ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news@7pm
টপ নিউজ় @ সন্ধে 7 টা
author img

By

Published : Oct 3, 2021, 7:03 PM IST

1.2011-র রেকর্ড ভেঙে ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক মমতার

2011 সালে ভবানীপুরের উপনির্বাচনে 73 হাজার 635 ভোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভোটের ব্য়বধানে ছিল 54 হাজার 213 ৷ এবার তিনি জিতলেন 58 হাজার 832 ভোটে ৷

2.ভবানীপুরে জিতে ভারতের পথে আরও একধাপ মমতার

বিধানসভা নির্বাচনে তৃণমূল ডাবল সেঞ্চুরি করে ৷ তার পর দেশজুড়ে বিজেপি বিরোধিতায় সুর চড়িয়েছে তারা ৷ ভবানীপুরে মমতার জয় সেই বিজেপি-বিরোধিতাকে আরও অক্সিজেন দিল বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের ৷

3.আরিয়ান ড্রাগ নিলে বা সেক্স করলে আপত্তি নেই; ছেলে জন্মানোর পর বলেছিলেন শাহরুখ

আরিয়ান (Aryan Khan) ড্রাগ নিলে বা সেক্স করলে তাঁর কোনও আপত্তি নেই ৷ 23 বছর আগে ছেলে জন্মানোর পর গৌরীকে সামনে বসিয়ে রসিকতার ছলে এ কথা বলেছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)৷ তাঁর সেই মন্তব্যের ভিডিয়োই আজ ভাইরাল নেট মাধ্যমে ৷

4.নির্বাচনে লড়ার জন্য সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থীকে ধন্যবাদ অধীরের

সামশেরগঞ্জেও জিতেছে তৃণমূল ৷ এদিন অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ভোটের ফলাফলের প্রতিক্রিয়ায় জানালেন, জেলায় গত প্রায় সবক'টি নির্বাচনে তৃণমূলে জিতেছে ৷ তার মধ্যেও সামশেরগঞ্জে কংগ্রেসের প্রার্থী ভোটে দাঁড়িয়েছেন ৷ নির্বাচনে লড়েছেন ৷ তার জন্যই তিনি প্রার্থী জইদুর রহমানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি ভবানীপুরে মাত্র 53 শতাংশ ভোট পড়ায় তাঁর মত, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সেখানকার মানুষের উচ্ছ্বাস ততটা নেই ৷ তাহলে তার প্রতিফলন ভোটদানের ক্ষেত্রেও পাওয়া যেত ৷

5.প্রার্থী শ্রীজীব-পার্টি নির্জীব, সিপিএমকে কটাক্ষ কুণালের

ভবানীপুর বিধানসভার উপনির্বাচনের ফল নিয়ে সিপিএমকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ অন্যদিকে ভোটে হেরে সিপিএমের শ্রীজীব বিশ্বাস জানালেন, মানুষের পাশেই থাকছেন তাঁরা ৷

6.মাদক মামলায় গ্রেফতার শাহরুখ-পুত্র আরিয়ান

গ্রেফতার হলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান (Aryan Khan) ৷ মাদক মামলায় দীর্ঘক্ষণ জেরা করার পর তাঁকে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ প্রমোদ তরীতে মাদক পার্টিতে হানা দিয়ে 2 মহিলা-সহ 8 জনকে গ্রেফতার করেছিল এনসিবি ৷

7.সোশ্যালে স্টার কিড আরিয়ানকে তুলোধোনা, খলনায়ক শাহরুখ

মাদক মামলায় (Drugs Party) আটক হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং আরিয়ান খান (Aryan Khan)৷ তাঁকে ও তাঁর বাবা শাহরুখ খানকে (Shah Rukh Khan) নেট নাগরিকদের ট্রোলের মুখে পড়তে হয়েছে ৷

8.পদ বাঁচাতে মমতাকে জিততে সাহায্য করেছেন শুভেন্দু : সৌমেন মহাপাত্র

ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্য়োপাধ্যায়ের জয়ের পরেই, শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র ৷ কটাক্ষের সুরে বললেন, নিজের বিরোধী দলনেতার পদ বাঁচাতেই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে দিয়েছেন শুভেন্দু ৷

9.নিজের মেয়েকেই চাইল ভবানীপুর

গত 30 সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভায় উপ-নির্বাচন হয় ৷ ভোটের হার ছিল প্রায় 57 শতাংশ ৷ রবিবার ইভিএম খুলতে দেখা গেল অধিকাংশ ভোট গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতেই ৷

10.চার কেন্দ্রে প্রার্থী ঘোষণা তৃণমূলের

নিজে ভোটে জেতার পর তিন কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ দিনহাটায় উদয়ন গুহ (Udayan Guha), খড়দায় শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) এবং শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামীর নাম ঘোষণা করেন ৷ পরে তৃণমূলের তরফে গোসাবা কেন্দ্রে সুব্রত মণ্ডলের নাম ঘোষণা করা হল ৷

