ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা - টপ নিউজ় @ সন্ধে 7 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS @ 7 PM
টপ নিউজ় @ সন্ধে 7 টা
author img

By

Published : Aug 19, 2021, 7:02 PM IST

1) সংগঠনের রদবদলে তৃণমূল কংগ্রেসে কি কোনও পরিবর্তন হবে ?

বিধানসভা ভোটে জয়ের পর এবারে সংগঠনে রদবদল করছে তৃণমূল কংগ্রেস ৷ চালু হয়েছে এক নেতা, এক পদ নীতি ৷ তাতে কি কোনও বদল হবে শাসক দলের অন্দরে, উঠছে প্রশ্ন ৷

2) সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট ফাইল করলেন মূল মামলাকারী

বিধানসভা ভোটের পর রাজ্যজুড়ে ঘটা রাজনৈতিক হিংসা খতিয়ে দেখতে এবং সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে প্রথম মামলা করেছিলেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস । পরে একই দাবিতে একাধিক মামলা দায়ের হয়েছে ।

3) কাঁটাতারের উপর দিয়ে সন্তানকে বিমানবন্দরে ছুড়ে দিচ্ছেন মা, সেনার চোখেও জল

সন্তানকে তালিবানি শাসন থেকে বাঁচাতে আফগান মায়েদের মরিয়া চেষ্টা ৷ বিমানবন্দরের কাঁটাতারের উপর দিয়ে নিজের সন্তানকে 'নিপারদ' আশ্রয়ে ছুড়ে দিতে দেখা গেল তাঁদের ৷

4) অপেক্ষা করেও দেখা পাননি মুখ্যমন্ত্রীর, পদকের ছটায় অবহেলা মুছতে চান সাকিনা

বসিরহাটের সাকিনার খেলোয়াড়ি জীবনের শুরুটা হয়েছিল সাঁতার দিয়ে ৷ সেখানেও সাফল্য পেয়ে পৌঁছে গিয়েছিলেন কমনওয়েলথ গেমসের শিবিরে । কিন্তু শেষ পর্যন্ত দরজা খোলেনি ৷

5) 250 নারায়ণী সেনা গ্রেফতার, নিশীথের বিরুদ্ধে মামলা রুজু

পুলিশের উপর আক্রমণ, সরকারি সম্পত্তি ভাঙচুর, জাতীয় সড়ক অবরোধ, কোভিডবিধি ভাঙা-সহ একাধিক অভিযোগে মামলা রুজু হয়েছে । ময়নাগুড়িতে থানার বাইরে 200 মিটার এলাকা ও ময়নাগুড়ি বাজারে 144 ধারা জারি করল প্রশাসন ।

6) দিদির উপর ভরসা করলে তালিবানের গুলি খেতে হবে, বিস্ফোরক দিলীপ

"একমাত্র মোদির দ্বারাই সম্ভব ৷ দিদির উপর ভরসা করলেই তালিবানের গুলি খেয়ে মরতে হবে ৷" বৃহস্পতিবার সকালে দলীয় কর্মসূচিতে বের হন বিজেপির রাজ্যে সভাপতি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি ৷

7) স্বামীকে ছেড়ে বিজেপি বিধায়কের দ্বিতীয় বিয়ে ? বিরোধীদের অপপ্রচার, অভিযোগ চন্দনার

বাঁকুড়ার শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি ৷ বিজেপির টিকিটে লড়ে তিনি ভোটে জিতেছেন ৷ সেই চন্দনার দ্বিতীয় বিয়ের অভিযোগ ঘিরে বৃহস্পতিবার সরগরম বাঁকুড়া ৷

8) নালার জলে ভেসে যাওয়া হস্তিশাবককে উদ্ধার বনকর্মীদের

খাবারের সন্ধানে রেতীর জঙ্গল থেকে মরাঘাট জঙ্গলে যাচ্ছিল 15টি হাতির দল ৷ পথেই পড়ে হাতিনালা ক্যানেল ৷ বড় হাতিরা ক্যানেল অনায়াসে পার হলেও নালার জলে আটকে যায় দলের থাকা দুটি হস্তিশাবক ৷ হাতির দল একটি শাবককে উদ্ধার করতে পারলেও প্রায় 500 মিটার ভেসে যায় অন্যটি ৷

9) হাইকোর্টের রায়ে উচ্ছ্বসিত বিজেপি, সাবধানী তৃণমূল

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ এই রায়ে স্বাভাবিক ভাবেই খুশি বিজেপি শিবির ৷ শাসকদলের নেতারা রায়ের প্রতিক্রিয়া দিলেন খুব সাবধানে ৷ তবে মন্তব্য করব না বলেও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) অভিযোগ, এনএইচআরসি'র রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ৷

10) মিলল না মুক্তি, মাদক মামলায় ফের হেফাজতে পরীমণি

মুক্তি মিলল না আজও ৷ মাদক মামলায় (Drug Case) পরীমণিকে (Pori Moni) ফের একদিনের রিমান্ডে (One-day Remand) পাঠিয়েছে ঢাকার আদালত ৷

1) সংগঠনের রদবদলে তৃণমূল কংগ্রেসে কি কোনও পরিবর্তন হবে ?

