷ সেই অভিযানের সময়ে সকাল সাড়ে ছ’টা নাগাদ মাওবাদীদের সঙ্গে বাহিনীর সংঘর্ষ হয়েছে ৷ দুই বাওবাদী সেই সংঘর্ষে মারা গেছে ৷ জঙ্গলের মধ্যে কমান্ড বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে ৷ সূত্রের খবর, ওই সংঘর্ষে আরও মাওবাদী মারা গিয়ে থাকতে পারে ৷

আরও পড়ুন : মাওবাদীদের সঙ্গে গুলি বিনিময়ে নিহত পাঁচ জওয়ান

এর আগে এ মাসের শুরুতে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় বাহিনী 5 জওয়ান মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে নিহত হন ৷ সুকমা ও বিজাপুরের সীমানায় মাওবাদীদের তল্লাশিতে গিয়ে সেই ঘটনা ঘটে বলে জানিয়েছিল ছত্তিশগড় পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.