ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3 টে - Top News @ 3 PM

বিশ্ব, দেশ, রাজ্য, খেলা, বিনোদনের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ দুপুর 3 টে
টপ নিউজ় @ দুপুর 3 টে
author img

By

Published : Oct 22, 2021, 3:07 PM IST

1. Chetla Fire : চেতলার বস্তিতে আগুন, জখম চার

এই অগ্নকাণ্ডের ঘটনায় কোনও মৃত্যুর খবর না মিললেও আগুনের তাপে চারজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷

2. Mumbai Fire : মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত 1 ; পালাতে গিয়ে নিচে পড়ল মানুষ

দক্ষিণ মুম্বইয়ের কালাচৌকি এলাকার একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ ঘটনাস্থলে দমকলের 60টি ইঞ্জিন ৷

3. Fuel Price Hike : 95 শতাংশ ভারতীয় পেট্রল ব্যবহার করেন না, দাবি বিজেপি মন্ত্রীর

এর আগে বিজেপি-র তরফে তো বটেই, কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি আবার সাফ জানিয়ে দেন, বিনামূল্যে করোনার টিকা দিচ্ছে সরকার । সে ক্ষেত্রে পেট্রলের দাম তো বাড়বেই ।

4. BJP : বাংলাদেশের মতো পরিস্থিতি যেন বঙ্গে না হয়, তারা মায়ের কাছে প্রার্থনা সুকান্ত-দিলীপের

শুক্রবার সকালে তারাপীঠে পুজো দিলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার । সঙ্গে ছিলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ও বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা-সহ জেলার অন্যান্য নেতা-কর্মীরা ৷ পুজো দেওয়ার পর সুকান্ত মজুমদার বলেন, "বাংলায় শান্তি ফিরে আসুক । বাংলাদেশের মতো পরিস্থিতি পশিমবঙ্গে যেন না হয় । মা তারার কাছে এই প্রার্থনা পুজো দিয়ে প্রার্থনা করেছি ।" আজ সকাল সাড়ে আটটা নাগাদ সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ তারাপীঠে আসেন । তারপর দু’জনেই মা তারার পুজো দেন । বৃহস্পতিবার বীরভূমে এসেছেন তাঁরা ৷ সিউড়ি থেকে গতকাল রাতেই তাঁরা তারাপীঠে পৌঁছান ।

5. ITBP Food Poisoning : খাবারে বিষক্রিয়া, হাসপাতালে ভর্তি 21 আইটিবিপি জওয়ান

রাতে আমিষ জাতীয় খাবার খেয়েছিলেন ৷ তারপর ছত্তিশগড়ের একটি ক্যাম্পে অসুস্থ হয়ে পড়েন 21 জন আইটিবিপি জওয়ান ৷ বারে বারে বমি আর ডায়েরিয়ায় ফলে তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷

6. Road Accident : হরিয়ানায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত একই পরিবারের আট সদস্য

একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের আটজন সদস্যের ৷ আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে একটি শিশুকে ৷

7. PM Narendra Modi : এবার গোটা বিশ্ব ভারতকে করোনা সুরক্ষিত ভাববে : নরেন্দ্র মোদি

গতকাল সকালে 100 কোটি কোভিড-19 ভ্যাকসিনেশনের ডোজ অতিক্রম করেছে ৷ আজ এর জন্য দেশবাসীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ৷ 'মেড ইন ইন্ডিয়ার' শক্তি অনেক বেশি ৷ দুনিয়া এবার ভারতের ক্ষমতা বুঝতে পেরেছে ৷

8. Yogi Adityanath : যোগীর অনুষ্ঠানে আগ্নেয়াস্ত্র-সহ হাজির ব্যক্তি, সাসপেন্ড চার পুলিশকর্মী

উত্তরপ্রদেশের বস্তি জেলায় যোগী আদিত্যনাথের অনুষ্ঠানে আগ্নেয়াস্ত্র-সহ হাজির এক ব্যক্তি ৷ পরে ওই ব্যক্তিকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয় ৷ ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে চার পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে ৷ রিপোর্ট পাঠানো হয়েছে আরও তিন পুলিশকর্মীর বিরুদ্ধে ৷

9. Fake Doctor Arrest : ত্রিবেণীতে গ্রেফতার ভুয়ো দন্ত চিকিৎসক

পুলিশের জালে ভুয়ো ডেনটিস্ট ৷ হুগলির ত্রিবেণী থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ৷ ত্রিবেণীর স্টেশন রোডে চেম্বর খুলে বসেছিল ভুয়ো চিকিৎসক প্রভাস চন্দ্র সাধু ৷

10. Alec Baldwin : সিনেমার শ্যুটিংয়ে বড়সড় বিপত্তি, অভিনেতার প্রপ গানের গুলিতে মৃত্যু মহিলার ; জখম পরিচালক

আমেরিকার স্যান্টা ফে-র বাইরে শ্যুটিং চলছিল অভিনেতা অ্যালেক বল্ডউইন প্রযোজিত 'রাস্ট' সিনেমার ৷ সেখানে অভিনেতার হাতে থাকা প্রপ গান থেকে চালানো গুলিতে মারা গেলেন সিনেমাটোগ্রাফার ও জখম পরিচালক ৷ শোকাহত অভিনেতা ৷

