রায়পুর, 22 নভেম্বর: ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত দুই জেলায় মাওবাদী আক্রমণে আহত হলেন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বা ডিআরজি এর দুই সদস্য ৷ জানা গিয়েছে, এদিন বাস্তার অঞ্চলের সুকমা ও নারায়ণপুর জেলায় দুটি পৃথক মাও হানায় ওই দুই ডিআরজি সদস্যে আহত হন ৷ বুধবার এই দুটি ঘটনা ঘটে ৷ জানা গিয়েছে, এদিন আইইডি বিস্ফোরণের পাশাপাশি তির-ধনুক দিয়েও হামলা চালায় মাওবাদীরা ৷ এই হামলার পরেই এলাকাজুড়ে তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী ৷
সুকমার ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, জাগারগুণ্ডা পুলিশ স্টেশন এলাকায় এই হামলা ঘটেছে ৷ এ প্রসঙ্গে ছত্তিশগড় পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, "এদিন যখন বাইনপল্লী গ্রাম সংলগ্ন জঙ্গলে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা তল্লাশি চালাচ্ছিলেন, সেই সময়ে এক জওয়ানের পা পড়ে যায় একটি আইইডি বিস্ফোরকের উপর ৷ তখনই বিস্ফোরণ ঘটে ও আহত হন এক ডিআরজি সদস্য ৷" আহত ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড সদস্যকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে, পরে এয়ারলিফ্ট করে তাঁকে রায়পুরে পাঠানো হয় চিকিৎসার জন্য ৷
এদিন আরও একটি মাও হামলার ঘটনা ঘটে নারায়ণপুর জেলার ওর্চা গ্রামের একটি বাজারে ৷ সেখানে তির ধনুক নিয়ে হামলা চালায় মাওবাদীরা ৷ আহত হন হংসরাজ দেহারি নামে এক জওয়ান ৷ ওই জওয়ানের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন: