ETV Bharat / bharat

টপ নিউজ় @ বিকেল 5 টা - Top news at a glance

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

দিনের সেরা খবর
দিনের সেরা খবর
author img

By

Published : Apr 18, 2021, 5:02 PM IST

1. সন্ধ্যায় বঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্কতা উত্তরবঙ্গেও

রবিবারের সন্ধ্যায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷ ঝড়ের বেগ থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টায় ৷ সিকিম সংলগ্ন এলাকা-সহ উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা ৷ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে ৷ সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে ৷

2. ঘাটতি অক্সিজেন থেকে অক্সিজেন পেতে সুপারের চিঠি হাতে ময়দানে তেজস্বী

দেশজুড়ে অক্সিজেনের অভাব চরমে ৷ এমনকি মারা যাচ্ছেন বহু কোভিড রোগীও ৷ অক্সিজেনের অভাবেই বিহারের এনএমসিএইচ হাসপাতালের সুপারিনটেনডেন্ট দায়িত্ব থেকে রেহাই চেয়ে চিঠি পাঠিয়েছেন ৷ বিষয়টি নিয়ে শুরু হয়েছে তেজস্বী-নীতীশ তরজা ৷

3. কোভিড হাসপাতালে রূপান্তরিত হচ্ছে দিল্লির কমনওয়েলথ গেমস ভিলেজ

ক্রমশ খারাপ হচ্ছে রাজধানীর করোনা পরিস্থিতি ৷ এ নিয়ে আলোচনা করতে রবিবার সকালে একটি জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তারপরই তিনি জানান, দিল্লির কমনওয়েলথ গেমস ভিলেজ এবং বেশ কয়েকটি স্কুলকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে ৷ করোনা আত্রান্তদের চিকিৎসায় যাতে স্থান সংকুলান না হয়, তার জন্যই এই পদক্ষেপ ৷

4. দুরন্ত ম্যাক্সওয়েল, বড় রানের পথে আরসিবি

14 বছর আগে আজকের দিনেই আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের কলকাতা নাইট রাইডার্স ও রাহুল দ্রাবিড়ের রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ আজ ফের মুখোমুখি দুই দল ৷ এবার দুই দলের অধিনায়ক যথাক্রমে ইয়ন মরগ্যান ও বিরাট কোহলি ৷

5. প্রয়াত মুখার্জি কমিশনের বিচারপতি মনোজ মুখোপাধ্যায়

বিচারপতি মনোজ মুখোপাধ্যায়ের জীবনাবসান ৷ 87 বছর বয়সে প্রয়াত হলেন তিনি ৷ নেতাজি অন্তর্ধান রহস্য উন্মোচনে তাঁর নেতৃত্বেই গঠিত হয়েছিল মুখার্জি কমিশন ৷


6. নির্বাচনের আগে নানুরে গ্রামছাড়াদের ফেরানোয় উদ্যোগী বিজেপি

নানুরের রাজনৈতিক হিংসায় ঘরছাড়াদের ঘরে ফেরানোর উদ্যোগ নিল বিজেপি ৷ প্রায় 270টি সংখ্যালঘু পরিবারের তালিকা তৈরি করা হয়েছে ৷ তাদের ভোটের আগেই প্রশাসনের মদতে ঘরে ফেরানো হবে বলে জানিয়েছে গেরুয়া শিবির ৷ রবিবার এই পরিবারগুলির সদস্যদের নিয়ে একটি সাংবাদিক বৈঠক করে বিজেপির সংখ্যালঘু মোর্চা ৷ মোর্চার সভাপতি সামাদ শেখ বলেন, "তৃণমূলের নেতাদের অত্যাচারে গ্রামছাড়া বহু মানুষ ৷ আমরা এসপি, ডিএমকে জানাচ্ছি তাঁদের ভোটের আগে ঘরে ফেরানোর জন্য । না ফেরালে আমরা ধর্নায় বসব ।"

