কুরুক্ষেত্র, 7 ডিসেম্বর: স্ত্রী ও দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি ৷ ঘটনাটি ঘটেছে ঝাঁসার শান্তিনগর কুর্দিতে ৷ বিষয়টি জানতে পেরে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে । তবে ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক । বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই সন্তান-সহ মায়ের দেহ ময়নাতদন্তের জন্য কুরুক্ষেত্রের এলএনজেপি হাসপাতালের মর্গে পাঠায় ।
জানা গিয়েছে, পারিবারিক বিবাদের জেরে রাকেশ (30) তাঁর স্ত্রী রীনা (30), 3 বছরের মেয়ে রিয়া ও 1 বছরের ছেলে ক্রেয়নকে বিষ খাইয়ে হত্যা করে । এই বিষয়ে মৃত রীনার ভাই সঞ্জীব জানান, তিনি মূলত পাতিয়ালার বাসিন্দা । প্রায় 5 বছর আগে কুরুক্ষেত্রের ঝাঁসায় বোনের বিয়ে দেন ৷ তাঁর শ্যালক রাকেশ প্রথম থেকেই বোনকে মারধর করত এবং তাঁকে বাড়ি থেকে টাকা আনতে বলত ।
রাকেশ আমেরিকা যেতে চেয়েছিল । শুধু সে নয়, শাশুড়ি-শ্বশুর সবাই বোনকে মারধর করত । সকালে প্রতিবেশীদের কাছ থেকে তিনি জানতে পারেন শ্যালক রাকেশ তাঁর বোন ও দুই সন্তানকে হত্যা করেছে । পরে তিনি ঘটনাস্থলে পৌঁছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ।
এই ঘটনায় ঝাঁসা থানার এসএইচও প্রদীপ জানান যে, পুলিশ তথ্য পেয়েছে যে রাকেশ নামে এক ব্যক্তি তাঁর স্ত্রী এবং দুই সন্তানকে বিষ প্রয়োগে হত্যা করেছে এবং আত্মহত্যার চেষ্টা করেছে । অভিযুক্ত হাসপাতালে চিকিৎসাধীন । তিনজনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে । অভিযুক্ত সহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে ।
আরও পড়ুন :
1 মানসিক অবসাদের জের, শিলিগুড়িতে মেয়েকে খুন করে আত্মঘাতী মা
2 স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে আত্মঘাতী চিকিৎসক
3 গলা কেটে স্ত্রী ও পাঁচ বছরের ছেলেকে খুন করে আত্মঘাতী শিক্ষক