ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 1টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news
টপ নিউজ
author img

By

Published : Nov 28, 2020, 1:00 PM IST

শুভেন্দুর পদত্যাগের পর খেজুরিতে তৃণমূলের 6টি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

গতকালই মন্ত্রিত্ব ছেড়েছেন শুভেন্দু অধিকারী ৷ মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগ পাঠিয়ে মন্ত্রিত্ব ছাড়েন ৷ দলের সঙ্গে বেশ কিছুদিন ধরে দূরত্ব তৈরি হয়েছিল শুভেন্দু অধিকারীর ।

2. ডোমজুড়ে BJP-র মণ্ডল সভাপতিকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ

BJP সূত্রে খবর , জখমদের মধ্যে রয়েছেন ডোমজুড় 4 নম্বর মণ্ডলের সভাপতি শেখ নিজামউদ্দিনও ।

3. "পিসি আর ভাইপো ছাড়া তৃণমূলে আর কেউ থাকবে না"

আজ সকালে দশঘড়ায় উপস্থিত হয়ে প্রথমেই স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্ৰহণ করে ঝাড়ু হাতে রাস্তা ঝাঁট দেন । এরপর সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে তিনি বলেন , " মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়াতে বলেছিলেন , তৃণমূল ত্যাগী ।"

4. কয়লা নিয়ে আরও সক্রিয় CBI, রাজ্যের 30 জায়গায় চলছে তল্লাশি

গোরু ও কয়লা পাচার নিয়ে এর আগে CBI-এর সদর দপ্তরের স্পেশাল ইন্টেলিজেন্স ইউনিটের DIG প্রেম গৌতম সমস্ত তথ্য নিয়ে গিয়েছেন দিল্লিতে । এর আগে কয়লা পাচারের অন্যতম কিংপিন বলে অভিযুক্ত অনুপ মাঝির বাড়িতে তল্লাশি চালায় CBI ।

5. শুভেন্দু BJP-তে এলে তাঁকে স্বাগত : কৈলাস বিজয়বর্গীয়

শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছাড়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে কৈলাস বিজয়বর্গীয় বলেন , " মমতা বন্দ্যোপাধ্যায়ের অহংকার , দুর্নীতির রাজনীতি নিয়ে শুভেন্দু অনেকদিন থেকেই বিরক্ত ছিলেন । যদি শুভেন্দু BJP-তে যোগ দেন , তাহলে তাঁকে স্বাগত জানানো হবে । "

6. ভোটের আগে কলকাতা পুলিশে বড়সড় রদবদল

বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজ্যে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি । একুশের মহারণের ঢাকে কাঠি ফেলেছে নির্বাচন কমিশনও । বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে গতকাল নির্বাচন কমিশন বৈঠক করে জেলাশাসকদের সঙ্গে ।

7. দেশে ফের কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

এনিয়ে দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 93 লাখ 51 হাজার 788 জন । সক্রিয় আক্রান্তের সংখ্যা 4 লাখ 54 হাজার 940 । দেশে মোট মৃতের সংখ্যা 1 লাখ 36 হাজার 200 জন ।

8. কড়া নিরাপত্তায় জম্মু ও কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদের ভোটগ্রহণ

মোট আট দফায় হবে এই নির্বাচন । 1 হাজার 475 জনের ভাগ্যপরীক্ষা হতে চলেছে । এই 1,475 জন প্রার্থীর জেলা উন্নয়ন পরিষদের নির্বাচনের প্রথম দফায় লড়ছেন 296 জন প্রার্থী ।

9. কৃষি আইনের প্রতিবাদে আজও হরিয়ানা-দিল্লি বর্ডারে জমায়েত কৃষকদের

উত্তর ভারতের কনকনে ঠান্ডায় প্রতিবাদরত কৃষকদের রুখতে জলকামান ব্যবহার করেছিল পুলিশ । সেইসময় হরিয়ানার আম্বালার এক কৃষককে জলকামানে উঠে সেটিকে বন্ধ করতে দেখা যায় ।

10. আগামী সপ্তাহে ফের কমবে তাপমাত্রা, তবে জাঁকিয়ে শীত এখনই নয়

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, তাপমাত্রা কমলেও জাঁকিয়ে শীতের জন্য এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে । দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকলেও রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের বেশি থাকবে ।

