মধেপুরা (বিহার), 18 ডিসেম্বর: একই পরিবারের তিনজনকে বাড়িতে ঢুকে নির্মম ভাবে গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা ৷ বিহারের মাধেপুরার এই ঘটনা পুলিশি ব্যবস্থাকে ফের প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ৷ তীব্র আতঙ্ক তৈরি হয়েছে এলাকায় ৷
মাধেপুরায় তিন জনকে হত্যা: নৃশংস ঘটনাটি ঘটেছে মাধেপুরা সদর থানার ভাররাহি ওপির অন্তর্গত সাকারপুরা গ্রামে । গুলি করে খুন করা হয়েছে সূর্যনারায়ণ শাহ (50 বছর), তাঁর স্ত্রী অনিতা দেবী (46 বছর) এবং তাঁদের ছেলে প্রদ্যুম্ন শাহ (25 বছর)-কে ৷ গতকাল রাত 12টার দিকে তাঁরা বাড়িতেই রান্নার কাজে ব্যস্ত ছিলেন ৷ অভিযোগ, সেই সময়ই বাড়িতে ঢুকে তাঁদের গুলি করে হত্যা করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা । সকালে স্থানীয় লোকজন ঘটনাটি পুলিশকে জানালে মাধেপুরার এসডিপিও প্রবেন্দ্র ভারতী বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন ।
বাবা-মা-ছেলেকে খুন: এই ঘটনার পর কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনার কারণ বা হত্যাকারীর নাম কিছুই জানা যায়নি । একই পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে । এসডিপিও প্রবেন্দ্র ভারতীও স্বীকার করে নিয়েছেন যে, খুনের কারণ এখনও তাঁদের কাছে স্পষ্ট নয় ৷
এসডিপিও-র কথায়, "বর্তমানে মৃতের বাড়িতে কোনও সদস্য অবশিষ্ট নেই । দুই মেয়ে আছেন, যারা শ্বশুরবাড়িতে রয়েছেন ৷ আর এক ছেলেও অন্য রাজ্যে চলে গিয়েছেন শ্রমিকের কাজ করতে । এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের দল গঠন করা হয়েছে । শীঘ্রই খুনি ও খুনের কারণ উদঘাটন করে তাদের গ্রেফতারের ব্যবস্থা নেওয়া হবে ।"
কী কারণে খুন করা হতে পারে, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ওই এলাকার সিসিটিভি ফুটেজও দেখা হচ্ছে ৷ অভিযুক্তরা যাতে অন্যত্র পালাতে না পারে, সে জন্য গোটা এলাকায় চলছে চিরুনি তল্লাশি ৷
আরও পড়ুন: