ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - TOP NEWS @ 9 PM

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS @ 9 PM
টপ নিউজ় @ রাত 9 টা
author img

By

Published : Dec 5, 2020, 9:03 PM IST

1. কেন্দ্রের কাছে লিখিত জবাব দাবি কৃষকদের, বুধবার ফের বৈঠক

কেন্দ্রীয় মন্ত্রী ও প্রতিনিধিদের সঙ্গে দিল্লির বিজ্ঞান ভবনে বৈঠক করলেন কৃষকরা । পঞ্চম দফার বৈঠকে বেশ কিছু সমাধান সূত্রে মিলেছে বলে সূত্রের খবর । কৃষকদের যেসব দাবি কেন্দ্র মেনে নিতে রাজি হয়েছে, সেসব লিখিতভাবে দিতে বলেছেন কৃষকদের প্রতিনিধি দল । 9 ডিসেম্বর (বুধবার) ফের কৃষক সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে কেন্দ্র ।

2. তৃণমূল বিধায়ক হত্যা মামলায় মুকুলের বিরুদ্ধে চার্জশিট সিআইডির

সত্যজিৎ বিশ্বাসের হত্যা মামলায় শনিবার সিআইডি অতিরিক্ত চার্জশিট পেশ করল বিজেপির সর্বভারতীয় সহ-সম্পাদক মুকুল রায়ের বিরুদ্ধে। শনিবার রানাঘাটের এসিজেএম আদালতে চার্জশিটটি দাখিল করে সিআইডি।
ঘটনার সত্যতা স্বীকার করেন মুকুল রায়ের কৌশুলি সুমন রায়।

3. বারাবনিতে মিছিলে হামলা, গুলিবিদ্ধ বিজেপি কর্মী

বারাবনি থানার জামগ্রাম এলাকায় বিজেপির মিছিলে হামলা করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ আজ 'আর নয় অন্যায়'নামে একটি মিছিলের আয়োজন করেছিল বিজেপি ৷ অভিযোগ, মিছিল শুরুর আগেই লাঠি, বোমা, আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলে আক্রমণ করে দুষ্কৃতীরা ৷

4. বারাসতের পর মধ্যমগ্রামেও শুভেন্দুর নামে ফ্লেক্স

বারাসতের পর এবার মধ্যমগ্রাম । ফের ফ্লেক্স পড়ল শুভেন্দু অধিকারীর সমর্থনে । "দাদার অনুগামীদের" তরফে এই ফ্লেক্স পড়েছে মধ্যমগ্রামে জেলা তৃণমূল কার্যালয়ের ঠিক সামনে । যশোর রোডের চৌমাথা থেকে জেলা তৃণমূলের কার্যালয় অবধি যতগুলো ল্যাম্পপোস্ট রয়েছে তার গায়ে সাঁটানো হয়েছে শুভেন্দু অধিকারীর ছবি সহ বিভিন্ন ফ্লেক্স ।

5. কৃষকদের ভারত বনধকে নৈতিক সমর্থন তৃণমূলের

মঙ্গলবারের ভারত বনধকে নৈতিক সমর্থন জানাল তৃণমূল কংগ্রেস । আজ তৃণমূল ভবনে অকালি দলের সঙ্গে কৃষক আন্দোলন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর কৃষকদের ভারত বনধ নিয়ে নৈতিক সমর্থনের কথা জানালেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ।

6. তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার সিতাই, জখম অন্তত 10

"আর নয় অন্যায়" । বিজেপির এই কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার বাধল কোচবিহার জেলার সিতাই ব্লক । তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ বেধে যায় । খবর পেয়ে সিতাই ও দিনহাটা থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । ঘটনায় জখম হয়েছে অন্তত দশ জন ।

7. তিনমাস পর অভিষেককে কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকাব : সৌমিত্র খাঁ

মুকুল রায়ের বিরুদ্ধে পুলিশ ও সিআইডি-এর চার্জশিট রাজনৈতিক উদ্দেশ্যেই । শিলিগুড়িতে বললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । আগামী সোমবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানের প্রচার মিছিলে আজ শিলিগুড়িতে যোগ দেন তিনি । সৌমিত্র খাঁ বলেন, "মমতা বন্দোপাধ্যায় মনে রাখুন, তিনমাস পরে ভাইপো অভিষেক বন্দোপাধ্যায়কে আমরা কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকাব ।"