শুভেন্দুর পদত্যাগের পর খেজুরিতে তৃণমূলের 6টি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

গতকালই মন্ত্রিত্ব ছেড়েছেন শুভেন্দু অধিকারী ৷ মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগ পাঠিয়ে মন্ত্রিত্ব ছাড়েন ৷ দলের সঙ্গে বেশ কিছুদিন ধরে দূরত্ব তৈরি হয়েছিল শুভেন্দু অধিকারীর ।

2. ডোমজুড়ে BJP-র মণ্ডল সভাপতিকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ

BJP সূত্রে খবর , জখমদের মধ্যে রয়েছেন ডোমজুড় 4 নম্বর মণ্ডলের সভাপতি শেখ নিজামউদ্দিনও ।

3. "পিসি আর ভাইপো ছাড়া তৃণমূলে আর কেউ থাকবে না"

আজ সকালে দশঘড়ায় উপস্থিত হয়ে প্রথমেই স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্ৰহণ করে ঝাড়ু হাতে রাস্তা ঝাঁট দেন । এরপর সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে তিনি বলেন , " মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়াতে বলেছিলেন , তৃণমূল ত্যাগী ।"

4. কয়লা নিয়ে আরও সক্রিয় CBI, রাজ্যের 30 জায়গায় চলছে তল্লাশি

গোরু ও কয়লা পাচার নিয়ে এর আগে CBI-এর সদর দপ্তরের স্পেশাল ইন্টেলিজেন্স ইউনিটের DIG প্রেম গৌতম সমস্ত তথ্য নিয়ে গিয়েছেন দিল্লিতে । এর আগে কয়লা পাচারের অন্যতম কিংপিন বলে অভিযুক্ত অনুপ মাঝির বাড়িতে তল্লাশি চালায় CBI ।

5. শুভেন্দু BJP-তে এলে তাঁকে স্বাগত : কৈলাস বিজয়বর্গীয়

শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছাড়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে কৈলাস বিজয়বর্গীয় বলেন , " মমতা বন্দ্যোপাধ্যায়ের অহংকার , দুর্নীতির রাজনীতি নিয়ে শুভেন্দু অনেকদিন থেকেই বিরক্ত ছিলেন । যদি শুভেন্দু BJP-তে যোগ দেন , তাহলে তাঁকে স্বাগত জানানো হবে । "

6. ভোটের আগে কলকাতা পুলিশে বড়সড় রদবদল

বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজ্যে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি । একুশের মহারণের ঢাকে কাঠি ফেলেছে নির্বাচন কমিশনও । বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে গতকাল নির্বাচন কমিশন বৈঠক করে জেলাশাসকদের সঙ্গে ।

7. দেশে ফের কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

এনিয়ে দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 93 লাখ 51 হাজার 788 জন । সক্রিয় আক্রান্তের সংখ্যা 4 লাখ 54 হাজার 940 । দেশে মোট মৃতের সংখ্যা 1 লাখ 36 হাজার 200 জন ।

8. কড়া নিরাপত্তায় জম্মু ও কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদের ভোটগ্রহণ

মোট আট দফায় হবে এই নির্বাচন । 1 হাজার 475 জনের ভাগ্যপরীক্ষা হতে চলেছে । এই 1,475 জন প্রার্থীর জেলা উন্নয়ন পরিষদের নির্বাচনের প্রথম দফায় লড়ছেন 296 জন প্রার্থী ।

9. কৃষি আইনের প্রতিবাদে আজও হরিয়ানা-দিল্লি বর্ডারে জমায়েত কৃষকদের

উত্তর ভারতের কনকনে ঠান্ডায় প্রতিবাদরত কৃষকদের রুখতে জলকামান ব্যবহার করেছিল পুলিশ । সেইসময় হরিয়ানার আম্বালার এক কৃষককে জলকামানে উঠে সেটিকে বন্ধ করতে দেখা যায় ।

10. আগামী সপ্তাহে ফের কমবে তাপমাত্রা, তবে জাঁকিয়ে শীত এখনই নয়

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, তাপমাত্রা কমলেও জাঁকিয়ে শীতের জন্য এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে । দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকলেও রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের বেশি থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.