ETV Bharat / bharat

টপ নিউজ় @ বিকেল 5টা - টপ নিউজ় @ বিকেল 5টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top-news-at-a-glance
top-news-at-a-glance
author img

By

Published : Jan 5, 2021, 5:00 PM IST

1. শূন্যস্থান পূরণ হয়ে যায়, কিন্তু ভালো মানুষ গেলে ক্ষতি : সৌগত

মুখ খুললেন সাংসদ সৌগত রায়। তিনি বলেন, "আমি দুঃখিত।" হঠাৎ করে কেন ইস্তফা দিল? ইটিভি ভারতের এই প্রশ্নের উত্তরে সৌগতবাবু বলেন, "আমি কিছু জানি না।" প্রভাব পড়বে কি না, এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, "এখনই বলা মুশকিল।"

2. মন্ত্রিত্ব ছাড়লেন লক্ষ্মীরতন শুক্লা

হাওড়া জেলা সভাপতির পদ থেকেও ইস্তফা দিয়েছেন । তবে এখনই বিধায়ক পদ ছাড়ছেন না তিনি ।

3. কোনও বড় সমস্যা নেই, কালই বাড়ি ফিরবেন সৌরভ

একেবারে সুস্থ আছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । আগামীকালই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন তিনি । বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেটির সঙ্গে চিকিৎসকদের আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয় ।

4. ভালো ছেলে, ভুল বোঝাবুঝি নেই ; লক্ষ্মীর পদত্যাগে প্রতিক্রিয়া মমতার

ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা । যদিও এনিয়ে ভুল বোঝাবুঝির কোনও ব্যাপার নেই বলে জানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "লক্ষ্মী ভালো ছেলে। ওঁর পদত্যাগ গ্রহণের জন্য রাজ্যপালকে সুপারিশ করব। ও ভালো করে খেলাধুলো করুক। আমাদের শুভেচ্ছে থাকবে।"

5. লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীর কার্ড সংগ্রহ মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্যসাথী প্রকল্প সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে । দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে বাড়ির একদম কাছ থেকেই স্বাস্থ্যসাথী কার্ড সংগ্রহ করতে পারছেন সাধারণ মানুষ । আজ একইরকমভাবে সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে এই কার্ড সংগ্রহ করেন মুখ্যমন্ত্রী ।

6. অনুব্রতর পগারপারের জবাবে রাজু বললেন "মেরে চামড়া গুটিয়ে দেব"

ভোটের হাওয়া গরম । চলছে আক্রমণ, পালটা আক্রমণ । ভোটযুদ্ধ শুরুর আগে বাগযুদ্ধে তপ্ত বঙ্গ রাজনীতি । লেগেই আছে ঠোকাঠুকি ।

7. বিনয় মিশ্র ধরা পড়লে সিবিআই কালীঘাটে পিসির মন্দিরে পৌঁছে যাবে : সায়ন্তন বসু

"কয়লা পাচারের সব টাকা বিনয় মিশ্রর মাধ্যমে ভাইপোর কাছে পৌঁছে গিয়েছিল । ভাইপো তাকে যেখানেই লুকিয়ে রাখুন না কেন, সিবিআই পাতাল থেকেও তাকে খুঁজে বের করবে । আর এই বিনয় মিশ্রকে জেরা করলে তৃণমূল সরকারটাই পড়ে যেতে পারে । সে ধরা পড়লে কালীঘাটে পিসির মন্দির পর্যন্ত পৌঁছে যাবে সিবিআই ।" আজ লালবাগের নাকুড়তলায় চায়ে পে চর্চায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন বিজেপি নেতা সায়ন্তন বসু ।

8. মধ্যমগ্রামে শ্মশানযাত্রী বোঝাই ম্যাটাডোর উলটে মৃত 3, আহত 25

দুর্ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে বাঁকড়া মোড়ের কাছে । আহতদের বারাসত জেলা হাসপাতালে ভরতি করা হয় । 2 জনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের এসএসকেএম-এ স্থানান্তরিত করা হয়েছে ।

9. মোদির বিশ্বাসঘাতকতার জন্য ভুগছি : গুরুং

"মোদির বিরুদ্ধে প্রচার করবই । আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে । বারো বছর ভুগেছি ।" মঙ্গলবার শিলিগুড়ির গুরুং বস্তিতে দলীয় সভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী যা বলেন তা করেন । আর প্রধানমন্ত্রী কেবল বলেন, কাজ করেন না ।" মঙ্গলবারের কর্মসূচিতে বিমল গুরুং ছাড়াও ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি ।

10. কলকাতায় শুটিংয়ে এসে কোরোনা আক্রান্ত ব্রিটিশ অভিনেত্রী

কলকাতায় শুটিং করতে এসে কোরোনায় আক্রান্ত হলেন ব্রিটিশ অভিনেত্রী বনিতা সান্ধু । মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে । কোরোনার নতুন স্ট্রেনে তিনি আক্রান্ত কি না তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর ।