বিধানসভা ভোটে জয়ের পর এবারে সংগঠনে রদবদল করছে তৃণমূল কংগ্রেস ৷ চালু হয়েছে এক নেতা, এক পদ নীতি ৷ তাতে কি কোনও বদল হবে শাসক দলের অন্দরে, উঠছে প্রশ্ন ৷

2) সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট ফাইল করলেন মূল মামলাকারী

বিধানসভা ভোটের পর রাজ্যজুড়ে ঘটা রাজনৈতিক হিংসা খতিয়ে দেখতে এবং সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে প্রথম মামলা করেছিলেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস । পরে একই দাবিতে একাধিক মামলা দায়ের হয়েছে ।

3) কাঁটাতারের উপর দিয়ে সন্তানকে বিমানবন্দরে ছুড়ে দিচ্ছেন মা, সেনার চোখেও জল

সন্তানকে তালিবানি শাসন থেকে বাঁচাতে আফগান মায়েদের মরিয়া চেষ্টা ৷ বিমানবন্দরের কাঁটাতারের উপর দিয়ে নিজের সন্তানকে 'নিপারদ' আশ্রয়ে ছুড়ে দিতে দেখা গেল তাঁদের ৷

4) অপেক্ষা করেও দেখা পাননি মুখ্যমন্ত্রীর, পদকের ছটায় অবহেলা মুছতে চান সাকিনা

বসিরহাটের সাকিনার খেলোয়াড়ি জীবনের শুরুটা হয়েছিল সাঁতার দিয়ে ৷ সেখানেও সাফল্য পেয়ে পৌঁছে গিয়েছিলেন কমনওয়েলথ গেমসের শিবিরে । কিন্তু শেষ পর্যন্ত দরজা খোলেনি ৷

5) 250 নারায়ণী সেনা গ্রেফতার, নিশীথের বিরুদ্ধে মামলা রুজু

পুলিশের উপর আক্রমণ, সরকারি সম্পত্তি ভাঙচুর, জাতীয় সড়ক অবরোধ, কোভিডবিধি ভাঙা-সহ একাধিক অভিযোগে মামলা রুজু হয়েছে । ময়নাগুড়িতে থানার বাইরে 200 মিটার এলাকা ও ময়নাগুড়ি বাজারে 144 ধারা জারি করল প্রশাসন ।

6) দিদির উপর ভরসা করলে তালিবানের গুলি খেতে হবে, বিস্ফোরক দিলীপ

"একমাত্র মোদির দ্বারাই সম্ভব ৷ দিদির উপর ভরসা করলেই তালিবানের গুলি খেয়ে মরতে হবে ৷" বৃহস্পতিবার সকালে দলীয় কর্মসূচিতে বের হন বিজেপির রাজ্যে সভাপতি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি ৷

7) স্বামীকে ছেড়ে বিজেপি বিধায়কের দ্বিতীয় বিয়ে ? বিরোধীদের অপপ্রচার, অভিযোগ চন্দনার

বাঁকুড়ার শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি ৷ বিজেপির টিকিটে লড়ে তিনি ভোটে জিতেছেন ৷ সেই চন্দনার দ্বিতীয় বিয়ের অভিযোগ ঘিরে বৃহস্পতিবার সরগরম বাঁকুড়া ৷

8) নালার জলে ভেসে যাওয়া হস্তিশাবককে উদ্ধার বনকর্মীদের

খাবারের সন্ধানে রেতীর জঙ্গল থেকে মরাঘাট জঙ্গলে যাচ্ছিল 15টি হাতির দল ৷ পথেই পড়ে হাতিনালা ক্যানেল ৷ বড় হাতিরা ক্যানেল অনায়াসে পার হলেও নালার জলে আটকে যায় দলের থাকা দুটি হস্তিশাবক ৷ হাতির দল একটি শাবককে উদ্ধার করতে পারলেও প্রায় 500 মিটার ভেসে যায় অন্যটি ৷

9) হাইকোর্টের রায়ে উচ্ছ্বসিত বিজেপি, সাবধানী তৃণমূল

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ এই রায়ে স্বাভাবিক ভাবেই খুশি বিজেপি শিবির ৷ শাসকদলের নেতারা রায়ের প্রতিক্রিয়া দিলেন খুব সাবধানে ৷ তবে মন্তব্য করব না বলেও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) অভিযোগ, এনএইচআরসি'র রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ৷

10) মিলল না মুক্তি, মাদক মামলায় ফের হেফাজতে পরীমণি

মুক্তি মিলল না আজও ৷ মাদক মামলায় (Drug Case) পরীমণিকে (Pori Moni) ফের একদিনের রিমান্ডে (One-day Remand) পাঠিয়েছে ঢাকার আদালত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.