1. Chetla Fire : চেতলার বস্তিতে আগুন, জখম চার

এই অগ্নকাণ্ডের ঘটনায় কোনও মৃত্যুর খবর না মিললেও আগুনের তাপে চারজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷

2. Mumbai Fire : মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত 1 ; পালাতে গিয়ে নিচে পড়ল মানুষ

দক্ষিণ মুম্বইয়ের কালাচৌকি এলাকার একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ ঘটনাস্থলে দমকলের 60টি ইঞ্জিন ৷

3. Fuel Price Hike : 95 শতাংশ ভারতীয় পেট্রল ব্যবহার করেন না, দাবি বিজেপি মন্ত্রীর

এর আগে বিজেপি-র তরফে তো বটেই, কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি আবার সাফ জানিয়ে দেন, বিনামূল্যে করোনার টিকা দিচ্ছে সরকার । সে ক্ষেত্রে পেট্রলের দাম তো বাড়বেই ।

4. BJP : বাংলাদেশের মতো পরিস্থিতি যেন বঙ্গে না হয়, তারা মায়ের কাছে প্রার্থনা সুকান্ত-দিলীপের

শুক্রবার সকালে তারাপীঠে পুজো দিলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার । সঙ্গে ছিলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ও বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা-সহ জেলার অন্যান্য নেতা-কর্মীরা ৷ পুজো দেওয়ার পর সুকান্ত মজুমদার বলেন, "বাংলায় শান্তি ফিরে আসুক । বাংলাদেশের মতো পরিস্থিতি পশিমবঙ্গে যেন না হয় । মা তারার কাছে এই প্রার্থনা পুজো দিয়ে প্রার্থনা করেছি ।" আজ সকাল সাড়ে আটটা নাগাদ সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ তারাপীঠে আসেন । তারপর দু’জনেই মা তারার পুজো দেন । বৃহস্পতিবার বীরভূমে এসেছেন তাঁরা ৷ সিউড়ি থেকে গতকাল রাতেই তাঁরা তারাপীঠে পৌঁছান ।

5. ITBP Food Poisoning : খাবারে বিষক্রিয়া, হাসপাতালে ভর্তি 21 আইটিবিপি জওয়ান

রাতে আমিষ জাতীয় খাবার খেয়েছিলেন ৷ তারপর ছত্তিশগড়ের একটি ক্যাম্পে অসুস্থ হয়ে পড়েন 21 জন আইটিবিপি জওয়ান ৷ বারে বারে বমি আর ডায়েরিয়ায় ফলে তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷

6. Road Accident : হরিয়ানায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত একই পরিবারের আট সদস্য

একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের আটজন সদস্যের ৷ আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে একটি শিশুকে ৷

7. PM Narendra Modi : এবার গোটা বিশ্ব ভারতকে করোনা সুরক্ষিত ভাববে : নরেন্দ্র মোদি

গতকাল সকালে 100 কোটি কোভিড-19 ভ্যাকসিনেশনের ডোজ অতিক্রম করেছে ৷ আজ এর জন্য দেশবাসীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ৷ 'মেড ইন ইন্ডিয়ার' শক্তি অনেক বেশি ৷ দুনিয়া এবার ভারতের ক্ষমতা বুঝতে পেরেছে ৷

8. Yogi Adityanath : যোগীর অনুষ্ঠানে আগ্নেয়াস্ত্র-সহ হাজির ব্যক্তি, সাসপেন্ড চার পুলিশকর্মী

উত্তরপ্রদেশের বস্তি জেলায় যোগী আদিত্যনাথের অনুষ্ঠানে আগ্নেয়াস্ত্র-সহ হাজির এক ব্যক্তি ৷ পরে ওই ব্যক্তিকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয় ৷ ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে চার পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে ৷ রিপোর্ট পাঠানো হয়েছে আরও তিন পুলিশকর্মীর বিরুদ্ধে ৷

9. Fake Doctor Arrest : ত্রিবেণীতে গ্রেফতার ভুয়ো দন্ত চিকিৎসক

পুলিশের জালে ভুয়ো ডেনটিস্ট ৷ হুগলির ত্রিবেণী থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ৷ ত্রিবেণীর স্টেশন রোডে চেম্বর খুলে বসেছিল ভুয়ো চিকিৎসক প্রভাস চন্দ্র সাধু ৷

10. Alec Baldwin : সিনেমার শ্যুটিংয়ে বড়সড় বিপত্তি, অভিনেতার প্রপ গানের গুলিতে মৃত্যু মহিলার ; জখম পরিচালক

আমেরিকার স্যান্টা ফে-র বাইরে শ্যুটিং চলছিল অভিনেতা অ্যালেক বল্ডউইন প্রযোজিত 'রাস্ট' সিনেমার ৷ সেখানে অভিনেতার হাতে থাকা প্রপ গান থেকে চালানো গুলিতে মারা গেলেন সিনেমাটোগ্রাফার ও জখম পরিচালক ৷ শোকাহত অভিনেতা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.