ETV Bharat / bharat

Minor Girls Gang Raped: দুই নাবালিকাকে অপহরণ করে রেলস্টেশনে গণধর্ষণ ! ভুবনেশ্বরে গ্রেফতার 1 - নাবালিকাকে গণধর্ষণ

দুই নাবালিকাকে অপহরণ করে রেলস্টেশনে গণধর্ষণের (Minor Girls Gang Raped) অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে ৷ ভুবনেশ্বরের (Bhubaneswar Rape Case) এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে ৷

Representative image of rape ETV bharat
ধর্ষণের প্রতীকী ছবি
author img

By

Published : Jan 18, 2023, 1:40 PM IST

ভুবনেশ্বর, 18 জানুয়ারি: দুই নাবালিকাকে গণধর্ষণের (Minor Girls Gang Raped) অভিযোগ উঠল ওড়িশায় ৷ অভিযোগ, সোমবার ভুবনেশ্বরের (Bhubaneswar Rape Case) পাতিয়া রেলস্টেশনে দুই নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণ করে দুই যুবক । কারওকে কিছু জানালে তাদের হত্যা করা হবে বলে হুমকিও দেওয়া হয় ৷ মঙ্গলবার নিগৃহীতাদের বাবা-মা জিআরপিতে এই নিয়ে অভিযোগ দায়ের করার পরে ঘটনাটি প্রকাশ্যে আসে । এই ঘটনায় মূল অভিযুক্ত কৃষ্ণ চন্দ্র মল্লিকা (বয়স 23)-কে গ্রেফতার করেছে পুলিশ কমিশনরেট । অপরজন পলাতক ৷

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ: নিগৃহীতা দুই নাবালিকার বয়স 12 ও 14 বছর ৷ তারা পাতিয়া এলাকায় পরিবারের সঙ্গে থাকত । জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় তারা দুজনেই পাতিয়া রেলস্টেশনে গিয়েছিল ৷ তখনই দুটি যুবক তাদের অপহরণ করে জোর করে রেলওয়ে ওভারব্রিজের কাছে নিয়ে যায় । অভিযুক্তরা ওই দুই নাবালিকাকে সেখানে দড়ি দিয়ে বেঁধে রেখে ধর্ষণ করে বলে অভিযোগ ৷ এ বিষয়ে কারওকে জানালে তাদের খুন করা হবে বলে হুমকি দেয় অভিযুক্তরা ৷

টাকা দিয়ে নিগৃহীতাদের চুপ করাতে চেয়েছিল অভিযুক্তরা: রাতভর ধর্ষণের পর মঙ্গলবার সকালে দুই নাবালিকাকে ছেড়ে দেওয়া হয় ৷ বাড়িতে পৌঁছে তারা তাদের পরিবারের সদস্যদের কাছে গোটা বিষয়টি খুলে বলে । এই নিয়ে অভিযুক্তদের উপর চড়াও হলে তারা এই খবর ছড়িয়ে না দেওয়ার অনুরোধ করে এবং নাবালিকার পরিবারকে টাকা দেওয়ারও চেষ্টা করে বলে অভিযোগ ।

আরও পড়ুন: খাস কলকাতায় পানশালার গায়িকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ব্যান্ডমাস্টার

চাইল্ডলাইনের সহযোগিতায় গ্রেফতার এক অভিযুক্ত: চাইল্ডলাইন আধিকারিকরা এই তথ্য জানতে পেরে এসিপি এবং ইনফোসিটি পুলিশকে বিষয়টি জানায় । ইনফোসিটি পুলিশ নিগৃহীতাদের মেডিক্যাল পরীক্ষা-নীরিক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায় ৷ চাইল্ডলাইনের সহায়তায় নিগৃহীতাদের একজনের মা এফআইআর দায়ের করেছেন । তার ভিত্তিতেই একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তার নাম কৃষ্ণ চন্দ্র মল্লিকা ৷ তার বয়স 23 বছর ৷ অপর অভিযুক্ত পলাতক ৷ পকসো ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ভুবনেশ্বর, 18 জানুয়ারি: দুই নাবালিকাকে গণধর্ষণের (Minor Girls Gang Raped) অভিযোগ উঠল ওড়িশায় ৷ অভিযোগ, সোমবার ভুবনেশ্বরের (Bhubaneswar Rape Case) পাতিয়া রেলস্টেশনে দুই নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণ করে দুই যুবক । কারওকে কিছু জানালে তাদের হত্যা করা হবে বলে হুমকিও দেওয়া হয় ৷ মঙ্গলবার নিগৃহীতাদের বাবা-মা জিআরপিতে এই নিয়ে অভিযোগ দায়ের করার পরে ঘটনাটি প্রকাশ্যে আসে । এই ঘটনায় মূল অভিযুক্ত কৃষ্ণ চন্দ্র মল্লিকা (বয়স 23)-কে গ্রেফতার করেছে পুলিশ কমিশনরেট । অপরজন পলাতক ৷

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ: নিগৃহীতা দুই নাবালিকার বয়স 12 ও 14 বছর ৷ তারা পাতিয়া এলাকায় পরিবারের সঙ্গে থাকত । জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় তারা দুজনেই পাতিয়া রেলস্টেশনে গিয়েছিল ৷ তখনই দুটি যুবক তাদের অপহরণ করে জোর করে রেলওয়ে ওভারব্রিজের কাছে নিয়ে যায় । অভিযুক্তরা ওই দুই নাবালিকাকে সেখানে দড়ি দিয়ে বেঁধে রেখে ধর্ষণ করে বলে অভিযোগ ৷ এ বিষয়ে কারওকে জানালে তাদের খুন করা হবে বলে হুমকি দেয় অভিযুক্তরা ৷

টাকা দিয়ে নিগৃহীতাদের চুপ করাতে চেয়েছিল অভিযুক্তরা: রাতভর ধর্ষণের পর মঙ্গলবার সকালে দুই নাবালিকাকে ছেড়ে দেওয়া হয় ৷ বাড়িতে পৌঁছে তারা তাদের পরিবারের সদস্যদের কাছে গোটা বিষয়টি খুলে বলে । এই নিয়ে অভিযুক্তদের উপর চড়াও হলে তারা এই খবর ছড়িয়ে না দেওয়ার অনুরোধ করে এবং নাবালিকার পরিবারকে টাকা দেওয়ারও চেষ্টা করে বলে অভিযোগ ।

আরও পড়ুন: খাস কলকাতায় পানশালার গায়িকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ব্যান্ডমাস্টার

চাইল্ডলাইনের সহযোগিতায় গ্রেফতার এক অভিযুক্ত: চাইল্ডলাইন আধিকারিকরা এই তথ্য জানতে পেরে এসিপি এবং ইনফোসিটি পুলিশকে বিষয়টি জানায় । ইনফোসিটি পুলিশ নিগৃহীতাদের মেডিক্যাল পরীক্ষা-নীরিক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায় ৷ চাইল্ডলাইনের সহায়তায় নিগৃহীতাদের একজনের মা এফআইআর দায়ের করেছেন । তার ভিত্তিতেই একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তার নাম কৃষ্ণ চন্দ্র মল্লিকা ৷ তার বয়স 23 বছর ৷ অপর অভিযুক্ত পলাতক ৷ পকসো ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.