8. ‘‘আর নয় অন্যায়’’ কর্মসূচিতে দত্তপুকুর থানা ঘেরাও বিজেপির

‘‘আর নয় অন্যায়’’ কর্মসূচি নিয়ে দত্তপুকুর থানা ঘেরাও বিজেপি সমর্থকদের ৷ নেতৃত্ব দেন বিজেপি সাংসদ অর্জুন সিং ৷ প্রায় এক হাজার কর্মী সমর্থক নিয়ে থানা ঘেরাও কর্মসূচি করা হয় । রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচির বিরুদ্ধে স্লোগান তোলে বিজেপি কর্মী সমর্থকেরা । অর্জুনের কর্মসূচি ঘিরে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে ।

9. রবিবারই টি-20 সিরিজ়ের ফয়সালা চাইছে ভারত

কনকাশন পরিবর্ত নিয়ে সরগরম ভারত-অস্ট্রেলিয়া টি-20 সিরিজ় । যাঁকে নিয়ে এত বিতর্ক সেই রবীন্দ্র জাদেজা বাকি দুটি ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন । ফলে জয় দিয়ে সিরিজ় শুরুর আনন্দের মাঝেই জোর ঝটকা খেয়েছে ভারতীয় শিবির ।

10. "কঙ্গনা পাগল, ওকে পাত্তা দিও না", ফের কটূক্তি মিকার

কৃষক আন্দোলনের অবমাননা করায় কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে দেশবাসী । ধর্ম, রাজনৈতিক মনোভাব নির্বিশেষে সবাই কঙ্গনাকে ধিক্কার জানিয়েছে । বিশেষ করে পঞ্জাবের মহিন্দর কৌর জী 100 টাকার বিনিময়ে আন্দোলনে সামিল হয়েছেন বলায় পঞ্জাবের মানুষরা ক্ষেপে উঠেছেন অভিনেত্রীর বিরুদ্ধে ।

1. কেন্দ্রের কাছে লিখিত জবাব দাবি কৃষকদের, বুধবার ফের বৈঠক

কেন্দ্রীয় মন্ত্রী ও প্রতিনিধিদের সঙ্গে দিল্লির বিজ্ঞান ভবনে বৈঠক করলেন কৃষকরা । পঞ্চম দফার বৈঠকে বেশ কিছু সমাধান সূত্রে মিলেছে বলে সূত্রের খবর । কৃষকদের যেসব দাবি কেন্দ্র মেনে নিতে রাজি হয়েছে, সেসব লিখিতভাবে দিতে বলেছেন কৃষকদের প্রতিনিধি দল । 9 ডিসেম্বর (বুধবার) ফের কৃষক সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে কেন্দ্র ।

2. তৃণমূল বিধায়ক হত্যা মামলায় মুকুলের বিরুদ্ধে চার্জশিট সিআইডির

সত্যজিৎ বিশ্বাসের হত্যা মামলায় শনিবার সিআইডি অতিরিক্ত চার্জশিট পেশ করল বিজেপির সর্বভারতীয় সহ-সম্পাদক মুকুল রায়ের বিরুদ্ধে। শনিবার রানাঘাটের এসিজেএম আদালতে চার্জশিটটি দাখিল করে সিআইডি।
ঘটনার সত্যতা স্বীকার করেন মুকুল রায়ের কৌশুলি সুমন রায়।

3. বারাবনিতে মিছিলে হামলা, গুলিবিদ্ধ বিজেপি কর্মী

বারাবনি থানার জামগ্রাম এলাকায় বিজেপির মিছিলে হামলা করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ আজ 'আর নয় অন্যায়'নামে একটি মিছিলের আয়োজন করেছিল বিজেপি ৷ অভিযোগ, মিছিল শুরুর আগেই লাঠি, বোমা, আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলে আক্রমণ করে দুষ্কৃতীরা ৷