7. পরকীয়া সন্দেহে স্ত্রীকে পোড়ানোর চেষ্টা স্বামীর, অগ্নিদগ্ধ হয়ে মৃত শ্বশুর-শাশুড়ি

সন্দেহের বশে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা করল এক ব্যক্তি ৷ তার স্ত্রী বেঁচে গেলেও তাঁর বাবা ও মা অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷


8. দাদার স্বপ্ন দেখানো পথে আইপিএল-এর চর্তুদর্শীর বাইশ গজে ফের কলকাতা-বেঙ্গালুরু

আইপিএলের 13 বছর পূর্তিতে ইতিহাসের পুনরাবৃত্তি ৷ প্রথম ম্যাচের মতো 13 বছর পূর্তিতে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইর্ডাস ৷

9. এক ফোঁটা জলও নয় রোজায়, প্রশংসা করে দিন পিছলেন বিচারপতি চন্দ্রচূড়

শুরু হয়েছে ইসলাম ধর্মের পবিত্র রমজান মাস ৷ এই সময় রোজা পালন করেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন ৷ কঠিন এই ব্রত পালন করতে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করতে পারেননি আইনজীবী ৷ তাই শুনানির দিন পিছানোর আবেদন জানিয়েছিলেন ৷ উত্তরে প্রশংসা করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ৷

10. রাশিয়া-ইউক্রেন তিক্ততার মাঝে যুদ্ধজাহাজ নিয়ে ব্ল্যাক সির তীরে ভিড়বে ব্রিটেন

দু'দেশের সীমানা নিয়ে মস্কো-কিয়েভের সম্পর্কের তিক্ততা বেড়ে চলেছে ৷ এর মধ্যেই ব্ল্যাক সিতে যুদ্ধজাহাজ নিয়ে হাজির হবে ইউক্রেনের মিত্র দেশ ব্রিটেন ৷ দু'দেশের সম্পর্ককে আরও জোরদার করতেই এই পদক্ষেপ ৷ তাই রাশিয়া-ইউক্রেন সম্পর্ক নিয়ে চিন্তায় ব্রিটেন ৷

1. সন্ধ্যায় বঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্কতা উত্তরবঙ্গেও

রবিবারের সন্ধ্যায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷ ঝড়ের বেগ থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টায় ৷ সিকিম সংলগ্ন এলাকা-সহ উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা ৷ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে ৷ সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে ৷

2. ঘাটতি অক্সিজেন থেকে অক্সিজেন পেতে সুপারের চিঠি হাতে ময়দানে তেজস্বী

দেশজুড়ে অক্সিজেনের অভাব চরমে ৷ এমনকি মারা যাচ্ছেন বহু কোভিড রোগীও ৷ অক্সিজেনের অভাবেই বিহারের এনএমসিএইচ হাসপাতালের সুপারিনটেনডেন্ট দায়িত্ব থেকে রেহাই চেয়ে চিঠি পাঠিয়েছেন ৷ বিষয়টি নিয়ে শুরু হয়েছে তেজস্বী-নীতীশ তরজা ৷

3. কোভিড হাসপাতালে রূপান্তরিত হচ্ছে দিল্লির কমনওয়েলথ গেমস ভিলেজ

ক্রমশ খারাপ হচ্ছে রাজধানীর করোনা পরিস্থিতি ৷ এ নিয়ে আলোচনা করতে রবিবার সকালে একটি জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তারপরই তিনি জানান, দিল্লির কমনওয়েলথ গেমস ভিলেজ এবং বেশ কয়েকটি স্কুলকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে ৷ করোনা আত্রান্তদের চিকিৎসায় যাতে স্থান সংকুলান না হয়, তার জন্যই এই পদক্ষেপ ৷

