ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 9 টা

author img

By

Published : Dec 24, 2020, 9:01 AM IST

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS @ 9 AM
টপ নিউজ় @ সকাল 9 টা

1. আজ বিশ্বভারতীর শতবর্ষ উদযাপনে ভার্চুয়ালি বক্তব্য প্রধানমন্ত্রীর

বেলা 11টায় অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদি ৷ গতকাল নিজেই টুইট করে জানান তিনি ৷ এছাড়াও বিশ্বভারতীর শতবর্ষ উদযাপনে উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকড় ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ৷

2. যুব মোর্চার কর্মীর গ্রেপ্তারিতে উত্তপ্ত খড়দা; বিক্ষোভ, লাঠিচার্জ

বুলেটের মুক্তির দাবিতে দফায় দফায় খড়দা থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা । দীর্ঘক্ষন পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখান তাঁরা।

3. বাংলাকে গুজরাত হতে দেব না : মমতা

ক্ষমতায় এলে বাংলাকে গুজরাত বানাবেন । একাধিকবার একথা শোনা গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । একই কথা শোনা গিয়েছে অন্য বিজেপি নেতাদের গলাতেও । আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাকে গুজরাত হতে দেবেন না ।

4. বাউলের ঘরে শাহর মধ্যাহ্নভোজকে কটাক্ষ পার্থর, পালটা আক্রমণ দিলীপের

ভোটের হাওয়া গরম । চলছে আক্রমণ, পালটা আক্রমণ । ভোটযুদ্ধ শুরুর আগে বাগযুদ্ধে তপ্ত বঙ্গ রাজনীতি । লেগেই আছে ঠোকাঠুকি ।

5. বিধানসভা নির্বাচনে তৃণমূল 76টা আসন পেয়ে দেখাক, চ্যালেঞ্জ শমীকের

"আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল 76টা আসন পেয়ে দেখাক ৷ আবার রিপিট করছি সেভেনটি সিক্স ৷" আজ এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য ৷ তৃণমূল সাংসদ সৌগত রায় আজ কাঁথিতে বলেন,"নন্দীগ্রাম আন্দোলন কারও সুন্দর মুখ দেখে হয়নি ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হয়েছে ৷ কাঁথি কারও জমিদারি নয় ৷ পূর্ব মেদিনীপুর মমতাতেই আছে ৷ 99টি আসনও পাবে না বিজেপি ৷" আর এরই জবাবে একথা বলেন শমীকবাবু ।

6. "কার্যকলাপ সংগঠনের পক্ষে নয়", শিশিরকে আক্রমণ অখিলের

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির ডরমেটরির মাঠে তৃণমূল কংগ্রেসের ডাকে পথসভা ও জনসভা আয়োজন করা হয় । আর এই জনসভায় ছিলেন না তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি শিশির অধিকারী ও তাঁর ছেলে সাংসদ দিব্যেন্দু অধিকারী ও সৌমেন অধিকারী । যা নিয়ে ফের তুঙ্গে রাজনৈতিক তরজা ৷

7. খানাখন্দে ভরা আসানসোলের ষাট ফুট রাস্তা, দুর্ভোগ স্থানীয়দের

আসানসোলের কালিপাহাড়ি থেকে বার্নপুর যাওয়া রাস্তাটির পোশাকি নাম ষাট ফুট রাস্তা । কিন্তু, খানা-খন্দ-গর্তে ভরা রাস্তাই যেন নামের সব থেকে বড় কলঙ্ক । সরকার-প্রশাসনের দিকে আঙুল তুলেছেন স্থানীয়রা । আর রাজনৈতিক নেতারা বলছেন, নামেই নাকি যত অশান্তি । নামে ষাট ফুট হলেও, একে রাস্তা বলতেই সরকারের যত গাত্রদাহ । দুর্ভোগে সাধারণ মানুষের এখন একটাই দাবি ষাট ফুট রাস্তা চলার যোগ্য হয়ে উঠুক । ইটিভি ভারতের @ জনতায় সেই সমস্যার জানালেন সেখানকার আমজনতা ।

8. লকডাউন পরিস্থিতি ফুটে উঠবে মধুর ভান্ডারকরের পরবর্তী ছবিতে

পরবর্তী ছবির কথা ঘোষণা করলেন মধুর ভান্ডারকর । ছবির নাম 'ইন্ডিয়া লকডাউন'।

9. "ভারতের হয়ে চ্যাম্পিয়নশিপ বেল্ট জেতা আমার স্বপ্ন", একান্ত সাক্ষাৎকারে বললেন ঋতু ফোগাট

ভারতের বাঘিনী, বর্তমানে এই নামেই বেশি পরিচিত ভারতের মহিলা মিক্সড মার্সাল আর্ট ফাইটার ঋতু ফোগাট ৷ জমারি টরেসকে হারিয়ে তাঁর এমএমএ প্রো-রেকর্ড 4-0 অপরাজিত থাকার রেকর্ড গড়েছেন ফোগাট ৷ ইটিভি ভারতকে দেওয়া একটি সাক্ষাৎকারে রেসলিং কেরিয়ার ছেড়ে এমএমএ ফাইটার হওয়ার গল্প শোনালেন তিনি ৷

10. এক্সক্লুসিভ : ভারতীয় ফুটবলারদের কাছে সেরা প্ল্যাটফর্ম আইএসএল, বললেন হালিচরণ

জুনিয়র পর্যায় থেকে ভারতীয় দলে 2015 সালে সুযোগ পান হালিচরণ নার্জ়ারি । আর এক দশক আগে ইন্ডিয়ান অ্যারোজ়ের হাত ধরে আই-লিগ খেলেন ।

