ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - 9 টার সেরা 10 খবর

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP 9
TOP 9
author img

By

Published : Feb 28, 2021, 9:00 PM IST

1.আব্বাস-অধীরের স্নায়ুযুদ্ধ, জোটের আকাশে কালো মেঘ নিয়ে শেষ হল বামেদের ব্রিগেড

আব্বাস মঞ্চে উঠতেই আলিঙ্গন করলেন মহম্মদ সেলিম । এগিয়ে এলেন সূর্যকান্ত মিশ্র । আর এদিকে অধীর চৌধুরী আব্বাসকে দেখে বক্তৃতা থামালেন । বক্তব্য ছেড়ে চলে যেতে চাইলেন । এই সবের পর, একটা প্রশ্নই ঘোরাফেরা করছে । এই জোট টিকবে তো ?

2.ব্রিগেডের মঞ্চে তরুণ প্রজন্মকে ‘সূত্রধর’ হিসেবে এগিয়ে দিল বামফ্রন্ট

রবিবার কলকাতায় বামফ্রন্ট ও কংগ্রেস, আইএসএফের ডাকে ব্রিগেড সমাবেশে সিনিয়র নেতাদের বক্তৃতা দিতে গেল৷ আর বামফ্রন্টের তরুণ প্রজন্মকে দেখা গেল ‘সূত্রধর’ হিসেবে৷ পরবর্তী বক্তার নাম ঘোষণা করতে এসে, তাঁরাও কিছুটা বক্তৃতা দিলেন ৷

3.জোট নিয়ে কংগ্রেস কি আন্তরিক, নেতাদের আচরণে উঠছে প্রশ্ন

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আব্বাস সিদ্দিকি আসতেই হইচই পড়ল ব্রিগেডে ৷ বক্তৃতা থামিয়ে ডায়াস থেকে সরে যাচ্ছিলেন ‘বিরক্ত’ অধীর চৌধুরী ৷ পরে আব্বাসও কংগ্রেসকে মঞ্চ থেকে কড়াবার্তা দিলেন ৷ পরে অবশ্য সবপক্ষই বোঝাতে চাইলেন যে জোটের দেওয়ালে কোনও ফাটল নেই ৷ তার পরও প্রশ্ন উঠছে যে জোট নিয়ে কংগ্রেস কি আন্তরিক ?

4.ঝড় উঠেছে, এটাকে ধরে রাখতে হবে; ব্রিগেড থেকে বার্তা দেবলীনা হেমব্রমের

ব্রিগেড সমাবেশ । বাংলার রাজনীতিতে ব্রিগেড যেন শক্তি পরীক্ষার লড়াই । এ শুধুমাত্র কোনও রাজনৈতিক সভা নয়.. এ এক কার্নিভাল । সামনেই একুশের ভোট । তার আগে প্রথম ব্রিগেড সমাবেশ বামফ্রন্ট ও কংগ্রেসের । ছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আব্বাস সিদ্দিকীও ।

5.ক্ষমতা হারানোর দশ বছর পরেও লাল পতাকায় মুড়ল ব্রিগেড

আজ সকাল থেকেই কলকাতার বিভিন্ন প্রান্ত ছেয়ে গিয়েছিল লাল পতাকায় । ব্রিগেডের মাঠেও আজ যে ভিড় হয়েছিল, তা নিঃসন্দেহে ভোটের ময়দানে বাড়তি অক্সিজেন দেবে দশ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বামফ্রন্টকে ।

6.ব্রিগেড থেকে বাম শরিকদের সর্বশক্তি দিয়ে সমর্থনের ঘোষণা আব্বাসের

বাংলার যেখানে যেখানে বাম শরিকরা প্রার্থী হবেন, সেখানেই তাদের জেতাতে সর্বশক্তি প্রয়োগ করবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ৷ রবিবার ব্রিগেড সভামঞ্চ থেকে এই স্পষ্টভাষায় তা জানিয়ে দিলেন দলের নেতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ৷