4. দুরন্ত ম্যাক্সওয়েল, বড় রানের পথে আরসিবি

14 বছর আগে আজকের দিনেই আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের কলকাতা নাইট রাইডার্স ও রাহুল দ্রাবিড়ের রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ আজ ফের মুখোমুখি দুই দল ৷ এবার দুই দলের অধিনায়ক যথাক্রমে ইয়ন মরগ্যান ও বিরাট কোহলি ৷

5. প্রয়াত মুখার্জি কমিশনের বিচারপতি মনোজ মুখোপাধ্যায়

বিচারপতি মনোজ মুখোপাধ্যায়ের জীবনাবসান ৷ 87 বছর বয়সে প্রয়াত হলেন তিনি ৷ নেতাজি অন্তর্ধান রহস্য উন্মোচনে তাঁর নেতৃত্বেই গঠিত হয়েছিল মুখার্জি কমিশন ৷


6. নির্বাচনের আগে নানুরে গ্রামছাড়াদের ফেরানোয় উদ্যোগী বিজেপি

নানুরের রাজনৈতিক হিংসায় ঘরছাড়াদের ঘরে ফেরানোর উদ্যোগ নিল বিজেপি ৷ প্রায় 270টি সংখ্যালঘু পরিবারের তালিকা তৈরি করা হয়েছে ৷ তাদের ভোটের আগেই প্রশাসনের মদতে ঘরে ফেরানো হবে বলে জানিয়েছে গেরুয়া শিবির ৷ রবিবার এই পরিবারগুলির সদস্যদের নিয়ে একটি সাংবাদিক বৈঠক করে বিজেপির সংখ্যালঘু মোর্চা ৷ মোর্চার সভাপতি সামাদ শেখ বলেন, "তৃণমূলের নেতাদের অত্যাচারে গ্রামছাড়া বহু মানুষ ৷ আমরা এসপি, ডিএমকে জানাচ্ছি তাঁদের ভোটের আগে ঘরে ফেরানোর জন্য । না ফেরালে আমরা ধর্নায় বসব ।"

7. পরকীয়া সন্দেহে স্ত্রীকে পোড়ানোর চেষ্টা স্বামীর, অগ্নিদগ্ধ হয়ে মৃত শ্বশুর-শাশুড়ি

সন্দেহের বশে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা করল এক ব্যক্তি ৷ তার স্ত্রী বেঁচে গেলেও তাঁর বাবা ও মা অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷


8. দাদার স্বপ্ন দেখানো পথে আইপিএল-এর চর্তুদর্শীর বাইশ গজে ফের কলকাতা-বেঙ্গালুরু

আইপিএলের 13 বছর পূর্তিতে ইতিহাসের পুনরাবৃত্তি ৷ প্রথম ম্যাচের মতো 13 বছর পূর্তিতে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইর্ডাস ৷

9. এক ফোঁটা জলও নয় রোজায়, প্রশংসা করে দিন পিছলেন বিচারপতি চন্দ্রচূড়

শুরু হয়েছে ইসলাম ধর্মের পবিত্র রমজান মাস ৷ এই সময় রোজা পালন করেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন ৷ কঠিন এই ব্রত পালন করতে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করতে পারেননি আইনজীবী ৷ তাই শুনানির দিন পিছানোর আবেদন জানিয়েছিলেন ৷ উত্তরে প্রশংসা করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ৷

10. রাশিয়া-ইউক্রেন তিক্ততার মাঝে যুদ্ধজাহাজ নিয়ে ব্ল্যাক সির তীরে ভিড়বে ব্রিটেন

দু'দেশের সীমানা নিয়ে মস্কো-কিয়েভের সম্পর্কের তিক্ততা বেড়ে চলেছে ৷ এর মধ্যেই ব্ল্যাক সিতে যুদ্ধজাহাজ নিয়ে হাজির হবে ইউক্রেনের মিত্র দেশ ব্রিটেন ৷ দু'দেশের সম্পর্ককে আরও জোরদার করতেই এই পদক্ষেপ ৷ তাই রাশিয়া-ইউক্রেন সম্পর্ক নিয়ে চিন্তায় ব্রিটেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.