নয়াদিল্লি, 1 জানুয়ারি: ইংরেজি নববর্ষের প্রথম সকালেই অগ্নিকাণ্ডের ঘটনায় মর্মান্তিক মৃত্যু 2 জনের ৷ ঘটনাস্থল দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাস টু এলাকা ৷ বয়স্কদের একটি নার্সিংহোমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় আটকে পড়া 6 জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে পুলিশ জানিয়েছে (Two Killed in Delhi Care Home Fire in Greater Kailash II) ৷ রবিবার ভোর 5 টা 15 মিনিটে আগুন লাগে গ্রেটার কৈলাস টু-এর ই-ব্লকের অন্তরা কেয়ার নামে ওই নার্সিংহোমে ৷
পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ সকাল 6 টা 50 মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ৷ জানা গিয়েছে, দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে 6 জনকে উদ্ধার করেন ৷ আগুন নেভার পর ভেতরে ঢুকলে দু’জনের অগ্নিদগ্ধ দেহ পড়ে থাকতে দেখেন দমকলের কর্মীরা ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, আগুন ওই বহুতল নার্সিংহোমের তৃতীয় তলায় লেগেছিল ৷ সেখান থেকেই সম্পূর্ণ পুড়ে যাওয়া 2টি দেহ উদ্ধার করা হয়েছে ৷
দক্ষিণ দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার চন্দন চৌধুরি জানিয়েছেন, ঘটনাস্থলে অপরাধ ও এফএসএল বিভাগের আধিকারিকদের ডাকা হয়েছে ৷ তবে, কীভাবে এই আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয় ৷ পুরো ঘটনায় তদন্তের পরেই বাকি তথ্য জানা যাবে বলে জানিয়েছেন দক্ষিণ দিল্লির ডিসিপি ৷ তবে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় এক বয়স্ক ব্যক্তিকে কাছের অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ তিনি ধোঁয়ার অসুস্থ হয়ে পড়েছিলেন ৷ বাকি 12 জনকে নার্সিংহোমের ওখলা শাখায় স্থানান্তর করা হয়েছে ৷
আরও পড়ুন: উত্তরপ্রদেশে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের 5 সদস্যের মৃত্যু
প্রসঙ্গত, গত 3 দিন আগে উত্তরপ্রদেশের মাউ জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের 5 সদস্যের মৃত্যু হয় ৷ বাড়ির উনুন থেকে লেগেছিল আগুন ৷ সেই ঘটনায় ঘুমের মধ্যেই মৃত্যু হয় 1 মহিলা, 1 বৃদ্ধ এবং 3 নাবালকের ৷ অন্য একটি ঘটনায় লখনউয়ের চারবাগে একটি রেঁস্তোরায় আগুন লেগে 1 যুবকের মৃত্যু হয়েছিল ৷ জানা গিয়েছিল, বন্ধুদের সঙ্গে বিয়ে বাড়িতে গিয়েছিলেন তিনি ৷ ফেরার সময় একটি হোটেলে রাত ছিলেন ৷ রাতের খাবার আনতে স্থানীয় একটি রেঁস্তোরায় যান যুবক ৷ সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয় তাঁর ৷