ETV Bharat / bharat

সামাজিক মাধ্যমের অপব্য়বহারে কঠোর পদক্ষেপ, হুঁশিয়ারি রবি শংকরের

কৃষক আন্দোলন নিয়ে সরব গোটা বিশ্ব ৷ আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে সোশাল মিডিয়ায় পোস্ট বহু নামী ব্য়ক্তিত্বের৷ ঘটনায় ক্ষুব্ধ মোদি সরকার৷ ভুয়ো খবর ছড়ানো এবং হিংসায় মদতের অভিযোগে 1300-রও বেশি অ্য়াকাউন্ট বন্ধের নির্দেশ৷ আর এবার ‘‘সামাজিক মাধ্যমের অপব্য়বহারে কঠোর পদক্ষেপ’’-এর হুঁশিয়ারি কেন্দ্রীয়মন্ত্রী রবি শংকর প্রসাদের৷

"Tough Action If Social Media Misused": Ravi Shankar Prasad Amid Twitter Row
‘‘সামাজিক মাধ্যমের অপব্য়বহারে কঠোর পদক্ষেপ’’-এর হুঁশিয়ারি রবি শংকরের
author img

By

Published : Feb 11, 2021, 1:05 PM IST

দিল্লি, 11 ফেব্রুয়ারি: সামাজিক মাধ্যমে ভুয়ো খবর ছড়ালে অথবা হিংসায় ইন্ধন দিলে কড়া ব্য়বস্থা নেওয়া হবে৷ টুইটার নিয়ে যখন সরগরম দেশ ও রাজ্য রাজনীতি, ঠিক তখনই সংসদে একথা জানালেন কেন্দ্রীয় তথ্য়প্রযুক্তি মন্ত্রী রবি শংকর প্রসাদ৷

রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বে টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্য়াপ এবং লিঙ্কডইনের নাম উচ্চারণ করে রবি শংকর বলেন, ‘‘ভারতে আপনাদের লাখ লাখ ফলোয়ার আছে ৷ আপানারা বিনামূল্য়ে ব্য়বসা করে অর্থ উপার্জন করছেন, কিন্তু আপনাদের ভারতীয় সংবিধান ও আইন মেনে চলতে হবে ৷ আমরা সামাজিক মাধ্যমকে সম্মান করি ৷ সামাজিক মাধ্যম আমজনতাকে আরও শক্তিশালী করেছে ৷ ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচিতেও সামাজিক মাধ্যমের বড় ভূমিকা রয়েছে ৷ কিন্তু সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে কেউ যদি ভুয়ো তথ্য ছড়ান, হিংসায় মদত দেন, তাহলে কড়া ব্য়বস্থা নেওয়া হবে৷’’

আরও পড়ুন: কেন্দ্রের চাপে নতি স্বীকার, অ্য়াকাউন্টে কাঁচি টুইটারের

ভারতের মাটিতে বাকস্বাধীনতার সীমা নিয়ে গত কয়েকদিন ধরেই টুইটারের সঙ্গে দড়ি টানাটানি চলছে মোদি সরকারের ৷ সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর মিছিলে হিংসার পর 1 হাজার 300-রও বেশি টুইটার হ্য়ান্ডেল বন্ধ করার নির্দেশ দেয় দিল্লি৷ সরকারের দাবি, ওইসব অ্যাকাউন্টে ভুয়ো তথ্য এবং উসকানিমূলক মন্তব্য পোস্ট করা হয়েছে৷ সাংবাদিক, সমাজকর্মী থেকে রাজনীতিক, কেন্দ্রের নিশানা থেকে বাদ পড়েননি কেউই৷ এমনকী, এঁদের একাংশের বিরুদ্ধে মামলা পর্যন্ত করা হয়েছে৷

দিল্লি, 11 ফেব্রুয়ারি: সামাজিক মাধ্যমে ভুয়ো খবর ছড়ালে অথবা হিংসায় ইন্ধন দিলে কড়া ব্য়বস্থা নেওয়া হবে৷ টুইটার নিয়ে যখন সরগরম দেশ ও রাজ্য রাজনীতি, ঠিক তখনই সংসদে একথা জানালেন কেন্দ্রীয় তথ্য়প্রযুক্তি মন্ত্রী রবি শংকর প্রসাদ৷

রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বে টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্য়াপ এবং লিঙ্কডইনের নাম উচ্চারণ করে রবি শংকর বলেন, ‘‘ভারতে আপনাদের লাখ লাখ ফলোয়ার আছে ৷ আপানারা বিনামূল্য়ে ব্য়বসা করে অর্থ উপার্জন করছেন, কিন্তু আপনাদের ভারতীয় সংবিধান ও আইন মেনে চলতে হবে ৷ আমরা সামাজিক মাধ্যমকে সম্মান করি ৷ সামাজিক মাধ্যম আমজনতাকে আরও শক্তিশালী করেছে ৷ ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচিতেও সামাজিক মাধ্যমের বড় ভূমিকা রয়েছে ৷ কিন্তু সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে কেউ যদি ভুয়ো তথ্য ছড়ান, হিংসায় মদত দেন, তাহলে কড়া ব্য়বস্থা নেওয়া হবে৷’’

আরও পড়ুন: কেন্দ্রের চাপে নতি স্বীকার, অ্য়াকাউন্টে কাঁচি টুইটারের

ভারতের মাটিতে বাকস্বাধীনতার সীমা নিয়ে গত কয়েকদিন ধরেই টুইটারের সঙ্গে দড়ি টানাটানি চলছে মোদি সরকারের ৷ সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর মিছিলে হিংসার পর 1 হাজার 300-রও বেশি টুইটার হ্য়ান্ডেল বন্ধ করার নির্দেশ দেয় দিল্লি৷ সরকারের দাবি, ওইসব অ্যাকাউন্টে ভুয়ো তথ্য এবং উসকানিমূলক মন্তব্য পোস্ট করা হয়েছে৷ সাংবাদিক, সমাজকর্মী থেকে রাজনীতিক, কেন্দ্রের নিশানা থেকে বাদ পড়েননি কেউই৷ এমনকী, এঁদের একাংশের বিরুদ্ধে মামলা পর্যন্ত করা হয়েছে৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.