ETV Bharat / bharat

সোশাল মিডিয়ায় ভুয়ো খবর, টুইটার ও কেন্দ্রকে সুপ্রিম নোটিস - মামলা

সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ও হিংসায় মদতের মতো ঘটনা রুখতে ব্য়বস্থাপনার দাবি জানিয়ে শীর্ষ আদালতে মামলা৷ বিজেপি নেতার করা ওই মামলায় কেন্দ্র ও টুইটার কর্তৃপক্ষকে নোটিস সুপ্রিম কোর্টের৷

Twitter, Centre Get Supreme Court Notice On Mechanism To Check Fake News
সোশাল মিডিয়ায় ভুয়ো খবর, টুইটার ও কেন্দ্রকে সুপ্রিম নোটিশ
author img

By

Published : Feb 12, 2021, 3:01 PM IST

দিল্লি, 12 ফেব্রুয়ারি: সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর আগেই তা শনাক্ত করার ব্যবস্থা করা হোক৷ আতসকাঁচে আটকানো হোক হিংসাত্মক ও অশ্লীল পোস্ট৷ এই দাবিতে রুজু হওয়া একটি মামলার ভিত্তিতেই শুক্রবার কেন্দ্র ও টুইটার কর্তৃপক্ষকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট ৷ গত বছর এই মামলাটি করেন বিজেপি নেতা বিনীত গোয়েঙ্কা৷ তাঁর দাবি ছিল, টুইটার-সহ সোশাল মিডিয়ায় ভুয়ো খবর শনাক্ত করার একটা আগাম ব্য়বস্থাপনা থাকুক ৷ যাতে এইসব খবরের মাধ্যমে হিংসা ও অশান্তি না ছড়ায় ৷

তাঁর আবেদনে বিনীত দাবি করেন, বহু বিখ্য়াত ব্য়ক্তির নামেই অসংখ্য ভুয়ো টুইটার হ্য়ান্ডেল ও ফেসবুক প্রোফাইল রয়েছে৷ এগুলির বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি৷ সেই কারণেই আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন ওই বিজেপি নেতা৷

আরও পড়ুন: সামাজিক মাধ্যমের অপব্য়বহারে কঠোর পদক্ষেপ, হুঁশিয়ারি রবি শংকরের

বাকস্বাধীনতা নিয়ে সম্প্রতি টুইটারের সঙ্গে বিবাদে জড়িয়েছে কেন্দ্রের মোদি সরকার৷ এমনকী, সাধারণতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিলে হিংসার পর প্রায় 1300 টুইটার হ্য়ান্ডেল কর্তৃপক্ষকে বন্ধ করার নির্দেশও দেয় তারা৷ এর প্রেক্ষিতে অন্তত 500 অ্য়াকাউন্ট ব্লকও করে টুইটার কর্তৃপক্ষ৷ এমন একটা প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের এই নোটিসের বাড়তি তাৎপর্য রয়েছে বলেই মত ওয়াকিবহাল মহলের৷

অন্য়দিকে, ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানো ও হিংসায় মদতের মতো ঘটনা ঘটলে কঠোর ব্য়বস্থা নেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য়প্রযুক্তিমন্ত্রী রবি শংকর প্রসাদও৷

দিল্লি, 12 ফেব্রুয়ারি: সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর আগেই তা শনাক্ত করার ব্যবস্থা করা হোক৷ আতসকাঁচে আটকানো হোক হিংসাত্মক ও অশ্লীল পোস্ট৷ এই দাবিতে রুজু হওয়া একটি মামলার ভিত্তিতেই শুক্রবার কেন্দ্র ও টুইটার কর্তৃপক্ষকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট ৷ গত বছর এই মামলাটি করেন বিজেপি নেতা বিনীত গোয়েঙ্কা৷ তাঁর দাবি ছিল, টুইটার-সহ সোশাল মিডিয়ায় ভুয়ো খবর শনাক্ত করার একটা আগাম ব্য়বস্থাপনা থাকুক ৷ যাতে এইসব খবরের মাধ্যমে হিংসা ও অশান্তি না ছড়ায় ৷

তাঁর আবেদনে বিনীত দাবি করেন, বহু বিখ্য়াত ব্য়ক্তির নামেই অসংখ্য ভুয়ো টুইটার হ্য়ান্ডেল ও ফেসবুক প্রোফাইল রয়েছে৷ এগুলির বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি৷ সেই কারণেই আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন ওই বিজেপি নেতা৷

আরও পড়ুন: সামাজিক মাধ্যমের অপব্য়বহারে কঠোর পদক্ষেপ, হুঁশিয়ারি রবি শংকরের

বাকস্বাধীনতা নিয়ে সম্প্রতি টুইটারের সঙ্গে বিবাদে জড়িয়েছে কেন্দ্রের মোদি সরকার৷ এমনকী, সাধারণতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিলে হিংসার পর প্রায় 1300 টুইটার হ্য়ান্ডেল কর্তৃপক্ষকে বন্ধ করার নির্দেশও দেয় তারা৷ এর প্রেক্ষিতে অন্তত 500 অ্য়াকাউন্ট ব্লকও করে টুইটার কর্তৃপক্ষ৷ এমন একটা প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের এই নোটিসের বাড়তি তাৎপর্য রয়েছে বলেই মত ওয়াকিবহাল মহলের৷

অন্য়দিকে, ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানো ও হিংসায় মদতের মতো ঘটনা ঘটলে কঠোর ব্য়বস্থা নেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য়প্রযুক্তিমন্ত্রী রবি শংকর প্রসাদও৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.