ETV Bharat / bharat

MP Dead Body Controversy: আদিবাসী মহিলার দেহ মোটরবাইকে বেঁধে 80 কিলোমিটার পাড়ি ছেলের ! - মধ্যপ্রদেশ

আদিবাসী মহিলার দেহ মোটরবাইকে বেঁধে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ছেলে ! মধ্যপ্রদেশের এই ঘটনা নিয়ে শুরু নয়া বিতর্ক (MP Dead Body Controversy) ৷

Tribal Woman Dead Body transported to home by Motorbike sparks new Controversy
MP Dead Body Controversy: আদিবাসী মহিলার দেহ মোটরবাইকে বেঁধে 80 কিলোমিটার পাড়ি ছেলের !
author img

By

Published : Aug 1, 2022, 8:08 PM IST

শাহদোল (মধ্যপ্রদেশ), 1 অগস্ট: সরকারি হাসপাতালের তরফে অ্য়াম্বুল্যান্স বা শববাহী গাড়ি পাওয়া যায়নি ৷ বেসরকারি কোনও সংস্থার কাছ থেকে গাড়ি ভাড়া নেবেন, সেই ক্ষমতাও নেই ৷ অগত্যা নিজের মোটরবাইকেই মায়ের মৃতদেহ বেঁধে তা হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এলেন ছেলে (MP Dead Body Controversy) ! এইভাবেই তাঁকে পেরোতে হল প্রায় 80 (আশি) কিলোমিটার পথ ! বিজেপি শাসিত মধ্যপ্রদেশের এই ঘটনা ইতিমধ্য়েই ভাইরাল সোশ্য়াল মিডিয়ায় ৷ বস্তুত, দেশের সাংবিধানিক প্রধানের পদে প্রথমবার কোনও আদিবাসী মহিলা শপথ নেওয়ার আটদিনের মাথায় এমন দৃশ্য চমকে দিয়েছে নেটনাগরিকদের ৷ কারণ, প্রয়াত মহিলাও দরিদ্র আদিবাসী পরিবারের সদস্য ছিলেন ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম জয়মন্ত্রী যাদব ৷ তিনি মধ্যপ্রদেশের অনুপপুর জেলার গোদারু গ্রামের বাসিন্দা ছিলেন ৷ বুকে ব্যথা নিয়ে শাহদোল জেলা হাসপাতালে ভর্তি হন জয়মন্ত্রী ৷ তাঁর পরিবারের তরফ থেকে জানা গিয়েছে, এরপর তাঁকে শাহদোল মেডিক্যাল কলেজে রেফার করা হয় ৷ সেখানে চিকিৎসা চলাকালীনই সোমবার মৃত্যু হয় তাঁর ৷

আরও পড়ুন: Droupadi Murmu Speech: 'ভারতে গরিব শুধু স্বপ্ন দেখে না, তা পূরণও করে...', বার্তা রাষ্ট্রপতি দ্রৌপদীর

পরিবারের সদস্যদের অভিযোগ, জয়মন্ত্রীর মৃত্যুর পরই তিক্ত অভিজ্ঞতা হয় তাঁদের ৷ হাসপাতাল থেকে গ্রামের দূরত্ব প্রায় 80 কিলোমিটার হওয়ায় ঘোর বিপাকে পড়েন তাঁরা ৷ কারণ, গাড়ি ছাড়া মৃতদেহ নিয়ে এতটা পথ পাড়ি দেওয়া সম্ভব ছিল না ৷ অথচ, হাসপাতাল কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, তাদের এক্ষেত্রে কিছুই করণীয় নেই ৷ এদিকে, একটি বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, গাড়ির ব্যবস্থা হয়ে যাবে ৷ কিন্তু, তার জন্য 5 হাজার টাকা ভাড়া দিতে হবে ৷ জয়মন্ত্রীর ছেলের কাছে এত টাকা ছিল না ৷ তাই তিনি 100 টাকা দিয়ে একটি কাঠের পাটাতন কেনেন ৷ তারপর সেই পাটাতনে মায়ের দেহ রেখে তা কাপড় দিয়ে মুড়ে দেন ৷ তারপর মৃতদেহ-সহ সেই পাটাতনটি বেঁধে নেন মোটরবাইকের সিটের সঙ্গে ৷ এইভাবেই দেহ নিয়ে গ্রামের বাড়িতে পৌঁছন তিনি ৷

মোটরবাইকেই মায়ের দেহ নিয়ে ফিরতে বাধ্য হলেন ছেলে !

এই দৃশ্য চমকে দিয়েছে নেটিজেনদের ৷ প্রসঙ্গত, ভারতের রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) শপথ নিয়েছেন মাত্র এক সপ্তাহ আগে ৷ দ্রৌপদী নিজে একজন আদিবাসী মহিলা ৷ রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণের পরই দ্রৌপদী তাঁর প্রথম ভাষণে বলেছিলেন, তিনি দরিদ্র, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি ৷ অথচ, তাঁর শপথ গ্রহণের আটদিনের মাথায় এক আদিবাসী মহিলার দেহ মোটরবাইকে বেঁধে নিয়ে যেতে হল তাঁর ছেলেকে ! তাও আবার বিজেপি শাসিত এক রাজ্যে ! এই দৃশ্য দেখে ক্ষুব্ধ নেটিজেনরা ৷ ভারতের আদিবাসীদের প্রকৃত অবস্থা ঠিক কেমন, সেই প্রশ্নই তুলেছেন তাঁরা !

