ETV Bharat / bharat

গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা বাবা-মা-ছেলেকে - সিসিটিভি ফুটেজ

Triple murder in Bihar: বিহারের মাধেপুরায় একই পরিবারের তিনজনকে গুলি করে হত্যা করার ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে ৷

Triple murder in Bihar
মাধেপুরায় হত্যা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2023, 2:14 PM IST

মধেপুরা (বিহার), 18 ডিসেম্বর: একই পরিবারের তিনজনকে বাড়িতে ঢুকে নির্মম ভাবে গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা ৷ বিহারের মাধেপুরার এই ঘটনা পুলিশি ব্যবস্থাকে ফের প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ৷ তীব্র আতঙ্ক তৈরি হয়েছে এলাকায় ৷

মাধেপুরায় তিন জনকে হত্যা: নৃশংস ঘটনাটি ঘটেছে মাধেপুরা সদর থানার ভাররাহি ওপির অন্তর্গত সাকারপুরা গ্রামে । গুলি করে খুন করা হয়েছে সূর্যনারায়ণ শাহ (50 বছর), তাঁর স্ত্রী অনিতা দেবী (46 বছর) এবং তাঁদের ছেলে প্রদ্যুম্ন শাহ (25 বছর)-কে ৷ গতকাল রাত 12টার দিকে তাঁরা বাড়িতেই রান্নার কাজে ব্যস্ত ছিলেন ৷ অভিযোগ, সেই সময়ই বাড়িতে ঢুকে তাঁদের গুলি করে হত্যা করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা । সকালে স্থানীয় লোকজন ঘটনাটি পুলিশকে জানালে মাধেপুরার এসডিপিও প্রবেন্দ্র ভারতী বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন ।

বাবা-মা-ছেলেকে খুন: এই ঘটনার পর কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনার কারণ বা হত্যাকারীর নাম কিছুই জানা যায়নি । একই পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে । এসডিপিও প্রবেন্দ্র ভারতীও স্বীকার করে নিয়েছেন যে, খুনের কারণ এখনও তাঁদের কাছে স্পষ্ট নয় ৷

এসডিপিও-র কথায়, "বর্তমানে মৃতের বাড়িতে কোনও সদস্য অবশিষ্ট নেই । দুই মেয়ে আছেন, যারা শ্বশুরবাড়িতে রয়েছেন ৷ আর এক ছেলেও অন্য রাজ্যে চলে গিয়েছেন শ্রমিকের কাজ করতে । এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের দল গঠন করা হয়েছে । শীঘ্রই খুনি ও খুনের কারণ উদঘাটন করে তাদের গ্রেফতারের ব্যবস্থা নেওয়া হবে ।"

কী কারণে খুন করা হতে পারে, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ওই এলাকার সিসিটিভি ফুটেজও দেখা হচ্ছে ৷ অভিযুক্তরা যাতে অন্যত্র পালাতে না পারে, সে জন্য গোটা এলাকায় চলছে চিরুনি তল্লাশি ৷

আরও পড়ুন:

  1. সোশাল মিডিয়ায় মেয়ে সেজে যুবককে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত
  2. প্রেমিকাকে গাড়ির তলায় পিষে মারার চেষ্টা, গুরুতর আহত হয়ে হাসপাতালে তরুণী
  3. চম্পারণে গলা কেটে, মাথায় গুলি করে হত্যা যুবককে

মধেপুরা (বিহার), 18 ডিসেম্বর: একই পরিবারের তিনজনকে বাড়িতে ঢুকে নির্মম ভাবে গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা ৷ বিহারের মাধেপুরার এই ঘটনা পুলিশি ব্যবস্থাকে ফের প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ৷ তীব্র আতঙ্ক তৈরি হয়েছে এলাকায় ৷

মাধেপুরায় তিন জনকে হত্যা: নৃশংস ঘটনাটি ঘটেছে মাধেপুরা সদর থানার ভাররাহি ওপির অন্তর্গত সাকারপুরা গ্রামে । গুলি করে খুন করা হয়েছে সূর্যনারায়ণ শাহ (50 বছর), তাঁর স্ত্রী অনিতা দেবী (46 বছর) এবং তাঁদের ছেলে প্রদ্যুম্ন শাহ (25 বছর)-কে ৷ গতকাল রাত 12টার দিকে তাঁরা বাড়িতেই রান্নার কাজে ব্যস্ত ছিলেন ৷ অভিযোগ, সেই সময়ই বাড়িতে ঢুকে তাঁদের গুলি করে হত্যা করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা । সকালে স্থানীয় লোকজন ঘটনাটি পুলিশকে জানালে মাধেপুরার এসডিপিও প্রবেন্দ্র ভারতী বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন ।

বাবা-মা-ছেলেকে খুন: এই ঘটনার পর কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনার কারণ বা হত্যাকারীর নাম কিছুই জানা যায়নি । একই পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে । এসডিপিও প্রবেন্দ্র ভারতীও স্বীকার করে নিয়েছেন যে, খুনের কারণ এখনও তাঁদের কাছে স্পষ্ট নয় ৷

এসডিপিও-র কথায়, "বর্তমানে মৃতের বাড়িতে কোনও সদস্য অবশিষ্ট নেই । দুই মেয়ে আছেন, যারা শ্বশুরবাড়িতে রয়েছেন ৷ আর এক ছেলেও অন্য রাজ্যে চলে গিয়েছেন শ্রমিকের কাজ করতে । এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের দল গঠন করা হয়েছে । শীঘ্রই খুনি ও খুনের কারণ উদঘাটন করে তাদের গ্রেফতারের ব্যবস্থা নেওয়া হবে ।"

কী কারণে খুন করা হতে পারে, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ওই এলাকার সিসিটিভি ফুটেজও দেখা হচ্ছে ৷ অভিযুক্তরা যাতে অন্যত্র পালাতে না পারে, সে জন্য গোটা এলাকায় চলছে চিরুনি তল্লাশি ৷

আরও পড়ুন:

  1. সোশাল মিডিয়ায় মেয়ে সেজে যুবককে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত
  2. প্রেমিকাকে গাড়ির তলায় পিষে মারার চেষ্টা, গুরুতর আহত হয়ে হাসপাতালে তরুণী
  3. চম্পারণে গলা কেটে, মাথায় গুলি করে হত্যা যুবককে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.