ETV Bharat / bharat

Top News : টপ নিউজ @ রাত 9 টা - Anubrata Mandal Health Problem

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News)।

Top News
টপ নিউজ
author img

By

Published : Apr 20, 2022, 9:07 PM IST

1. Anubrata Mandal Health Problem: বুকে ব্যথা কিছুতেই কমছে না অনুব্রতর, পাঠানো হল রামরিক হাসপাতালে

এসএসকেএম থেকে অ্যানেক্স রামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হল অনুব্রত মণ্ডলকে (Anubrata Health Problem) । চিকিৎসকেরা জানালেন, তাঁর বুকের ব্যথা এখনও কমছে না ৷

2. Dilip's Remarks about Mamata : চাঁদে আর বাঁদরে ! মোদির সঙ্গে তুলনা করতে গিয়ে মমতাকে কটাক্ষ দিলীপের

বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ সেখানেই তিনি মুখ্যমন্ত্রীকে কার্যত বাঁদর বলে কটাক্ষ করেন (Dilip Ghosh Makes Derogatory Remarks About Mamata Banerjee) ৷

3. Adani at BGBS 2022 : বাংলায় 25 হাজার কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি আদানির

নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আজ বুধবার শুরু হল বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন (Bengal Global Business Summit) ৷ সেখানে প্রথমবার হাজির ছিলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি (Gautam Adani) ৷

4. Bengal Connection in Jahangirpuri Clash : নাম জড়াল বঙ্গের দুই যুবকের, জাহাঙ্গিরপুরী হিংসার শিকড় খুঁজতে সুতাহাটায় তদন্তকারীরা

জাহাঙ্গিরপুরীতে হিংসার ঘটনায় ইতিমধ্যেই প্রায় 20 জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷ ধৃতদের মধ্যে রয়েছে বাংলার দুই যুবকও ৷ পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলার আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে (Delhi Jahangirpuri Clash) ।

5. Medieval barbarism in Dattapukur : মধ্যযুগীয় বর্বরতা ! পরকীয়ার অভিযোগে মারধর, কেটে নেওয়া হল চুল

বিশ্বজিৎ সাহা নামে ওই ব‍্যক্তির সঙ্গে পাশের পাড়ারই এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠেছিল । এই নিয়ে বেশ কিছুদিন ধরেই কানাঘুষো চলছিল এলাকায় । শেষপর্যন্ত মঙ্গলবার রাতে ওই মহিলার বাড়িতেই আপত্তিকর অবস্থায় ধরা হয় দু'জনকে । স্বামীর সঙ্গে ওই মহিলাকেও মারধর শুরু করে বিশ্বজিতের স্ত্রী, সঙ্গ দেন পাড়ার মহিলারা (Couple get beaten in allegation of Extramarital Affair) ।

6. Adhir on CBI Probe : হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি অধীরের

বুধবার বীরভূমের শান্তিনিকেতনে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury visits Rape Victim's Family at Shantiniketan) ৷ সেখানে তিনি দেখা করেন নির্যাতনের শিকার এক নাবালিকা ও তার পরিবারের সঙ্গে ৷ তার পর তিনি তোপ দাগেন তৃণমূলের বিরুদ্ধে (Adhir Slams TMC) ৷

7. Mamata at BGBS 2022 : একি বললেন মুখ্যমন্ত্রী ! প্রীতিলতা ওয়াদ্দেদার হয়ে গেলেন প্রীতিলতা জোয়ারদার

আজ, বুধবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হল বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন (Bengal Global Business Summit) ৷ সেখানে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের শিল্পপতিরা ৷ তাঁদের সামনেই বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের নাম বলতে গিয়ে ভুল করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷

8. Mamata's Message to Dhankhar at BGBS 2022 : শিল্পপতিদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্তা যেন না হয়, রাজ্যপালকে বার্তা মুখ্যমন্ত্রীর

আজ, বুধবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হল বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন (Bengal Global Business Summit) ৷ সেখানে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের শিল্পপতিরা ৷ তাঁদের সামনে বাংলার শিল্পক্ষেত্রে কেন্দ্রীয় সাহায্য আনার দায়িত্ব রাজ্যপালকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷

9. IPL 2022 : পঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামার আগে দিল্লি শিবিরে ফের কোভিডের হানা

দিল্লি স্কোয়াডে কোভিড সংক্রমণের তালিকায় নয়া সংযোজন কিউয়ি স্টাম্পার-ব্যাটার টিম সেইফার্ট ৷ যদিও দলের বাকিরা সুস্থ থাকায় বুধবার সন্ধেয় পূর্ব নির্ধারিত সূচি মেনেই খেলা হবে বলে জানা যাচ্ছে (DC to play against PBKS today at Brabourne stadium) ৷

10. Shastri on Virat : ‘মানসিকভাবে ক্লান্ত বিরাটের বিশ্রামের প্রয়োজন’, ব্যাড প্যাচ কাটাতে দাওয়াই শাস্ত্রীর

সমস্ত ফরম্যাট মিলিয়ে শেষ 100 ম্যাচে সেঞ্চুরিহীন বিরাট ৷ রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে 7 ম্যাচের মাত্র দু'টি ইনিংসে 40 পেরিয়েছে বিরাটের রান ৷ দেশের অন্যতম সেরা ব্যাটারের এই ব্যাড প্যাচের কারণ হিসেবে মানসিক ক্লান্তিকেই দুষলেন রবি শাস্ত্রী (Ravi Shastri on Virat Kohli ) ৷