1.2011-র রেকর্ড ভেঙে ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক মমতার

2011 সালে ভবানীপুরের উপনির্বাচনে 73 হাজার 635 ভোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভোটের ব্য়বধানে ছিল 54 হাজার 213 ৷ এবার তিনি জিতলেন 58 হাজার 832 ভোটে ৷

2.ভবানীপুরে জিতে ভারতের পথে আরও একধাপ মমতার

বিধানসভা নির্বাচনে তৃণমূল ডাবল সেঞ্চুরি করে ৷ তার পর দেশজুড়ে বিজেপি বিরোধিতায় সুর চড়িয়েছে তারা ৷ ভবানীপুরে মমতার জয় সেই বিজেপি-বিরোধিতাকে আরও অক্সিজেন দিল বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের ৷

3.আরিয়ান ড্রাগ নিলে বা সেক্স করলে আপত্তি নেই; ছেলে জন্মানোর পর বলেছিলেন শাহরুখ

আরিয়ান (Aryan Khan) ড্রাগ নিলে বা সেক্স করলে তাঁর কোনও আপত্তি নেই ৷ 23 বছর আগে ছেলে জন্মানোর পর গৌরীকে সামনে বসিয়ে রসিকতার ছলে এ কথা বলেছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)৷ তাঁর সেই মন্তব্যের ভিডিয়োই আজ ভাইরাল নেট মাধ্যমে ৷

4.নির্বাচনে লড়ার জন্য সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থীকে ধন্যবাদ অধীরের

সামশেরগঞ্জেও জিতেছে তৃণমূল ৷ এদিন অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ভোটের ফলাফলের প্রতিক্রিয়ায় জানালেন, জেলায় গত প্রায় সবক'টি নির্বাচনে তৃণমূলে জিতেছে ৷ তার মধ্যেও সামশেরগঞ্জে কংগ্রেসের প্রার্থী ভোটে দাঁড়িয়েছেন ৷ নির্বাচনে লড়েছেন ৷ তার জন্যই তিনি প্রার্থী জইদুর রহমানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি ভবানীপুরে মাত্র 53 শতাংশ ভোট পড়ায় তাঁর মত, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সেখানকার মানুষের উচ্ছ্বাস ততটা নেই ৷ তাহলে তার প্রতিফলন ভোটদানের ক্ষেত্রেও পাওয়া যেত ৷

5.প্রার্থী শ্রীজীব-পার্টি নির্জীব, সিপিএমকে কটাক্ষ কুণালের

ভবানীপুর বিধানসভার উপনির্বাচনের ফল নিয়ে সিপিএমকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ অন্যদিকে ভোটে হেরে সিপিএমের শ্রীজীব বিশ্বাস জানালেন, মানুষের পাশেই থাকছেন তাঁরা ৷

6.মাদক মামলায় গ্রেফতার শাহরুখ-পুত্র আরিয়ান

গ্রেফতার হলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান (Aryan Khan) ৷ মাদক মামলায় দীর্ঘক্ষণ জেরা করার পর তাঁকে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ প্রমোদ তরীতে মাদক পার্টিতে হানা দিয়ে 2 মহিলা-সহ 8 জনকে গ্রেফতার করেছিল এনসিবি ৷

7.সোশ্যালে স্টার কিড আরিয়ানকে তুলোধোনা, খলনায়ক শাহরুখ

মাদক মামলায় (Drugs Party) আটক হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং আরিয়ান খান (Aryan Khan)৷ তাঁকে ও তাঁর বাবা শাহরুখ খানকে (Shah Rukh Khan) নেট নাগরিকদের ট্রোলের মুখে পড়তে হয়েছে ৷

8.পদ বাঁচাতে মমতাকে জিততে সাহায্য করেছেন শুভেন্দু : সৌমেন মহাপাত্র

ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্য়োপাধ্যায়ের জয়ের পরেই, শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র ৷ কটাক্ষের সুরে বললেন, নিজের বিরোধী দলনেতার পদ বাঁচাতেই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে দিয়েছেন শুভেন্দু ৷

9.নিজের মেয়েকেই চাইল ভবানীপুর

গত 30 সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভায় উপ-নির্বাচন হয় ৷ ভোটের হার ছিল প্রায় 57 শতাংশ ৷ রবিবার ইভিএম খুলতে দেখা গেল অধিকাংশ ভোট গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতেই ৷

10.চার কেন্দ্রে প্রার্থী ঘোষণা তৃণমূলের

নিজে ভোটে জেতার পর তিন কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ দিনহাটায় উদয়ন গুহ (Udayan Guha), খড়দায় শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) এবং শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামীর নাম ঘোষণা করেন ৷ পরে তৃণমূলের তরফে গোসাবা কেন্দ্রে সুব্রত মণ্ডলের নাম ঘোষণা করা হল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.