ETV Bharat / bharat

টপ নিউজ @ দুপুর 3 টে - TOP NEWS @ 3 PM

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS @ 3 PM
টপ নিউজ @ দুপুর 3 টে
author img

By

Published : Oct 21, 2021, 3:04 PM IST

1. আইপিএলের বাইশ গজ কাঁপাতে তৈরি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড : রিপোর্ট

আইটিটির (Invitation to Tender) নিয়ম বলছে, বিদেশি কোম্পানি আইপিএলে একটি দলের মালিক হওয়ার অনুমতি পাবে ৷ তবে তাদের বিড সফল হওয়ার পর তাদের ভারতে একটি কোম্পানি স্থাপন করতে হবে ।

2. Gariahat Double Murder : "খুন করতে নিষেধ করেছিলাম স্যার", স্বীকারোক্তি ধৃত মিঠুর

গড়িয়াহাট খুনের ঘটনায় উঠে এল আরও এক তথ্য ৷ লালবাজারের গোয়েন্দাদের জেরায় ধৃত মিঠু হালদার বলে, "ছেলেকে খুন করতে বারণ করেছিলাম ৷ শুধু টাকাটা হাতিয়ে নিয়ে চলে আসতে বলেছিলাম ৷ "

3. শাহরুখের মন্নতে হানা এনসিবি-র, সমন অনন্যা পাণ্ডেকে

আরিয়ান খান মাদক মামলার তদন্তে শাহরুখ খানের বাড়িতে হানা দিল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ মন্নতে তল্লাশি চালাচ্ছে তারা ৷ এনসিবি-র আর একটি দল চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডের বাড়িতেও তল্লাশি চালায় ৷ অনন্যাকে সমনও পাঠানো হয়েছে ৷

4. কোভিড-19 টিকাকরণে 100 কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলল ভারত

21 অক্টোবর সকালে ভারতে 100 কোটি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ হল ৷ টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মনসুখ মান্ডব্য ৷

5. মুখে কুলুপ এঁটে জেলবন্দি ছেলে আরিয়ানের সঙ্গে সাক্ষাৎ শাহরুখের

ছেলেকে দেখতে শাহরুখ পৌঁছালেন আর্থার রোড জেলে ৷ 3 অক্টোবর ছেলে আরিয়ানকে মাদক নেওয়ার অভিযোগে আটক করে এনসিবি ৷ পরে গ্রেফতার করা হয় ৷ সেই থেকে প্রকাশ্যে আসেননি বলিউড বাদশা ৷ আজ এই প্রথম ছেলেকে দেখতে এলেন শাহরুখ ৷

6. মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে ঘোষণা নেই রাজ্যের, চিন্তায় শিক্ষক মহল

আইসিএসসি এবং সিবিএসসি আগামী বছরের পরীক্ষার বিষয়ে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে ৷ যদিও এখনও মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার বিষয়ে কোনও সিদ্ধান্ত ঘোষণা করেনি রাজ্য ৷ এবার সেই বিষয়ে উদ্বেগ প্রকাশ করল শিক্ষক মহল ৷

7. তোর্ষা নদীর তীরবর্তী বাসিন্দাদের সরতে মাইকে সতর্ক বার্তা প্রশাসনের

তোর্ষা নদীর জল বেড়ে যাওয়ায় এবার নদীর পাড় এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করল প্রশাসন । এজন্য ওই এলাকায় মাইকে প্রচার শুরু করল প্রশাসন । গতকাল বিকেল থেকেই কোচবিহার শহর সংলগ্ন তোর্ষা নদীর পাড় এলাকার ফাসিঘাট, কারিশাল প্রভৃতি এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার জন্য প্রচার শুরু করেছে ।

8. Joy Banerjee : ভগবান রুষ্ট হয়েছেন তাই এত প্রাকৃতিক বিপর্যয়, দাবি জয় বন্দ্যোপাধ্যায়ের

বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের দাবি, ভগবান রুষ্ট হয়েছেন বলেই অক্টোবর মাসে এই প্রাকৃতিক বিপর্যয় । তাঁর অনুরোধ, সকলে যেন প্রতিসন্ধ্যায় তিনবার অন্তত শাঁখ বাজান, উলুধ্বনি দেন । বাড়িতে কাঁসর ঘণ্টা থাকলে, সেটাও বাজাতে বলেন তিনি ।

9.'ট্রুথ সোশ্যাল অ্যাপ' নিয়ে সামাজিক মাধ্যমে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প

ফের খবরে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তবে এবার তাঁর ফিরে আসার ঘোষণা ৷ তাঁকে সোশ্যাল মিডিয়া সাইটে নিষিদ্ধ করা হয়েছে ৷ তাতে কুছ পরোয়ো নেহি ৷ এবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাপ চালু করার কথা জানালেন তিনি ৷

10.দার্জিলিংয়ে মহকুমাশাসকের বাংলোর কাছে ধস, এখনও নিখোঁজ হোমগার্ড

ধসে চাপা পড়ে নিখোঁজ দার্জিলিংয়ের মহকুমাশাসকের বাংলোতে কর্তব্যরত এক হোমগার্ড ৷ তিনি দার্জিলিংয়ের রঙ্গলিয়ত থানার অধীনে কাজ করছিলেন ।

