ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 11টা - Top news at a glance

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

Top news
টপ নিউজ়
author img

By

Published : Feb 13, 2021, 11:04 AM IST

1. প্রশান্ত কিশোরের বিহারের বাড়িতে চলল বুলডোজ়ার, ভাঙা হল বাড়ির কিছুটা অংশ

জাতীয় সড়ক চওড়া করতে অধিগৃহীত জমি খালি করার প্রক্রিয়া বহুদিন থেকে জারি রেখেছে এনএইচআইএ । প্রশান্ত কিশোরের বাড়ির কিছুটা অংশও তার মধ্যে পড়েছিল । তাই ওই অংশটা ভেঙে ফেলা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ।

2. টসে জিতেও কোহলির সংসারে চিন্তা, শূন্য় রানে ফিরলেন শুভমন

খাতায় একটিও রান যোগ না করেই উইকেট খোয়াল ভারত । ফলে চেন্নাই টেস্টের শুরুটা মোটেও শুভ হল না । প্রথম ওভারেই ফিরলেন ভারতীয় ওপেনার শুভমন গিল । এই তরুণ ব্যাটসম্যানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ইংরেজ পেসার ওলে স্টোন । ক্রিজে রয়েছেন রোহিত শর্মা এবং চেতেশ্বর পূজারা ।

3. ছোট্টো ইউভানের পাঁচ মাসের জন্মদিন, ভাইরাল নতুন ছবি

দেখতে দেখতে পাঁচটা মাস কাটিয়ে ফেলল ছোট্টো ইউভান । ছেলের প্রতি মাসের জন্মদিনেই একগুচ্ছ ছবি শেয়ার করেন মা শুভশ্রী গাঙ্গুলি । এবারও তার ব্যতিক্রম হল না । ছবি সৌজন্যে শুভশ্রীর ইনস্টাগ্রাম ।

4. 'ধূম 4'-এ ভিলেনের চরিত্রে দীপিকা ?

অ্যাকশন থ্রিলার 'ধূম' ফ্র্যাঞ্চাইজ়ির চতুর্থ ভাগে নাকি ভিলেন রূপে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে । এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই চমকপ্রদ খবর ।

5. আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় মৃত 6

ভোররাতে তালগ্রাম থানা এলাকায় আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের উপর দিয়ে বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি একটি ট্রাকে ধাক্কা মারে । সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থানেই মৃত্যু হয় 6 জনের ।

6. ক্রিকেটপ্রেমীদের স্বাগত জানাতে প্রস্তুত চিপক

আর শূন্য গ্যালারি নয়, ক্রিকেট স্টেডিয়ামে ফের শোনা যাবে দর্শকের রব । প্রিয় দলের হয়ে ফের গলা ফাটাবেন ক্রিকেট প্রেমীরা ৷ আজ চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট থেকেই স্টেডিয়ামে ফিরছে দর্শক । ক্রিকেটপ্রেমীদের স্বাগত জানাতে প্রস্তুত চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম ।

7. অমিত শাহকে "মাসান ঠাকুর", দিলীপ ঘোষকে "পাঠা ছাগল" কটাক্ষ রবীন্দ্রনাথ ঘোষের

কোচবিহারের দিনহাটায় দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ । তিনি বলেন, "অমিত শাহ তো মাসান ঠাকুর । উনি এসে একটাও সত্যি কথা বলেননি । সারাদিন শুধু মিথ্যে কথা বলে গেছেন ।" আবার দিলীপ ঘোষকে পাঠা ছাগল বলে কটাক্ষ করতে ছাড়েননি তিনি । তাঁর কথায়, "দিলীপ ঘোষের মতো একটা পাঠা ছাগল যদি রাজ্যে থাকে, আর যে দলের নেতৃত্ব দেবে সেই দলের বিরুদ্ধে কিছু বলার প্রয়োজনই নেই । ও আমাদের এমনিই জিতিয়ে দেবে ।"

8. তৃণমূল ছেড়ে গর্বিত রুদ্র

মেদিনীপুর শহরে পৌঁছল বিজেপির পরিবর্তন যাত্রা ৷ সেই উপলক্ষে আয়োজিত এক সভায় সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা রুদ্রনীল ঘোষ আক্রমণ শানালেন সিপিএম ও তৃণমূল কংগ্রেসকে ৷


9. চোট পেলেও বনের রাজা সিংহ, পাঁচ সেটের লড়াইয়ে বোঝালেন জোকোভিচ

আজ প্রথম থেকেই অপ্রতিরোধ্য দেখায় বিশ্বের একনম্বর টেনিস তারকাকে ৷ প্রথম দুটি সেট 7-6 ও 6-4 ব্যবধানে জিতে নেন জোকার ৷ কিন্তু তার পরেই চোটের কবলে পড়েন তিনি ৷ এরপর পরপর দুটি সেট 6-3 ও 6-4 ব্যবধানে জিতে ম্যাচে ফেরেন টেলর ফ্রিজ়ৎ ৷


10. আমফান বিধ্বস্তদের "ছাদ" ফিরিয়ে দিতে উদ্যোগী যাদবপুর বিশ্ববিদ্যালয় কমিউনিটি

পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে আমফান ঘূর্ণিঝড়ে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনা । যার মধ্যে সুন্দরবন ব-দ্বীপ এবং অন্যান্য এলাকা সহ উপকূলবর্তী অঞ্চলও রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রাথমিক অনুমানে বলা হয়েছে প্রায় 10 লাখ বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে । বাসস্থান বলতে মূলত 'কাঁচাবাড়ি' অর্থাৎ মাটির বাড়ির কথা বলা হয়েছে ।

