ETV Bharat / bharat

টপ নিউজ় @ বিকেল 5 টা - top news@5pm

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news@5pm
টপ নিউজ় @ বিকেল 5 টা
author img

By

Published : Sep 30, 2021, 5:09 PM IST

1.ভবানীপুর মিত্র ইনস্ট্রিটিউশনের ভোট দিলেন মমতা

ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ এদিন তিনটের একটু পরে ভবানীপুরে মিত্র ইস্টিটিউশনে ভোট দিতে আসেন তিনি ৷ তাঁর ভোট প্রদান ঘিরে এদিন ভবানীপুরে সিআরপিএফের কড়া নিরাপত্তাবেষ্টনী ছিল ৷

2.ভবানীপুরে বিজেপির সব অভিযোগ খারিজ করল কমিশন

ভবানীপুর কেন্দ্রে (Bhabanipur By-poll) তৃণমূলের বিরুদ্ধে বিজেপির আনা 23টি অভিযোগই খারিজ করে দিলেন উপনির্বাচনী আধিকারিক দক্ষিণ (DEO South) অবনীন্দ্র সিং ৷ তিনি জানিয়েছে, সব অভিযোগ ভিত্তিহীন ৷

3.খালসা স্কুলে কেউ ভুয়ো ভোটার নন, ভোট দিয়ে বেরিয়ে বললেন ফিরহাদ

স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে ভোট দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) । এদিন দুপুর দুটো নাগাদ চেতলা বালিকা বিদ্যালয়ে 159 নম্বর বুথে ভোট দিতে যান মন্ত্রী ৷ ভোট দিয়ে বেরিয়ে এসে সাংবাদিক বৈঠক করেন । বলেন, "চেতনায় ভোট মানে উৎসব । মানুষ এখানে উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন ৷ বিজেপির তরফ থেকে যে অভিযোগগুলি করা হচ্ছে তার কোনও ভিত্তি নেই । এমন কোনও টুইট তিনি করেননি যা নির্বাচনের বিধি ভঙ্গ করে । তিনি কোনও ভোটারকে প্রভাবিত-ও করেননি । হ্যাশট্যাগ দেওয়া মানে তা বেশি সংখ্যায় মানুষের কাছে পৌঁছবে ৷ তবে তার মানে স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে ভোট দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) । এদিন দুপুর দুটো নাগাদ চেতলা বালিকা বিদ্যালয়ে 159 নম্বর বুথে ভোট দিতে যান মন্ত্রী ৷ ভোট দিয়ে বেরিয়ে এসে সাংবাদিক বৈঠক করেন । বলেন, "চেতলায় ভোট মানে উৎসব । মানুষ এখানে উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন ৷ বিজেপির তরফ থেকে যে অভিযোগগুলি করা হচ্ছে তার কোনও ভিত্তি নেই । এমন কোনও টুইট তিনি করেননি যা নির্বাচনের বিধিভঙ্গ করে । তিনি কোনও ভোটারকে প্রভাবিতও করেননি । হ্যাশট্যাগ দেওয়া মানে তা বেশি সংখ্যায় মানুষের কাছে পৌঁছবে ৷ তবে তার মানে ভোটারদের প্রভাবিত করা নয় । আসলে পরাজয়ের ভয়ে বিজেপি ও প্রিয়াঙ্কা টিবরেওয়াল এইসব অপপ্রচার করছে ।" খালসা স্কুলে ভুয়ো ভোটার প্রসঙ্গে ফিরহাদ বলেন, "যাঁদের ধরা হয়েছিল, তাঁরা কেউই ভুয়ো ভোটার নন । কর্মসূত্রে তাঁরা বাইরে থাকলেও তাঁরা এই কেন্দ্রের ভোটার । তাঁরা নিজেদের ভোট দিতে এসেছিলেন ।"

4.খালসা হাইস্কুলে উত্তেজনা, পরস্পরকে দোষারোপ বিজেপি-তৃণমূলের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে উত্তেজনা ৷ ভবানীপুরের খালসা হাইস্কুলে দু’জন ভুয়ো ভোটার ঢোকে বলে অভিযোগ করেছেন বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ এমনকি দু’-তিনজন তৃণমূলকর্মী বুথের মধ্যে ভোটারদের প্রভাবিত করছিলেন বলে অভিযোগ করেছেন তিনি ৷ আর সেই ঘটনাকে কেন্দ্র করে বুথের মধ্যেই তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতিও হয় বলে অভিযোগ ৷ তবে, তৃণমূলের তরফে গোটা ঘটনায় বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করা হয়েছে ৷ প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে লোকজন নিয়ে গিয়ে ঝামেলা করার অভিযোগ এনেছে তৃণমূল ৷