শাহদোল (মধ্যপ্রদেশ), 1 অগস্ট: সরকারি হাসপাতালের তরফে অ্য়াম্বুল্যান্স বা শববাহী গাড়ি পাওয়া যায়নি ৷ বেসরকারি কোনও সংস্থার কাছ থেকে গাড়ি ভাড়া নেবেন, সেই ক্ষমতাও নেই ৷ অগত্যা নিজের মোটরবাইকেই মায়ের মৃতদেহ বেঁধে তা হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এলেন ছেলে (MP Dead Body Controversy) ! এইভাবেই তাঁকে পেরোতে হল প্রায় 80 (আশি) কিলোমিটার পথ ! বিজেপি শাসিত মধ্যপ্রদেশের এই ঘটনা ইতিমধ্য়েই ভাইরাল সোশ্য়াল মিডিয়ায় ৷ বস্তুত, দেশের সাংবিধানিক প্রধানের পদে প্রথমবার কোনও আদিবাসী মহিলা শপথ নেওয়ার আটদিনের মাথায় এমন দৃশ্য চমকে দিয়েছে নেটনাগরিকদের ৷ কারণ, প্রয়াত মহিলাও দরিদ্র আদিবাসী পরিবারের সদস্য ছিলেন ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম জয়মন্ত্রী যাদব ৷ তিনি মধ্যপ্রদেশের অনুপপুর জেলার গোদারু গ্রামের বাসিন্দা ছিলেন ৷ বুকে ব্যথা নিয়ে শাহদোল জেলা হাসপাতালে ভর্তি হন জয়মন্ত্রী ৷ তাঁর পরিবারের তরফ থেকে জানা গিয়েছে, এরপর তাঁকে শাহদোল মেডিক্যাল কলেজে রেফার করা হয় ৷ সেখানে চিকিৎসা চলাকালীনই সোমবার মৃত্যু হয় তাঁর ৷

আরও পড়ুন: Droupadi Murmu Speech: 'ভারতে গরিব শুধু স্বপ্ন দেখে না, তা পূরণও করে...', বার্তা রাষ্ট্রপতি দ্রৌপদীর

পরিবারের সদস্যদের অভিযোগ, জয়মন্ত্রীর মৃত্যুর পরই তিক্ত অভিজ্ঞতা হয় তাঁদের ৷ হাসপাতাল থেকে গ্রামের দূরত্ব প্রায় 80 কিলোমিটার হওয়ায় ঘোর বিপাকে পড়েন তাঁরা ৷ কারণ, গাড়ি ছাড়া মৃতদেহ নিয়ে এতটা পথ পাড়ি দেওয়া সম্ভব ছিল না ৷ অথচ, হাসপাতাল কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, তাদের এক্ষেত্রে কিছুই করণীয় নেই ৷ এদিকে, একটি বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, গাড়ির ব্যবস্থা হয়ে যাবে ৷ কিন্তু, তার জন্য 5 হাজার টাকা ভাড়া দিতে হবে ৷ জয়মন্ত্রীর ছেলের কাছে এত টাকা ছিল না ৷ তাই তিনি 100 টাকা দিয়ে একটি কাঠের পাটাতন কেনেন ৷ তারপর সেই পাটাতনে মায়ের দেহ রেখে তা কাপড় দিয়ে মুড়ে দেন ৷ তারপর মৃতদেহ-সহ সেই পাটাতনটি বেঁধে নেন মোটরবাইকের সিটের সঙ্গে ৷ এইভাবেই দেহ নিয়ে গ্রামের বাড়িতে পৌঁছন তিনি ৷

মোটরবাইকেই মায়ের দেহ নিয়ে ফিরতে বাধ্য হলেন ছেলে !

এই দৃশ্য চমকে দিয়েছে নেটিজেনদের ৷ প্রসঙ্গত, ভারতের রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) শপথ নিয়েছেন মাত্র এক সপ্তাহ আগে ৷ দ্রৌপদী নিজে একজন আদিবাসী মহিলা ৷ রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণের পরই দ্রৌপদী তাঁর প্রথম ভাষণে বলেছিলেন, তিনি দরিদ্র, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি ৷ অথচ, তাঁর শপথ গ্রহণের আটদিনের মাথায় এক আদিবাসী মহিলার দেহ মোটরবাইকে বেঁধে নিয়ে যেতে হল তাঁর ছেলেকে ! তাও আবার বিজেপি শাসিত এক রাজ্যে ! এই দৃশ্য দেখে ক্ষুব্ধ নেটিজেনরা ৷ ভারতের আদিবাসীদের প্রকৃত অবস্থা ঠিক কেমন, সেই প্রশ্নই তুলেছেন তাঁরা !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.