1. Anubrata Mandal Health Problem: বুকে ব্যথা কিছুতেই কমছে না অনুব্রতর, পাঠানো হল রামরিক হাসপাতালে

এসএসকেএম থেকে অ্যানেক্স রামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হল অনুব্রত মণ্ডলকে (Anubrata Health Problem) । চিকিৎসকেরা জানালেন, তাঁর বুকের ব্যথা এখনও কমছে না ৷

2. Dilip's Remarks about Mamata : চাঁদে আর বাঁদরে ! মোদির সঙ্গে তুলনা করতে গিয়ে মমতাকে কটাক্ষ দিলীপের

বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ সেখানেই তিনি মুখ্যমন্ত্রীকে কার্যত বাঁদর বলে কটাক্ষ করেন (Dilip Ghosh Makes Derogatory Remarks About Mamata Banerjee) ৷

3. Adani at BGBS 2022 : বাংলায় 25 হাজার কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি আদানির

নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আজ বুধবার শুরু হল বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন (Bengal Global Business Summit) ৷ সেখানে প্রথমবার হাজির ছিলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি (Gautam Adani) ৷

4. Bengal Connection in Jahangirpuri Clash : নাম জড়াল বঙ্গের দুই যুবকের, জাহাঙ্গিরপুরী হিংসার শিকড় খুঁজতে সুতাহাটায় তদন্তকারীরা

জাহাঙ্গিরপুরীতে হিংসার ঘটনায় ইতিমধ্যেই প্রায় 20 জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷ ধৃতদের মধ্যে রয়েছে বাংলার দুই যুবকও ৷ পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলার আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে (Delhi Jahangirpuri Clash) ।

5. Medieval barbarism in Dattapukur : মধ্যযুগীয় বর্বরতা ! পরকীয়ার অভিযোগে মারধর, কেটে নেওয়া হল চুল

বিশ্বজিৎ সাহা নামে ওই ব‍্যক্তির সঙ্গে পাশের পাড়ারই এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠেছিল । এই নিয়ে বেশ কিছুদিন ধরেই কানাঘুষো চলছিল এলাকায় । শেষপর্যন্ত মঙ্গলবার রাতে ওই মহিলার বাড়িতেই আপত্তিকর অবস্থায় ধরা হয় দু'জনকে । স্বামীর সঙ্গে ওই মহিলাকেও মারধর শুরু করে বিশ্বজিতের স্ত্রী, সঙ্গ দেন পাড়ার মহিলারা (Couple get beaten in allegation of Extramarital Affair) ।

6. Adhir on CBI Probe : হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি অধীরের

বুধবার বীরভূমের শান্তিনিকেতনে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury visits Rape Victim's Family at Shantiniketan) ৷ সেখানে তিনি দেখা করেন নির্যাতনের শিকার এক নাবালিকা ও তার পরিবারের সঙ্গে ৷ তার পর তিনি তোপ দাগেন তৃণমূলের বিরুদ্ধে (Adhir Slams TMC) ৷

7. Mamata at BGBS 2022 : একি বললেন মুখ্যমন্ত্রী ! প্রীতিলতা ওয়াদ্দেদার হয়ে গেলেন প্রীতিলতা জোয়ারদার

আজ, বুধবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হল বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন (Bengal Global Business Summit) ৷ সেখানে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের শিল্পপতিরা ৷ তাঁদের সামনেই বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের নাম বলতে গিয়ে ভুল করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷

8. Mamata's Message to Dhankhar at BGBS 2022 : শিল্পপতিদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্তা যেন না হয়, রাজ্যপালকে বার্তা মুখ্যমন্ত্রীর

আজ, বুধবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হল বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন (Bengal Global Business Summit) ৷ সেখানে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের শিল্পপতিরা ৷ তাঁদের সামনে বাংলার শিল্পক্ষেত্রে কেন্দ্রীয় সাহায্য আনার দায়িত্ব রাজ্যপালকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷

9. IPL 2022 : পঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামার আগে দিল্লি শিবিরে ফের কোভিডের হানা

দিল্লি স্কোয়াডে কোভিড সংক্রমণের তালিকায় নয়া সংযোজন কিউয়ি স্টাম্পার-ব্যাটার টিম সেইফার্ট ৷ যদিও দলের বাকিরা সুস্থ থাকায় বুধবার সন্ধেয় পূর্ব নির্ধারিত সূচি মেনেই খেলা হবে বলে জানা যাচ্ছে (DC to play against PBKS today at Brabourne stadium) ৷

10. Shastri on Virat : ‘মানসিকভাবে ক্লান্ত বিরাটের বিশ্রামের প্রয়োজন’, ব্যাড প্যাচ কাটাতে দাওয়াই শাস্ত্রীর

সমস্ত ফরম্যাট মিলিয়ে শেষ 100 ম্যাচে সেঞ্চুরিহীন বিরাট ৷ রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে 7 ম্যাচের মাত্র দু'টি ইনিংসে 40 পেরিয়েছে বিরাটের রান ৷ দেশের অন্যতম সেরা ব্যাটারের এই ব্যাড প্যাচের কারণ হিসেবে মানসিক ক্লান্তিকেই দুষলেন রবি শাস্ত্রী (Ravi Shastri on Virat Kohli ) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.