5.জঙ্গিপুরে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, দাবি জাকিরের

গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন জাকির হোসেন (Jakir Hossain) । তাঁর বিধানসভায় একাধিক জায়গায় অবৈধ জমায়েতের অভিযোগ উঠেছে ৷ মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অবশ্য সে অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি বলেন, "অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চলছে ৷ ব্যাপকভাবে মানুষের সাড়া পাচ্ছি আমরা ৷ তাঁরা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন ৷"

6.সীমান্ত চুক্তি না হওয়া পর্যন্ত চিনের সঙ্গে সংঘাত চলবে, মত সেনাপ্রধানের

দীর্ঘমেয়াদী সমাধান এবং সীমান্ত চুক্তি না হওয়া পর্যন্ত চিনের সঙ্গে ভারতের সীমান্ত সংঘাত চলবে ৷ এমনটাই মনে করেন সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে ৷ একইসঙ্গে, আফগানিস্তান নিয়েও যে ভারতীয় সেনা যথেষ্ট উদ্বিগ্ন, কার্যত তাও স্বীকার করেছেন তিনি ৷ তবে দেশের সেনাবাহিনী যেকোনও নাশকতার জবাব দেওয়ার জন্য তৈরি বলেও জানিয়েছেন সেনাপ্রধান ৷

7.মমতার জয়ের জন্য বারাসতের তৃণমূল কর্মীদের যজ্ঞ

ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় সুনিশ্চিত করতে মহা সমারোহে যজ্ঞের আয়োজন করা হল জেলাসদর বারাসতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে এই যজ্ঞের আয়োজন করেন পৌরসভার 33 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা। ঢাকের তালে চলে উলুধ্বনি এবং শঙ্খধ্বনি । এদিন বারাসতের নিবেদিতাপল্লিতে তৃণমূল কার্যালয়ের সামনে প্যান্ডেল খাটিয়ে পুরোহিত ডেকে মহাযজ্ঞের আয়োজন করা হয়। চন্দন কাঠ, ঘি, বেলপাতা সহকারে যজ্ঞ করা হয়। যজ্ঞের আগে দলীয় কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে নারায়ণ পুজোর আয়োজনও করা হয়েছিল। যজ্ঞকে ঘিরে এলাকার তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই যজ্ঞের ব্যবস্থাপনায় ছিলেন স্থানীয় তৃণমূলের কো-অর্ডিনেটর মিলন সর্দার।

8.ঝাড়খণ্ডের গুন্ডা আনিয়ে সামশেরগঞ্জে ভোট করাচ্ছে তৃণমূল, অভিযোগ অধীরের

বহরমপুর কংগ্রেস কার্যালয় ভোট চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সামশেরগঞ্জে সন্ত্রাস চলছে বলে অভিযোগ তুললেন অধীররঞ্জন চৌধুরী। তিনি জানিয়েছেন, বিশেষ করে সামশেরগঞ্জের ভাষাই, পাইকর, দোগাছি এই এলাকাগুলিতে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে। বেশিরভাগই বুথে কংগ্রেস এজেন্ট দিতে পারিনি ৷ তবে, কংগ্রেসের কর্মীরা তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ভোট করছেন।

9."মমতা" নামই কাফি হ্যায়, উপনির্বাচন নিয়ে ইটিভি ভারতকে মদন

"বাংলার মমতাকে ভারতবর্ষের মাটিতে ভারতের মমতা গড়ে তুলবেন বাংলার মানুষ ৷" ভবানীপুর উপনির্বাচন নিয়ে নেত্রীর জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী মদন মিত্র পথ চলতে চলতে কথা বললেন ইটিভি ভারতের সঙ্গে ৷

10.ভবানীপুর জিতবেন মমতা, ভুলের মাশুল দেবে বিজেপি; বিস্ফোরক জয় বন্দ্যোপাধ্যায়

ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জয় সুনিশ্চিত । ওই কেন্দ্রে ভোট চলাকালীনই বিস্ফোরক দাবি ভারতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটির সদস্য ও রাজ্য বিজেপির সহ-সভাপতি জয় বন্দ্যোপাধ্যায়ের (Joy Banerjee) ৷ বলেন, "ওই কেন্দ্রে আজকে নির্বাচন হচ্ছে । ইতিমধ্যে 35 শতাংশ ভোট হয়েছে । নির্ধারিত সময় অতিক্রম হলে দেখা যাবে তা প্রায় 65 শতাংশের উপরে চলে যাবে । আমি বিজেপির কর্মী হয়েও দাবি করছি, এই কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন । কারণ যে ভুল গত বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি করেছিল । সেই একই ভুল এবারের উপনির্বাচনেও তারা করছে ৷"