1. আইপিএলের বাইশ গজ কাঁপাতে তৈরি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড : রিপোর্ট

আইটিটির (Invitation to Tender) নিয়ম বলছে, বিদেশি কোম্পানি আইপিএলে একটি দলের মালিক হওয়ার অনুমতি পাবে ৷ তবে তাদের বিড সফল হওয়ার পর তাদের ভারতে একটি কোম্পানি স্থাপন করতে হবে ।

2. Gariahat Double Murder : "খুন করতে নিষেধ করেছিলাম স্যার", স্বীকারোক্তি ধৃত মিঠুর

গড়িয়াহাট খুনের ঘটনায় উঠে এল আরও এক তথ্য ৷ লালবাজারের গোয়েন্দাদের জেরায় ধৃত মিঠু হালদার বলে, "ছেলেকে খুন করতে বারণ করেছিলাম ৷ শুধু টাকাটা হাতিয়ে নিয়ে চলে আসতে বলেছিলাম ৷ "

3. শাহরুখের মন্নতে হানা এনসিবি-র, সমন অনন্যা পাণ্ডেকে

আরিয়ান খান মাদক মামলার তদন্তে শাহরুখ খানের বাড়িতে হানা দিল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ মন্নতে তল্লাশি চালাচ্ছে তারা ৷ এনসিবি-র আর একটি দল চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডের বাড়িতেও তল্লাশি চালায় ৷ অনন্যাকে সমনও পাঠানো হয়েছে ৷

4. কোভিড-19 টিকাকরণে 100 কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলল ভারত

21 অক্টোবর সকালে ভারতে 100 কোটি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ হল ৷ টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মনসুখ মান্ডব্য ৷

5. মুখে কুলুপ এঁটে জেলবন্দি ছেলে আরিয়ানের সঙ্গে সাক্ষাৎ শাহরুখের

ছেলেকে দেখতে শাহরুখ পৌঁছালেন আর্থার রোড জেলে ৷ 3 অক্টোবর ছেলে আরিয়ানকে মাদক নেওয়ার অভিযোগে আটক করে এনসিবি ৷ পরে গ্রেফতার করা হয় ৷ সেই থেকে প্রকাশ্যে আসেননি বলিউড বাদশা ৷ আজ এই প্রথম ছেলেকে দেখতে এলেন শাহরুখ ৷

6. মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে ঘোষণা নেই রাজ্যের, চিন্তায় শিক্ষক মহল

আইসিএসসি এবং সিবিএসসি আগামী বছরের পরীক্ষার বিষয়ে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে ৷ যদিও এখনও মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার বিষয়ে কোনও সিদ্ধান্ত ঘোষণা করেনি রাজ্য ৷ এবার সেই বিষয়ে উদ্বেগ প্রকাশ করল শিক্ষক মহল ৷

7. তোর্ষা নদীর তীরবর্তী বাসিন্দাদের সরতে মাইকে সতর্ক বার্তা প্রশাসনের

তোর্ষা নদীর জল বেড়ে যাওয়ায় এবার নদীর পাড় এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করল প্রশাসন । এজন্য ওই এলাকায় মাইকে প্রচার শুরু করল প্রশাসন । গতকাল বিকেল থেকেই কোচবিহার শহর সংলগ্ন তোর্ষা নদীর পাড় এলাকার ফাসিঘাট, কারিশাল প্রভৃতি এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার জন্য প্রচার শুরু করেছে ।

8. Joy Banerjee : ভগবান রুষ্ট হয়েছেন তাই এত প্রাকৃতিক বিপর্যয়, দাবি জয় বন্দ্যোপাধ্যায়ের

বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের দাবি, ভগবান রুষ্ট হয়েছেন বলেই অক্টোবর মাসে এই প্রাকৃতিক বিপর্যয় । তাঁর অনুরোধ, সকলে যেন প্রতিসন্ধ্যায় তিনবার অন্তত শাঁখ বাজান, উলুধ্বনি দেন । বাড়িতে কাঁসর ঘণ্টা থাকলে, সেটাও বাজাতে বলেন তিনি ।

9.'ট্রুথ সোশ্যাল অ্যাপ' নিয়ে সামাজিক মাধ্যমে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প

ফের খবরে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তবে এবার তাঁর ফিরে আসার ঘোষণা ৷ তাঁকে সোশ্যাল মিডিয়া সাইটে নিষিদ্ধ করা হয়েছে ৷ তাতে কুছ পরোয়ো নেহি ৷ এবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাপ চালু করার কথা জানালেন তিনি ৷

10.দার্জিলিংয়ে মহকুমাশাসকের বাংলোর কাছে ধস, এখনও নিখোঁজ হোমগার্ড

ধসে চাপা পড়ে নিখোঁজ দার্জিলিংয়ের মহকুমাশাসকের বাংলোতে কর্তব্যরত এক হোমগার্ড ৷ তিনি দার্জিলিংয়ের রঙ্গলিয়ত থানার অধীনে কাজ করছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.