ETV Bharat / bharat

টুইটারের অডিয়ো চ্যাট ফিচার স্পেসেস এবার মিলবে ডেস্কটপেও

ক্লাবহাউজের মতো টুইটারের নতুন অডিয়ো চ্যাটরুম ফিচার, স্পেসেস খুব শীঘ্রই ডেস্কটপেও পাওয়া যাবে ৷ দেশের যে সমস্ত গ্রাহকরা টুইটারের অ্যান্ড্রয়েড অ্যাপের বেটা প্রোগ্রামের অন্তর্গত, তাদের প্রিভিউয়ের জন্য এই ফিচার দেওয়া হয়েছে ৷ টুইটারে যে কেউ কনভারশেসনে গিয়ে শুনতে পারেন৷ তবে যিনি হোস্ট তিনিই একমাত্র ঠিক করতে পারবেন যে কে কথা বলতে পারবেন ৷

টুইটারের অডিয়ো চ্যাট ফিচার স্পেসেস এবার মিলবে ডেস্কটপেও
টুইটারের অডিয়ো চ্যাট ফিচার স্পেসেস এবার মিলবে ডেস্কটপেও
author img

By

Published : Apr 3, 2021, 8:56 PM IST

Updated : Apr 3, 2021, 9:08 PM IST

নয়াদিল্লি, 3 এপ্রিল : ক্লাবহাউজের মতো টুইটারের নতুন অডিয়ো চ্যাটরুম ফিচার, যার নাম স্পেসেস, তা খুব শীঘ্রই ডেস্কটপে পাওয়া যাবে ৷ আপাতত তা অ্যান্ড্রোয়েড ও আইওএস-এ পরীক্ষামূলক ভাবে পাওয়া যাচ্ছে ৷

অ্যাপ গবেষণাকারী জেন ম্যানচুন ওং প্রথমবার প্রকাশ্যে আনেন যে স্পেসেস এর ওয়েব ভারসানও আসতে চলেছে ৷

তিনি টুইটারে লেখেন, ‘‘@টুইটারস্পেসেস এর ওয়েব অ্যাপের প্রিভিউ কার্ডের উপর কাজ করছে টুইটার ৷’’

আইওএস এ একটা ছোট্ট গ্রুপের মধ্যে অডিয়ো চ্যাট ফিচার স্পেসেস এর পরীক্ষা করার পর গত মাসে টুইটার জানায় যে ভারতের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যেও এই পরীক্ষা হবে ৷ কোনও হোস্টের তৈরি করা অডিয়ো কনভারশেসনে যোগ দিয়ে শোনা ও কথার বলার সুযোগও তাঁরা পাবেন ৷

বর্তমানে দেশের যে সমস্ত গ্রাহকরা টুইটারের অ্যান্ড্রয়েড অ্যাপের বেটা প্রোগ্রামের অন্তর্গত, তাদের প্রিভিউয়ের জন্য এই ফিচার দেওয়া হয়েছে ৷

এই ফিচারে একজন ব্যবহারকারী একটা স্পেশ তৈরি করতে পারবেন৷ আর সেই আলোচনায় তাঁর ফলোয়াররা যোগ দিতে পারবেন৷

যে কেউ ওই আলোচনা শুনতে পাবেন ৷ কিন্তু একমাত্র হোস্টই ঠিক করবেন যে কে কথা বলতে পারবেন ৷

এই পদক্ষেপ তখনই নেওয়া হল যখন ক্লাবহাউজের মতো একটি অডিয়ো চ্যাট অ্যাপ দ্রুত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে ৷ এই অ্যাপে যাঁকে আমন্ত্রণ জানানো হবে তিনিই থাকতে পারবেন ৷

আরও পড়ুন : নতুন ফিচার যোগ হতে চলেছে টুইটারে

লিঙ্কডিন ও স্পটিফাইয়ের মতো প্রযুক্তি সংস্থাগুলি এই ক্লাবহাউজের মতো লাইভ অডিয়ো ফিচার নিয়ে কাজ করছে ৷ ফেসবুকও এই ধরনের ফিচার নিয়ে কাজ করছে বলে খবর ৷

নয়াদিল্লি, 3 এপ্রিল : ক্লাবহাউজের মতো টুইটারের নতুন অডিয়ো চ্যাটরুম ফিচার, যার নাম স্পেসেস, তা খুব শীঘ্রই ডেস্কটপে পাওয়া যাবে ৷ আপাতত তা অ্যান্ড্রোয়েড ও আইওএস-এ পরীক্ষামূলক ভাবে পাওয়া যাচ্ছে ৷

অ্যাপ গবেষণাকারী জেন ম্যানচুন ওং প্রথমবার প্রকাশ্যে আনেন যে স্পেসেস এর ওয়েব ভারসানও আসতে চলেছে ৷

তিনি টুইটারে লেখেন, ‘‘@টুইটারস্পেসেস এর ওয়েব অ্যাপের প্রিভিউ কার্ডের উপর কাজ করছে টুইটার ৷’’

আইওএস এ একটা ছোট্ট গ্রুপের মধ্যে অডিয়ো চ্যাট ফিচার স্পেসেস এর পরীক্ষা করার পর গত মাসে টুইটার জানায় যে ভারতের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যেও এই পরীক্ষা হবে ৷ কোনও হোস্টের তৈরি করা অডিয়ো কনভারশেসনে যোগ দিয়ে শোনা ও কথার বলার সুযোগও তাঁরা পাবেন ৷

বর্তমানে দেশের যে সমস্ত গ্রাহকরা টুইটারের অ্যান্ড্রয়েড অ্যাপের বেটা প্রোগ্রামের অন্তর্গত, তাদের প্রিভিউয়ের জন্য এই ফিচার দেওয়া হয়েছে ৷

এই ফিচারে একজন ব্যবহারকারী একটা স্পেশ তৈরি করতে পারবেন৷ আর সেই আলোচনায় তাঁর ফলোয়াররা যোগ দিতে পারবেন৷

যে কেউ ওই আলোচনা শুনতে পাবেন ৷ কিন্তু একমাত্র হোস্টই ঠিক করবেন যে কে কথা বলতে পারবেন ৷

এই পদক্ষেপ তখনই নেওয়া হল যখন ক্লাবহাউজের মতো একটি অডিয়ো চ্যাট অ্যাপ দ্রুত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে ৷ এই অ্যাপে যাঁকে আমন্ত্রণ জানানো হবে তিনিই থাকতে পারবেন ৷

আরও পড়ুন : নতুন ফিচার যোগ হতে চলেছে টুইটারে

লিঙ্কডিন ও স্পটিফাইয়ের মতো প্রযুক্তি সংস্থাগুলি এই ক্লাবহাউজের মতো লাইভ অডিয়ো ফিচার নিয়ে কাজ করছে ৷ ফেসবুকও এই ধরনের ফিচার নিয়ে কাজ করছে বলে খবর ৷

Last Updated : Apr 3, 2021, 9:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.