4. বারাসতের পর মধ্যমগ্রামেও শুভেন্দুর নামে ফ্লেক্স

বারাসতের পর এবার মধ্যমগ্রাম । ফের ফ্লেক্স পড়ল শুভেন্দু অধিকারীর সমর্থনে । "দাদার অনুগামীদের" তরফে এই ফ্লেক্স পড়েছে মধ্যমগ্রামে জেলা তৃণমূল কার্যালয়ের ঠিক সামনে । যশোর রোডের চৌমাথা থেকে জেলা তৃণমূলের কার্যালয় অবধি যতগুলো ল্যাম্পপোস্ট রয়েছে তার গায়ে সাঁটানো হয়েছে শুভেন্দু অধিকারীর ছবি সহ বিভিন্ন ফ্লেক্স ।

5. কৃষকদের ভারত বনধকে নৈতিক সমর্থন তৃণমূলের

মঙ্গলবারের ভারত বনধকে নৈতিক সমর্থন জানাল তৃণমূল কংগ্রেস । আজ তৃণমূল ভবনে অকালি দলের সঙ্গে কৃষক আন্দোলন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর কৃষকদের ভারত বনধ নিয়ে নৈতিক সমর্থনের কথা জানালেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ।

6. তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার সিতাই, জখম অন্তত 10

"আর নয় অন্যায়" । বিজেপির এই কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার বাধল কোচবিহার জেলার সিতাই ব্লক । তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ বেধে যায় । খবর পেয়ে সিতাই ও দিনহাটা থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । ঘটনায় জখম হয়েছে অন্তত দশ জন ।

7. তিনমাস পর অভিষেককে কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকাব : সৌমিত্র খাঁ

মুকুল রায়ের বিরুদ্ধে পুলিশ ও সিআইডি-এর চার্জশিট রাজনৈতিক উদ্দেশ্যেই । শিলিগুড়িতে বললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । আগামী সোমবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানের প্রচার মিছিলে আজ শিলিগুড়িতে যোগ দেন তিনি । সৌমিত্র খাঁ বলেন, "মমতা বন্দোপাধ্যায় মনে রাখুন, তিনমাস পরে ভাইপো অভিষেক বন্দোপাধ্যায়কে আমরা কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকাব ।"

8. ‘‘আর নয় অন্যায়’’ কর্মসূচিতে দত্তপুকুর থানা ঘেরাও বিজেপির

‘‘আর নয় অন্যায়’’ কর্মসূচি নিয়ে দত্তপুকুর থানা ঘেরাও বিজেপি সমর্থকদের ৷ নেতৃত্ব দেন বিজেপি সাংসদ অর্জুন সিং ৷ প্রায় এক হাজার কর্মী সমর্থক নিয়ে থানা ঘেরাও কর্মসূচি করা হয় । রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচির বিরুদ্ধে স্লোগান তোলে বিজেপি কর্মী সমর্থকেরা । অর্জুনের কর্মসূচি ঘিরে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে ।

9. রবিবারই টি-20 সিরিজ়ের ফয়সালা চাইছে ভারত

কনকাশন পরিবর্ত নিয়ে সরগরম ভারত-অস্ট্রেলিয়া টি-20 সিরিজ় । যাঁকে নিয়ে এত বিতর্ক সেই রবীন্দ্র জাদেজা বাকি দুটি ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন । ফলে জয় দিয়ে সিরিজ় শুরুর আনন্দের মাঝেই জোর ঝটকা খেয়েছে ভারতীয় শিবির ।

10. "কঙ্গনা পাগল, ওকে পাত্তা দিও না", ফের কটূক্তি মিকার

কৃষক আন্দোলনের অবমাননা করায় কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে দেশবাসী । ধর্ম, রাজনৈতিক মনোভাব নির্বিশেষে সবাই কঙ্গনাকে ধিক্কার জানিয়েছে । বিশেষ করে পঞ্জাবের মহিন্দর কৌর জী 100 টাকার বিনিময়ে আন্দোলনে সামিল হয়েছেন বলায় পঞ্জাবের মানুষরা ক্ষেপে উঠেছেন অভিনেত্রীর বিরুদ্ধে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.