ETV Bharat / bharat

টপ নিউজ় @ বিকেল 5 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS AT 5 PM
টপ নিউজ় @ বিকেল 5 টা
author img

By

Published : Oct 29, 2021, 5:08 PM IST

1.রবিবার থেকে 50 শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালানোর অনুমতি

আগামী রবিবার অর্থাৎ 31 অক্টোবর থেকে 50 শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন ৷ প্রায় 6 মাস পর রাজ্যের অনুরোধে বঙ্গে ট্রেন পরিবেষা শুরু করার সিদ্ধান্তের কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ ৷

2.সিদ্ধার্থের পর অকালেই হার্ট অ্যাটাকে মৃত জনপ্রিয় কন্নড় অভিনেতা রাজকুমার

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন 46 বছরের জনপ্রিয় কন্নড় অভিনেতা পুনিত রাজকুমার (Puneeth Rajkumar)৷ তাঁর মৃত্যুতে ভক্তদের সামলাতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে কর্নাটক সরকার (Karnataka govt)৷

3.চব্বিশে মোদিকে প্রধানমন্ত্রী করতে হলে বাইশে যোগীকে জেতান, উত্তরপ্রদেশে বার্তা শাহের

কেন্দ্রে সরকার গঠনের ক্ষেত্রে উত্তরপ্রদেশের ভূমিকা অনস্বীকার্য ৷ তাই 2024 সালে নরেন্দ্র মোদিকে ফের প্রধানমন্ত্রী করতে হলে 2022 সালে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকেই মুখ্যমন্ত্রী করতে হবে ৷ শুক্রবার উত্তরপ্রদেশে বিজেপির যোগদান কর্মসূচির মঞ্চ থেকে একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ ৷

4.লিয়েন্ডারকে দলে টেনে গোয়া সফরে বড় চমক মমতার

অ্যাংলো-ইন্ডিয়ান অধ্যুষিত গোয়ায় পেজের মত হেভিওয়েটকে দলে টেনে সেখানে সংখ্য়াগুরু মানুষের মন জয় করার চেষ্টা করলেন মমতা ৷ লিয়েন্ডার যে এমনটি করবেন সেটা কাকপক্ষীও টের পায়নি ৷ তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে একাধিক নাম শোনা গেলেও সেই তালিকায় লিয়েন্ডার ছিলেন না ৷

5.আরিয়ানকে আজই বাড়ি ফেরাতে তৎপরতা শাহরুখের আইনজীবীদের

আরিয়ান খানের (Aryan Khan) আইনজীবীরা আজই তাঁকে বাড়ি ফেরানোর চেষ্টায় তৎপর ৷ হাইকোর্টের দেওয়া জামিনে আদেশের অনুলিপির জন্য অপেক্ষা করছেন তাঁরা ৷ আজই যাতে শাহরুখ পুত্র মান্নতে ফিরতে পারেন তার জন্য সবরকমের চেষ্টা চলছে ৷

6.আলাপনের মামলার শুনানি কলকাতার বেঞ্চেই করার নির্দেশ হাইকোর্টের

আলাপন বন্দ্যোপাধ্যায় মামলায় দিল্লি বেঞ্চের নির্দেশ খারিজ করল কলকাতা হাইকোর্ট ৷ দ্রুত মামলার শুনানি করার নির্দেশ কলকাতা হাইকোর্টের ৷

7.নারীর ক্ষমতায়নের মাধ্যমে স্বনির্ভর হবে গোয়া, ঘোষণা মমতার

গোয়ায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার তিনি লিয়েন্ডার পেজকে পাশে বসিয়ে এই বিষয়টি জানান ৷ লিয়েন্ডার আজই তৃণমূল কংগ্রেসে যোগ দেন ৷

8.ফুচকা খেতে গিয়ে দুষ্টুমি, ‘শিক্ষা’ দিতে খুদেকে উল্টো করে ঝুলিয়ে দিলেন শিক্ষক

সোনুর বাবা রঞ্জিত যাদব বলেন, ‘‘অন্য পড়ুয়াদের সঙ্গে ছেলে শুধু ফুচকা খেতে গিয়েছিল ৷ একটু দুষ্টুমি করছিল ওরা ৷ তাতেই ছেলেকে উল্টো করে ঝুলিয়ে শাস্তি দেন অধ্যক্ষ ৷ এতে একটা বিপত্তিও তো ঘটে যেতে পারত!’’

9.কালীপুজো ও দীপাবলীতে সমস্ত ধরনের বাজি নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট

দীপাবলি ও কালীপুজোতে সমস্ত ধরনের বাজি নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট ৷ কালীপুজো, জগদ্ধাত্রী পুজোর ,ছট পুজো ও বড়দিনের উৎসব পালনে যাতে কোনরকম বাজি ফাটানো না হয় তা লক্ষ্য রাখবে রাজ্য।

10.খেলরত্ন পাচ্ছেন 'সোনার ছেলে' নীরজ, ব্রোঞ্জজয়ী লভলিনা

2020 টোকিয়ো অলিম্পিক্সে বর্শা ছোড়ায় দেশকে সোনা এনে দিয়েছেন পানিপথের নীরজ ৷ অন্যদিকে কুস্তির 57 কেজি বিভাগে রবি দাহিয়া রুপো এবং বক্সিংয়ের ওয়েল্টারওয়েট বিভাগে লভলিনা ব্রোঞ্জ পদক গলায় ঝুলিয়েছিলেন ৷ আর 41 বছর পর অলিম্পিক্স হকিতে পদকজয়ী ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন কেরলের শ্রীজেশ ৷