1. আজ বিশ্বভারতীর শতবর্ষ উদযাপনে ভার্চুয়ালি বক্তব্য প্রধানমন্ত্রীর

বেলা 11টায় অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদি ৷ গতকাল নিজেই টুইট করে জানান তিনি ৷ এছাড়াও বিশ্বভারতীর শতবর্ষ উদযাপনে উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকড় ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ৷

2. যুব মোর্চার কর্মীর গ্রেপ্তারিতে উত্তপ্ত খড়দা; বিক্ষোভ, লাঠিচার্জ

বুলেটের মুক্তির দাবিতে দফায় দফায় খড়দা থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা । দীর্ঘক্ষন পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখান তাঁরা।

3. বাংলাকে গুজরাত হতে দেব না : মমতা

ক্ষমতায় এলে বাংলাকে গুজরাত বানাবেন । একাধিকবার একথা শোনা গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । একই কথা শোনা গিয়েছে অন্য বিজেপি নেতাদের গলাতেও । আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাকে গুজরাত হতে দেবেন না ।

4. বাউলের ঘরে শাহর মধ্যাহ্নভোজকে কটাক্ষ পার্থর, পালটা আক্রমণ দিলীপের

ভোটের হাওয়া গরম । চলছে আক্রমণ, পালটা আক্রমণ । ভোটযুদ্ধ শুরুর আগে বাগযুদ্ধে তপ্ত বঙ্গ রাজনীতি । লেগেই আছে ঠোকাঠুকি ।

5. বিধানসভা নির্বাচনে তৃণমূল 76টা আসন পেয়ে দেখাক, চ্যালেঞ্জ শমীকের

"আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল 76টা আসন পেয়ে দেখাক ৷ আবার রিপিট করছি সেভেনটি সিক্স ৷" আজ এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য ৷ তৃণমূল সাংসদ সৌগত রায় আজ কাঁথিতে বলেন,"নন্দীগ্রাম আন্দোলন কারও সুন্দর মুখ দেখে হয়নি ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হয়েছে ৷ কাঁথি কারও জমিদারি নয় ৷ পূর্ব মেদিনীপুর মমতাতেই আছে ৷ 99টি আসনও পাবে না বিজেপি ৷" আর এরই জবাবে একথা বলেন শমীকবাবু ।

6. "কার্যকলাপ সংগঠনের পক্ষে নয়", শিশিরকে আক্রমণ অখিলের

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির ডরমেটরির মাঠে তৃণমূল কংগ্রেসের ডাকে পথসভা ও জনসভা আয়োজন করা হয় । আর এই জনসভায় ছিলেন না তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি শিশির অধিকারী ও তাঁর ছেলে সাংসদ দিব্যেন্দু অধিকারী ও সৌমেন অধিকারী । যা নিয়ে ফের তুঙ্গে রাজনৈতিক তরজা ৷

7. খানাখন্দে ভরা আসানসোলের ষাট ফুট রাস্তা, দুর্ভোগ স্থানীয়দের

আসানসোলের কালিপাহাড়ি থেকে বার্নপুর যাওয়া রাস্তাটির পোশাকি নাম ষাট ফুট রাস্তা । কিন্তু, খানা-খন্দ-গর্তে ভরা রাস্তাই যেন নামের সব থেকে বড় কলঙ্ক । সরকার-প্রশাসনের দিকে আঙুল তুলেছেন স্থানীয়রা । আর রাজনৈতিক নেতারা বলছেন, নামেই নাকি যত অশান্তি । নামে ষাট ফুট হলেও, একে রাস্তা বলতেই সরকারের যত গাত্রদাহ । দুর্ভোগে সাধারণ মানুষের এখন একটাই দাবি ষাট ফুট রাস্তা চলার যোগ্য হয়ে উঠুক । ইটিভি ভারতের @ জনতায় সেই সমস্যার জানালেন সেখানকার আমজনতা ।

8. লকডাউন পরিস্থিতি ফুটে উঠবে মধুর ভান্ডারকরের পরবর্তী ছবিতে

পরবর্তী ছবির কথা ঘোষণা করলেন মধুর ভান্ডারকর । ছবির নাম 'ইন্ডিয়া লকডাউন'।

9. "ভারতের হয়ে চ্যাম্পিয়নশিপ বেল্ট জেতা আমার স্বপ্ন", একান্ত সাক্ষাৎকারে বললেন ঋতু ফোগাট

ভারতের বাঘিনী, বর্তমানে এই নামেই বেশি পরিচিত ভারতের মহিলা মিক্সড মার্সাল আর্ট ফাইটার ঋতু ফোগাট ৷ জমারি টরেসকে হারিয়ে তাঁর এমএমএ প্রো-রেকর্ড 4-0 অপরাজিত থাকার রেকর্ড গড়েছেন ফোগাট ৷ ইটিভি ভারতকে দেওয়া একটি সাক্ষাৎকারে রেসলিং কেরিয়ার ছেড়ে এমএমএ ফাইটার হওয়ার গল্প শোনালেন তিনি ৷

10. এক্সক্লুসিভ : ভারতীয় ফুটবলারদের কাছে সেরা প্ল্যাটফর্ম আইএসএল, বললেন হালিচরণ

জুনিয়র পর্যায় থেকে ভারতীয় দলে 2015 সালে সুযোগ পান হালিচরণ নার্জ়ারি । আর এক দশক আগে ইন্ডিয়ান অ্যারোজ়ের হাত ধরে আই-লিগ খেলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.