ETV Bharat / bharat

Mysterious Twin Bus Blasts: উধমপুরে 'রহস্যজনক' জোড়া বাস বিস্ফোরণ, তদন্তভার পেতে পারে এনআইএ - রহস্যজনক

24 ঘণ্টায় মধ্যে জোড়া বাস বিস্ফোরণ জম্মু ও কাশ্মীরের উধমপুরে (Mysterious Twin Bus Blasts) ৷ আহতদের উধমপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

Two injured in blast at parked bus in Udhampur
Two injured in blast at parked bus in Udhampur
author img

By

Published : Sep 29, 2022, 10:23 AM IST

Updated : Sep 29, 2022, 10:54 AM IST

উধমপুর (জম্মু ও কাশ্মীর), 29 সেপ্টেম্বর: 'রহস্যজনক' জোড়া বাস বিস্ফোরণ ঘটল জম্মু ও কাশ্মীরের উধমপুরে (Twin bus blasts in Udhampur) ৷ গত 24 ঘণ্টায় মধ্যে দুটি বিস্ফোরণ ঘটে এই জেলায় । প্রথমে, বুধবার রাতে উধমপুরের একটি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা খালি বাসে বিস্ফোরণ হয় ৷ তাতে দু'জন আহত হয় । দ্বিতীয় বিস্ফোরণটি হয় রাত 10টা 45 মিনিটে ডোমাইল চকের একটি বাসে । সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল স্কোয়াড,অফিসার এবং ডগ স্কোয়াড জম্মু ও কাশ্মীরের উধমপুরের ওই বাস স্ট্যান্ডে পৌঁছেছে ৷ এদিকে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন এনআইএ-র তদন্তকারী আধিকারিকরা । একটি সূত্রে জানা যাচ্ছে তদন্তভার যেতে পারে এই বিস্ফোরণের ঘটনার তদন্তভার যেতে পারে এনআইএ-র কাছে ।

দ্বিতীয় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে উধমপুর জেলার ডোমাইল চকের (Domail Chowk) একটি পেট্রোল পাম্পের কাছে রাত সাড়ে 10টার দিকে । বিস্ফোরণে আশেপাশে রাখা অন্যান্য গাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে । আহতদের উধমপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও নিরাপত্তাকর্মীরা । গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ । বিস্ফোরণের সময়কার একটি সিসিটিভি ফুটেজ (CCTV footage) ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।

আরও পড়ুন: লখিমপুর খেরিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত 8, আহত 24

উধমপুর-রিয়াসি রেঞ্জ ডিআইজি সুলেমান চৌধুরি (Suleman Choudhary) বলেন, "গতকাল রাত সাড়ে 10টার দিকে একটি পেট্রোল পাম্পের কাছে দাঁড়ানো বাসে প্রথম বিস্ফোরণটি ঘটে । একইভাবে, উধমপুর বাসস্ট্যান্ডে একটি বাসে আরেকটি বিস্ফোরণ ঘটে । দ্বিতীয় বিস্ফোরণে কোনও ক্ষয়ক্ষতি হয়নি । প্রথম বিস্ফোরণে দুজন আহত হয়েছেন এবং কিন্তু চোট গুরুতর নয় ৷ ঘটনার তদন্ত চলছে ৷"

উধমপুর (জম্মু ও কাশ্মীর), 29 সেপ্টেম্বর: 'রহস্যজনক' জোড়া বাস বিস্ফোরণ ঘটল জম্মু ও কাশ্মীরের উধমপুরে (Twin bus blasts in Udhampur) ৷ গত 24 ঘণ্টায় মধ্যে দুটি বিস্ফোরণ ঘটে এই জেলায় । প্রথমে, বুধবার রাতে উধমপুরের একটি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা খালি বাসে বিস্ফোরণ হয় ৷ তাতে দু'জন আহত হয় । দ্বিতীয় বিস্ফোরণটি হয় রাত 10টা 45 মিনিটে ডোমাইল চকের একটি বাসে । সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল স্কোয়াড,অফিসার এবং ডগ স্কোয়াড জম্মু ও কাশ্মীরের উধমপুরের ওই বাস স্ট্যান্ডে পৌঁছেছে ৷ এদিকে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন এনআইএ-র তদন্তকারী আধিকারিকরা । একটি সূত্রে জানা যাচ্ছে তদন্তভার যেতে পারে এই বিস্ফোরণের ঘটনার তদন্তভার যেতে পারে এনআইএ-র কাছে ।

দ্বিতীয় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে উধমপুর জেলার ডোমাইল চকের (Domail Chowk) একটি পেট্রোল পাম্পের কাছে রাত সাড়ে 10টার দিকে । বিস্ফোরণে আশেপাশে রাখা অন্যান্য গাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে । আহতদের উধমপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও নিরাপত্তাকর্মীরা । গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ । বিস্ফোরণের সময়কার একটি সিসিটিভি ফুটেজ (CCTV footage) ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।

আরও পড়ুন: লখিমপুর খেরিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত 8, আহত 24

উধমপুর-রিয়াসি রেঞ্জ ডিআইজি সুলেমান চৌধুরি (Suleman Choudhary) বলেন, "গতকাল রাত সাড়ে 10টার দিকে একটি পেট্রোল পাম্পের কাছে দাঁড়ানো বাসে প্রথম বিস্ফোরণটি ঘটে । একইভাবে, উধমপুর বাসস্ট্যান্ডে একটি বাসে আরেকটি বিস্ফোরণ ঘটে । দ্বিতীয় বিস্ফোরণে কোনও ক্ষয়ক্ষতি হয়নি । প্রথম বিস্ফোরণে দুজন আহত হয়েছেন এবং কিন্তু চোট গুরুতর নয় ৷ ঘটনার তদন্ত চলছে ৷"

Last Updated : Sep 29, 2022, 10:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.