7.একদিকে দলবদলের লড়াই, এখানে দিনবদলের লড়াই : মহম্মদ সেলিম

‘‘মইদুলকে খুন করে পার পাবে না ৷’’ ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম৷ একই সঙ্গে নাম না করে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতাদেরও হুঁশিয়ারি দিলেন ৷ তাঁর কটাক্ষ, ‘‘একদিকে দলবদলের লড়াই ৷ অন্যদিকে দিনবদলের লড়াই ৷’’

8.তৃণমূল মানে এখন তোড়ো-মারো-কাটো : শিবরাজ সিং চৌহান

সস্ত্রীক দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ মন্দির থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন তিনি ৷ বলেন, "টিএমসি মানে হল তোড়ো, মারো, কাটো ৷ বিজেপির কর্মী সমর্থকরা খুন হচ্ছেন ৷ 130 জন কর্মীকে খুন করা হয়েছে ৷" তাঁর অভিযোগ, "প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলি এ রাজ্যে চালু করতে দেয়নি । মানুষই এর জবাব দেবে ।"

9.ভালো পারফরম্যান্সের সুফল, টেস্ট র‍্যাঙ্কিংয়ে পূজারাকে ছাড়িয়ে গেলেন রোহিত

ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সাদা জার্সিতে ফর্মে রয়েছেন হিটম্যান ৷ চেন্নাইয়ে জো রুটদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে 161 রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন ৷

10.বাবা-মায়ের বিচ্ছেদ দেখা তাব্বুর জীবনেও একাধিক হার্টব্রেক, প্রতিফলন অভিনয়ে

জামাল হাসমি আর রিজ়োয়ানার মেয়ে তাবাস্সুম হাসমি । চেনা গেল না বোধহয় ! এই তাবাস্সুমই আমাদের সবার পরিচিত তাব্বু । মাত্র তিন বছর বয়সে তাব্বুর বাবা-মায়ের ডিভোর্স হয়ে যায় । তারপর থেকে হায়দরাবাদে দাদু-দিদার কাছে থাকতেন তিনি ।

1.আব্বাস-অধীরের স্নায়ুযুদ্ধ, জোটের আকাশে কালো মেঘ নিয়ে শেষ হল বামেদের ব্রিগেড

আব্বাস মঞ্চে উঠতেই আলিঙ্গন করলেন মহম্মদ সেলিম । এগিয়ে এলেন সূর্যকান্ত মিশ্র । আর এদিকে অধীর চৌধুরী আব্বাসকে দেখে বক্তৃতা থামালেন । বক্তব্য ছেড়ে চলে যেতে চাইলেন । এই সবের পর, একটা প্রশ্নই ঘোরাফেরা করছে । এই জোট টিকবে তো ?

2.ব্রিগেডের মঞ্চে তরুণ প্রজন্মকে ‘সূত্রধর’ হিসেবে এগিয়ে দিল বামফ্রন্ট

রবিবার কলকাতায় বামফ্রন্ট ও কংগ্রেস, আইএসএফের ডাকে ব্রিগেড সমাবেশে সিনিয়র নেতাদের বক্তৃতা দিতে গেল৷ আর বামফ্রন্টের তরুণ প্রজন্মকে দেখা গেল ‘সূত্রধর’ হিসেবে৷ পরবর্তী বক্তার নাম ঘোষণা করতে এসে, তাঁরাও কিছুটা বক্তৃতা দিলেন ৷

3.জোট নিয়ে কংগ্রেস কি আন্তরিক, নেতাদের আচরণে উঠছে প্রশ্ন

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আব্বাস সিদ্দিকি আসতেই হইচই পড়ল ব্রিগেডে ৷ বক্তৃতা থামিয়ে ডায়াস থেকে সরে যাচ্ছিলেন ‘বিরক্ত’ অধীর চৌধুরী ৷ পরে আব্বাসও কংগ্রেসকে মঞ্চ থেকে কড়াবার্তা দিলেন ৷ পরে অবশ্য সবপক্ষই বোঝাতে চাইলেন যে জোটের দেওয়ালে কোনও ফাটল নেই ৷ তার পরও প্রশ্ন উঠছে যে জোট নিয়ে কংগ্রেস কি আন্তরিক ?