1.ভবানীপুর মিত্র ইনস্ট্রিটিউশনের ভোট দিলেন মমতা

ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ এদিন তিনটের একটু পরে ভবানীপুরে মিত্র ইস্টিটিউশনে ভোট দিতে আসেন তিনি ৷ তাঁর ভোট প্রদান ঘিরে এদিন ভবানীপুরে সিআরপিএফের কড়া নিরাপত্তাবেষ্টনী ছিল ৷

2.ভবানীপুরে বিজেপির সব অভিযোগ খারিজ করল কমিশন

ভবানীপুর কেন্দ্রে (Bhabanipur By-poll) তৃণমূলের বিরুদ্ধে বিজেপির আনা 23টি অভিযোগই খারিজ করে দিলেন উপনির্বাচনী আধিকারিক দক্ষিণ (DEO South) অবনীন্দ্র সিং ৷ তিনি জানিয়েছে, সব অভিযোগ ভিত্তিহীন ৷

3.খালসা স্কুলে কেউ ভুয়ো ভোটার নন, ভোট দিয়ে বেরিয়ে বললেন ফিরহাদ

স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে ভোট দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) । এদিন দুপুর দুটো নাগাদ চেতলা বালিকা বিদ্যালয়ে 159 নম্বর বুথে ভোট দিতে যান মন্ত্রী ৷ ভোট দিয়ে বেরিয়ে এসে সাংবাদিক বৈঠক করেন । বলেন, "চেতনায় ভোট মানে উৎসব । মানুষ এখানে উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন ৷ বিজেপির তরফ থেকে যে অভিযোগগুলি করা হচ্ছে তার কোনও ভিত্তি নেই । এমন কোনও টুইট তিনি করেননি যা নির্বাচনের বিধি ভঙ্গ করে । তিনি কোনও ভোটারকে প্রভাবিত-ও করেননি । হ্যাশট্যাগ দেওয়া মানে তা বেশি সংখ্যায় মানুষের কাছে পৌঁছবে ৷ তবে তার মানে স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে ভোট দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) । এদিন দুপুর দুটো নাগাদ চেতলা বালিকা বিদ্যালয়ে 159 নম্বর বুথে ভোট দিতে যান মন্ত্রী ৷ ভোট দিয়ে বেরিয়ে এসে সাংবাদিক বৈঠক করেন । বলেন, "চেতলায় ভোট মানে উৎসব । মানুষ এখানে উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন ৷ বিজেপির তরফ থেকে যে অভিযোগগুলি করা হচ্ছে তার কোনও ভিত্তি নেই । এমন কোনও টুইট তিনি করেননি যা নির্বাচনের বিধিভঙ্গ করে । তিনি কোনও ভোটারকে প্রভাবিতও করেননি । হ্যাশট্যাগ দেওয়া মানে তা বেশি সংখ্যায় মানুষের কাছে পৌঁছবে ৷ তবে তার মানে ভোটারদের প্রভাবিত করা নয় । আসলে পরাজয়ের ভয়ে বিজেপি ও প্রিয়াঙ্কা টিবরেওয়াল এইসব অপপ্রচার করছে ।" খালসা স্কুলে ভুয়ো ভোটার প্রসঙ্গে ফিরহাদ বলেন, "যাঁদের ধরা হয়েছিল, তাঁরা কেউই ভুয়ো ভোটার নন । কর্মসূত্রে তাঁরা বাইরে থাকলেও তাঁরা এই কেন্দ্রের ভোটার । তাঁরা নিজেদের ভোট দিতে এসেছিলেন ।"

4.খালসা হাইস্কুলে উত্তেজনা, পরস্পরকে দোষারোপ বিজেপি-তৃণমূলের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে উত্তেজনা ৷ ভবানীপুরের খালসা হাইস্কুলে দু’জন ভুয়ো ভোটার ঢোকে বলে অভিযোগ করেছেন বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ এমনকি দু’-তিনজন তৃণমূলকর্মী বুথের মধ্যে ভোটারদের প্রভাবিত করছিলেন বলে অভিযোগ করেছেন তিনি ৷ আর সেই ঘটনাকে কেন্দ্র করে বুথের মধ্যেই তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতিও হয় বলে অভিযোগ ৷ তবে, তৃণমূলের তরফে গোটা ঘটনায় বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করা হয়েছে ৷ প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে লোকজন নিয়ে গিয়ে ঝামেলা করার অভিযোগ এনেছে তৃণমূল ৷