1. শূন্যস্থান পূরণ হয়ে যায়, কিন্তু ভালো মানুষ গেলে ক্ষতি : সৌগত

মুখ খুললেন সাংসদ সৌগত রায়। তিনি বলেন, "আমি দুঃখিত।" হঠাৎ করে কেন ইস্তফা দিল? ইটিভি ভারতের এই প্রশ্নের উত্তরে সৌগতবাবু বলেন, "আমি কিছু জানি না।" প্রভাব পড়বে কি না, এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, "এখনই বলা মুশকিল।"

2. মন্ত্রিত্ব ছাড়লেন লক্ষ্মীরতন শুক্লা

হাওড়া জেলা সভাপতির পদ থেকেও ইস্তফা দিয়েছেন । তবে এখনই বিধায়ক পদ ছাড়ছেন না তিনি ।

3. কোনও বড় সমস্যা নেই, কালই বাড়ি ফিরবেন সৌরভ

একেবারে সুস্থ আছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । আগামীকালই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন তিনি । বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেটির সঙ্গে চিকিৎসকদের আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয় ।

4. ভালো ছেলে, ভুল বোঝাবুঝি নেই ; লক্ষ্মীর পদত্যাগে প্রতিক্রিয়া মমতার

ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা । যদিও এনিয়ে ভুল বোঝাবুঝির কোনও ব্যাপার নেই বলে জানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "লক্ষ্মী ভালো ছেলে। ওঁর পদত্যাগ গ্রহণের জন্য রাজ্যপালকে সুপারিশ করব। ও ভালো করে খেলাধুলো করুক। আমাদের শুভেচ্ছে থাকবে।"

5. লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীর কার্ড সংগ্রহ মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্যসাথী প্রকল্প সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে । দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে বাড়ির একদম কাছ থেকেই স্বাস্থ্যসাথী কার্ড সংগ্রহ করতে পারছেন সাধারণ মানুষ । আজ একইরকমভাবে সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে এই কার্ড সংগ্রহ করেন মুখ্যমন্ত্রী ।

6. অনুব্রতর পগারপারের জবাবে রাজু বললেন "মেরে চামড়া গুটিয়ে দেব"

ভোটের হাওয়া গরম । চলছে আক্রমণ, পালটা আক্রমণ । ভোটযুদ্ধ শুরুর আগে বাগযুদ্ধে তপ্ত বঙ্গ রাজনীতি । লেগেই আছে ঠোকাঠুকি ।

7. বিনয় মিশ্র ধরা পড়লে সিবিআই কালীঘাটে পিসির মন্দিরে পৌঁছে যাবে : সায়ন্তন বসু

"কয়লা পাচারের সব টাকা বিনয় মিশ্রর মাধ্যমে ভাইপোর কাছে পৌঁছে গিয়েছিল । ভাইপো তাকে যেখানেই লুকিয়ে রাখুন না কেন, সিবিআই পাতাল থেকেও তাকে খুঁজে বের করবে । আর এই বিনয় মিশ্রকে জেরা করলে তৃণমূল সরকারটাই পড়ে যেতে পারে । সে ধরা পড়লে কালীঘাটে পিসির মন্দির পর্যন্ত পৌঁছে যাবে সিবিআই ।" আজ লালবাগের নাকুড়তলায় চায়ে পে চর্চায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন বিজেপি নেতা সায়ন্তন বসু ।

8. মধ্যমগ্রামে শ্মশানযাত্রী বোঝাই ম্যাটাডোর উলটে মৃত 3, আহত 25

দুর্ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে বাঁকড়া মোড়ের কাছে । আহতদের বারাসত জেলা হাসপাতালে ভরতি করা হয় । 2 জনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের এসএসকেএম-এ স্থানান্তরিত করা হয়েছে ।

9. মোদির বিশ্বাসঘাতকতার জন্য ভুগছি : গুরুং

"মোদির বিরুদ্ধে প্রচার করবই । আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে । বারো বছর ভুগেছি ।" মঙ্গলবার শিলিগুড়ির গুরুং বস্তিতে দলীয় সভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী যা বলেন তা করেন । আর প্রধানমন্ত্রী কেবল বলেন, কাজ করেন না ।" মঙ্গলবারের কর্মসূচিতে বিমল গুরুং ছাড়াও ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি ।

10. কলকাতায় শুটিংয়ে এসে কোরোনা আক্রান্ত ব্রিটিশ অভিনেত্রী

কলকাতায় শুটিং করতে এসে কোরোনায় আক্রান্ত হলেন ব্রিটিশ অভিনেত্রী বনিতা সান্ধু । মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে । কোরোনার নতুন স্ট্রেনে তিনি আক্রান্ত কি না তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.