1.রবিবার থেকে 50 শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালানোর অনুমতি

আগামী রবিবার অর্থাৎ 31 অক্টোবর থেকে 50 শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন ৷ প্রায় 6 মাস পর রাজ্যের অনুরোধে বঙ্গে ট্রেন পরিবেষা শুরু করার সিদ্ধান্তের কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ ৷

2.সিদ্ধার্থের পর অকালেই হার্ট অ্যাটাকে মৃত জনপ্রিয় কন্নড় অভিনেতা রাজকুমার

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন 46 বছরের জনপ্রিয় কন্নড় অভিনেতা পুনিত রাজকুমার (Puneeth Rajkumar)৷ তাঁর মৃত্যুতে ভক্তদের সামলাতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে কর্নাটক সরকার (Karnataka govt)৷

3.চব্বিশে মোদিকে প্রধানমন্ত্রী করতে হলে বাইশে যোগীকে জেতান, উত্তরপ্রদেশে বার্তা শাহের

কেন্দ্রে সরকার গঠনের ক্ষেত্রে উত্তরপ্রদেশের ভূমিকা অনস্বীকার্য ৷ তাই 2024 সালে নরেন্দ্র মোদিকে ফের প্রধানমন্ত্রী করতে হলে 2022 সালে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকেই মুখ্যমন্ত্রী করতে হবে ৷ শুক্রবার উত্তরপ্রদেশে বিজেপির যোগদান কর্মসূচির মঞ্চ থেকে একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ ৷

4.লিয়েন্ডারকে দলে টেনে গোয়া সফরে বড় চমক মমতার

অ্যাংলো-ইন্ডিয়ান অধ্যুষিত গোয়ায় পেজের মত হেভিওয়েটকে দলে টেনে সেখানে সংখ্য়াগুরু মানুষের মন জয় করার চেষ্টা করলেন মমতা ৷ লিয়েন্ডার যে এমনটি করবেন সেটা কাকপক্ষীও টের পায়নি ৷ তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে একাধিক নাম শোনা গেলেও সেই তালিকায় লিয়েন্ডার ছিলেন না ৷

5.আরিয়ানকে আজই বাড়ি ফেরাতে তৎপরতা শাহরুখের আইনজীবীদের

আরিয়ান খানের (Aryan Khan) আইনজীবীরা আজই তাঁকে বাড়ি ফেরানোর চেষ্টায় তৎপর ৷ হাইকোর্টের দেওয়া জামিনে আদেশের অনুলিপির জন্য অপেক্ষা করছেন তাঁরা ৷ আজই যাতে শাহরুখ পুত্র মান্নতে ফিরতে পারেন তার জন্য সবরকমের চেষ্টা চলছে ৷

6.আলাপনের মামলার শুনানি কলকাতার বেঞ্চেই করার নির্দেশ হাইকোর্টের

আলাপন বন্দ্যোপাধ্যায় মামলায় দিল্লি বেঞ্চের নির্দেশ খারিজ করল কলকাতা হাইকোর্ট ৷ দ্রুত মামলার শুনানি করার নির্দেশ কলকাতা হাইকোর্টের ৷

7.নারীর ক্ষমতায়নের মাধ্যমে স্বনির্ভর হবে গোয়া, ঘোষণা মমতার

গোয়ায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার তিনি লিয়েন্ডার পেজকে পাশে বসিয়ে এই বিষয়টি জানান ৷ লিয়েন্ডার আজই তৃণমূল কংগ্রেসে যোগ দেন ৷

8.ফুচকা খেতে গিয়ে দুষ্টুমি, ‘শিক্ষা’ দিতে খুদেকে উল্টো করে ঝুলিয়ে দিলেন শিক্ষক

সোনুর বাবা রঞ্জিত যাদব বলেন, ‘‘অন্য পড়ুয়াদের সঙ্গে ছেলে শুধু ফুচকা খেতে গিয়েছিল ৷ একটু দুষ্টুমি করছিল ওরা ৷ তাতেই ছেলেকে উল্টো করে ঝুলিয়ে শাস্তি দেন অধ্যক্ষ ৷ এতে একটা বিপত্তিও তো ঘটে যেতে পারত!’’

9.কালীপুজো ও দীপাবলীতে সমস্ত ধরনের বাজি নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট

দীপাবলি ও কালীপুজোতে সমস্ত ধরনের বাজি নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট ৷ কালীপুজো, জগদ্ধাত্রী পুজোর ,ছট পুজো ও বড়দিনের উৎসব পালনে যাতে কোনরকম বাজি ফাটানো না হয় তা লক্ষ্য রাখবে রাজ্য।

10.খেলরত্ন পাচ্ছেন 'সোনার ছেলে' নীরজ, ব্রোঞ্জজয়ী লভলিনা

2020 টোকিয়ো অলিম্পিক্সে বর্শা ছোড়ায় দেশকে সোনা এনে দিয়েছেন পানিপথের নীরজ ৷ অন্যদিকে কুস্তির 57 কেজি বিভাগে রবি দাহিয়া রুপো এবং বক্সিংয়ের ওয়েল্টারওয়েট বিভাগে লভলিনা ব্রোঞ্জ পদক গলায় ঝুলিয়েছিলেন ৷ আর 41 বছর পর অলিম্পিক্স হকিতে পদকজয়ী ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন কেরলের শ্রীজেশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.