5.জঙ্গিপুরে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, দাবি জাকিরের

গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন জাকির হোসেন (Jakir Hossain) । তাঁর বিধানসভায় একাধিক জায়গায় অবৈধ জমায়েতের অভিযোগ উঠেছে ৷ মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অবশ্য সে অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি বলেন, "অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চলছে ৷ ব্যাপকভাবে মানুষের সাড়া পাচ্ছি আমরা ৷ তাঁরা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন ৷"

6.সীমান্ত চুক্তি না হওয়া পর্যন্ত চিনের সঙ্গে সংঘাত চলবে, মত সেনাপ্রধানের

দীর্ঘমেয়াদী সমাধান এবং সীমান্ত চুক্তি না হওয়া পর্যন্ত চিনের সঙ্গে ভারতের সীমান্ত সংঘাত চলবে ৷ এমনটাই মনে করেন সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে ৷ একইসঙ্গে, আফগানিস্তান নিয়েও যে ভারতীয় সেনা যথেষ্ট উদ্বিগ্ন, কার্যত তাও স্বীকার করেছেন তিনি ৷ তবে দেশের সেনাবাহিনী যেকোনও নাশকতার জবাব দেওয়ার জন্য তৈরি বলেও জানিয়েছেন সেনাপ্রধান ৷

7.মমতার জয়ের জন্য বারাসতের তৃণমূল কর্মীদের যজ্ঞ

ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় সুনিশ্চিত করতে মহা সমারোহে যজ্ঞের আয়োজন করা হল জেলাসদর বারাসতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে এই যজ্ঞের আয়োজন করেন পৌরসভার 33 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা। ঢাকের তালে চলে উলুধ্বনি এবং শঙ্খধ্বনি । এদিন বারাসতের নিবেদিতাপল্লিতে তৃণমূল কার্যালয়ের সামনে প্যান্ডেল খাটিয়ে পুরোহিত ডেকে মহাযজ্ঞের আয়োজন করা হয়। চন্দন কাঠ, ঘি, বেলপাতা সহকারে যজ্ঞ করা হয়। যজ্ঞের আগে দলীয় কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে নারায়ণ পুজোর আয়োজনও করা হয়েছিল। যজ্ঞকে ঘিরে এলাকার তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই যজ্ঞের ব্যবস্থাপনায় ছিলেন স্থানীয় তৃণমূলের কো-অর্ডিনেটর মিলন সর্দার।

8.ঝাড়খণ্ডের গুন্ডা আনিয়ে সামশেরগঞ্জে ভোট করাচ্ছে তৃণমূল, অভিযোগ অধীরের

বহরমপুর কংগ্রেস কার্যালয় ভোট চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সামশেরগঞ্জে সন্ত্রাস চলছে বলে অভিযোগ তুললেন অধীররঞ্জন চৌধুরী। তিনি জানিয়েছেন, বিশেষ করে সামশেরগঞ্জের ভাষাই, পাইকর, দোগাছি এই এলাকাগুলিতে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে। বেশিরভাগই বুথে কংগ্রেস এজেন্ট দিতে পারিনি ৷ তবে, কংগ্রেসের কর্মীরা তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ভোট করছেন।

9."মমতা" নামই কাফি হ্যায়, উপনির্বাচন নিয়ে ইটিভি ভারতকে মদন

"বাংলার মমতাকে ভারতবর্ষের মাটিতে ভারতের মমতা গড়ে তুলবেন বাংলার মানুষ ৷" ভবানীপুর উপনির্বাচন নিয়ে নেত্রীর জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী মদন মিত্র পথ চলতে চলতে কথা বললেন ইটিভি ভারতের সঙ্গে ৷

10.ভবানীপুর জিতবেন মমতা, ভুলের মাশুল দেবে বিজেপি; বিস্ফোরক জয় বন্দ্যোপাধ্যায়

ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জয় সুনিশ্চিত । ওই কেন্দ্রে ভোট চলাকালীনই বিস্ফোরক দাবি ভারতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটির সদস্য ও রাজ্য বিজেপির সহ-সভাপতি জয় বন্দ্যোপাধ্যায়ের (Joy Banerjee) ৷ বলেন, "ওই কেন্দ্রে আজকে নির্বাচন হচ্ছে । ইতিমধ্যে 35 শতাংশ ভোট হয়েছে । নির্ধারিত সময় অতিক্রম হলে দেখা যাবে তা প্রায় 65 শতাংশের উপরে চলে যাবে । আমি বিজেপির কর্মী হয়েও দাবি করছি, এই কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন । কারণ যে ভুল গত বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি করেছিল । সেই একই ভুল এবারের উপনির্বাচনেও তারা করছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.