4.ঝড় উঠেছে, এটাকে ধরে রাখতে হবে; ব্রিগেড থেকে বার্তা দেবলীনা হেমব্রমের

ব্রিগেড সমাবেশ । বাংলার রাজনীতিতে ব্রিগেড যেন শক্তি পরীক্ষার লড়াই । এ শুধুমাত্র কোনও রাজনৈতিক সভা নয়.. এ এক কার্নিভাল । সামনেই একুশের ভোট । তার আগে প্রথম ব্রিগেড সমাবেশ বামফ্রন্ট ও কংগ্রেসের । ছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আব্বাস সিদ্দিকীও ।

5.ক্ষমতা হারানোর দশ বছর পরেও লাল পতাকায় মুড়ল ব্রিগেড

আজ সকাল থেকেই কলকাতার বিভিন্ন প্রান্ত ছেয়ে গিয়েছিল লাল পতাকায় । ব্রিগেডের মাঠেও আজ যে ভিড় হয়েছিল, তা নিঃসন্দেহে ভোটের ময়দানে বাড়তি অক্সিজেন দেবে দশ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বামফ্রন্টকে ।

6.ব্রিগেড থেকে বাম শরিকদের সর্বশক্তি দিয়ে সমর্থনের ঘোষণা আব্বাসের

বাংলার যেখানে যেখানে বাম শরিকরা প্রার্থী হবেন, সেখানেই তাদের জেতাতে সর্বশক্তি প্রয়োগ করবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ৷ রবিবার ব্রিগেড সভামঞ্চ থেকে এই স্পষ্টভাষায় তা জানিয়ে দিলেন দলের নেতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ৷

7.একদিকে দলবদলের লড়াই, এখানে দিনবদলের লড়াই : মহম্মদ সেলিম

‘‘মইদুলকে খুন করে পার পাবে না ৷’’ ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম৷ একই সঙ্গে নাম না করে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতাদেরও হুঁশিয়ারি দিলেন ৷ তাঁর কটাক্ষ, ‘‘একদিকে দলবদলের লড়াই ৷ অন্যদিকে দিনবদলের লড়াই ৷’’

8.তৃণমূল মানে এখন তোড়ো-মারো-কাটো : শিবরাজ সিং চৌহান

সস্ত্রীক দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ মন্দির থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন তিনি ৷ বলেন, "টিএমসি মানে হল তোড়ো, মারো, কাটো ৷ বিজেপির কর্মী সমর্থকরা খুন হচ্ছেন ৷ 130 জন কর্মীকে খুন করা হয়েছে ৷" তাঁর অভিযোগ, "প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলি এ রাজ্যে চালু করতে দেয়নি । মানুষই এর জবাব দেবে ।"

9.ভালো পারফরম্যান্সের সুফল, টেস্ট র‍্যাঙ্কিংয়ে পূজারাকে ছাড়িয়ে গেলেন রোহিত

ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সাদা জার্সিতে ফর্মে রয়েছেন হিটম্যান ৷ চেন্নাইয়ে জো রুটদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে 161 রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন ৷

10.বাবা-মায়ের বিচ্ছেদ দেখা তাব্বুর জীবনেও একাধিক হার্টব্রেক, প্রতিফলন অভিনয়ে

জামাল হাসমি আর রিজ়োয়ানার মেয়ে তাবাস্সুম হাসমি । চেনা গেল না বোধহয় ! এই তাবাস্সুমই আমাদের সবার পরিচিত তাব্বু । মাত্র তিন বছর বয়সে তাব্বুর বাবা-মায়ের ডিভোর্স হয়ে যায় । তারপর থেকে হায়দরাবাদে দাদু-দিদার কাছে থাকতেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.