1. প্রশান্ত কিশোরের বিহারের বাড়িতে চলল বুলডোজ়ার, ভাঙা হল বাড়ির কিছুটা অংশ

জাতীয় সড়ক চওড়া করতে অধিগৃহীত জমি খালি করার প্রক্রিয়া বহুদিন থেকে জারি রেখেছে এনএইচআইএ । প্রশান্ত কিশোরের বাড়ির কিছুটা অংশও তার মধ্যে পড়েছিল । তাই ওই অংশটা ভেঙে ফেলা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ।

2. টসে জিতেও কোহলির সংসারে চিন্তা, শূন্য় রানে ফিরলেন শুভমন

খাতায় একটিও রান যোগ না করেই উইকেট খোয়াল ভারত । ফলে চেন্নাই টেস্টের শুরুটা মোটেও শুভ হল না । প্রথম ওভারেই ফিরলেন ভারতীয় ওপেনার শুভমন গিল । এই তরুণ ব্যাটসম্যানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ইংরেজ পেসার ওলে স্টোন । ক্রিজে রয়েছেন রোহিত শর্মা এবং চেতেশ্বর পূজারা ।

3. ছোট্টো ইউভানের পাঁচ মাসের জন্মদিন, ভাইরাল নতুন ছবি

দেখতে দেখতে পাঁচটা মাস কাটিয়ে ফেলল ছোট্টো ইউভান । ছেলের প্রতি মাসের জন্মদিনেই একগুচ্ছ ছবি শেয়ার করেন মা শুভশ্রী গাঙ্গুলি । এবারও তার ব্যতিক্রম হল না । ছবি সৌজন্যে শুভশ্রীর ইনস্টাগ্রাম ।

4. 'ধূম 4'-এ ভিলেনের চরিত্রে দীপিকা ?

অ্যাকশন থ্রিলার 'ধূম' ফ্র্যাঞ্চাইজ়ির চতুর্থ ভাগে নাকি ভিলেন রূপে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে । এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই চমকপ্রদ খবর ।

5. আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় মৃত 6

ভোররাতে তালগ্রাম থানা এলাকায় আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের উপর দিয়ে বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি একটি ট্রাকে ধাক্কা মারে । সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থানেই মৃত্যু হয় 6 জনের ।

6. ক্রিকেটপ্রেমীদের স্বাগত জানাতে প্রস্তুত চিপক

আর শূন্য গ্যালারি নয়, ক্রিকেট স্টেডিয়ামে ফের শোনা যাবে দর্শকের রব । প্রিয় দলের হয়ে ফের গলা ফাটাবেন ক্রিকেট প্রেমীরা ৷ আজ চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট থেকেই স্টেডিয়ামে ফিরছে দর্শক । ক্রিকেটপ্রেমীদের স্বাগত জানাতে প্রস্তুত চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম ।

7. অমিত শাহকে "মাসান ঠাকুর", দিলীপ ঘোষকে "পাঠা ছাগল" কটাক্ষ রবীন্দ্রনাথ ঘোষের

কোচবিহারের দিনহাটায় দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ । তিনি বলেন, "অমিত শাহ তো মাসান ঠাকুর । উনি এসে একটাও সত্যি কথা বলেননি । সারাদিন শুধু মিথ্যে কথা বলে গেছেন ।" আবার দিলীপ ঘোষকে পাঠা ছাগল বলে কটাক্ষ করতে ছাড়েননি তিনি । তাঁর কথায়, "দিলীপ ঘোষের মতো একটা পাঠা ছাগল যদি রাজ্যে থাকে, আর যে দলের নেতৃত্ব দেবে সেই দলের বিরুদ্ধে কিছু বলার প্রয়োজনই নেই । ও আমাদের এমনিই জিতিয়ে দেবে ।"

8. তৃণমূল ছেড়ে গর্বিত রুদ্র

মেদিনীপুর শহরে পৌঁছল বিজেপির পরিবর্তন যাত্রা ৷ সেই উপলক্ষে আয়োজিত এক সভায় সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা রুদ্রনীল ঘোষ আক্রমণ শানালেন সিপিএম ও তৃণমূল কংগ্রেসকে ৷


9. চোট পেলেও বনের রাজা সিংহ, পাঁচ সেটের লড়াইয়ে বোঝালেন জোকোভিচ

আজ প্রথম থেকেই অপ্রতিরোধ্য দেখায় বিশ্বের একনম্বর টেনিস তারকাকে ৷ প্রথম দুটি সেট 7-6 ও 6-4 ব্যবধানে জিতে নেন জোকার ৷ কিন্তু তার পরেই চোটের কবলে পড়েন তিনি ৷ এরপর পরপর দুটি সেট 6-3 ও 6-4 ব্যবধানে জিতে ম্যাচে ফেরেন টেলর ফ্রিজ়ৎ ৷


10. আমফান বিধ্বস্তদের "ছাদ" ফিরিয়ে দিতে উদ্যোগী যাদবপুর বিশ্ববিদ্যালয় কমিউনিটি

পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে আমফান ঘূর্ণিঝড়ে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনা । যার মধ্যে সুন্দরবন ব-দ্বীপ এবং অন্যান্য এলাকা সহ উপকূলবর্তী অঞ্চলও রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রাথমিক অনুমানে বলা হয়েছে প্রায় 10 লাখ বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে । বাসস্থান বলতে মূলত 'কাঁচাবাড়ি' অর্থাৎ মাটির বাড়ির কথা বলা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.