ETV Bharat / bharat

টপ নিউজ @ দুপুর 3 টে

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS @3 PM
টপ নিউজ @ দুপুর 3 টে
author img

By

Published : Oct 14, 2021, 3:05 PM IST

  1. BSF : 50 কিমি পর্যন্ত গ্রেফতারি, বাজেয়াপ্ত, তল্লাশির ক্ষমতা পেল বিএসএফ

দেশের পশ্চিমবঙ্গ, অসম, পঞ্জাব, গুজরাত, রাজস্থান রাজ্যগুলির সঙ্গে পাকিস্তান, বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল রয়েছে ৷

2. Kunal Ghosh : সীমান্তে বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি, কুণালের নিশানায় স্বরাষ্ট্রমন্ত্রক

পশ্চিমবঙ্গ, অসম এবং পঞ্জাবের সীমান্ত এলাকায় বিএসএফ-এর কার্যক্ষমতা 50 কিলোমিটার পর্যন্ত বাড়ানো হয়েছে ৷

3. Kiran Gosavi : আরিয়ানের সঙ্গে সেলফিতে বিতর্ক, পুরনো মামলায় ‘পলাতক’ কিরণের নামে জারি লুকআউট নোটিস

আরিয়ানের সঙ্গে সেলফি তুলে প্রচারে আসেন কিরণ গোসাভি ৷ তাঁর নামে লুকআউট নোটিস জারি করল পুণে সিটি পুলিশ ৷

4. Manmohan Singh : মনমোহন সিংয়ের দ্রুত সুস্থতা কামনা করে টুইট প্রধানমন্ত্রীর

বুধবার সন্ধেয় জ্বর, দুর্বলতা নিয়ে দিল্লির এইমস-এ ভর্তি হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷

5. Fuel Price Hike: নবমীতে কলকাতায় লিটার প্রতি পেট্রল 105.43 টাকা, ডিজেলও সেঞ্চুরি হাঁকানোর পথে

একনাগাড়ে জ্বালানির মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ ৷

6. Dinesh Karthik: আইপিএল’র শৃঙ্খলাভঙ্গের দায়ে জরিমানা কার্তিককে

আইপিএল’র শৃঙ্খলাভঙ্গ করায় জরিমানা করা হল কলকাতা নাইট রাইডার্সের উইকেট কিপার ব্যাটার দীনেশ কার্তিককে ৷

7. Uttar Pradesh: রক্তারক্তি কাণ্ড অযোধ্যায়, দুর্গাপুজোর প্যান্ডেলে এলোপাথাড়ি গুলিতে মৃত 1, জখম 3

একের পর এক হিংসার ঘটনা উঠে আসছে উত্তরপ্রদেশ থেকে । লখিমপুর খেরিতে কৃষকদের মিছিলে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনা এখনও তরতাজা ।

8. Weather Forecast : শারদীয়ার শেষ বেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

নবমীতে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর ৷ আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷

9. Sunil Chhetri: আন্তর্জাতিক গোলের বিচারে পেলেকে টপকে গেলেন সুনীল

গোলের বিচারে পেলেকে ছাপিয়ে গেলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী ৷

10 . Post Poll Violence Case : জগদ্দলে বিজেপি কর্মীর মায়ের খুনের মামলায় সিবিআইয়ের জালে 8

জগদ্দলের বিজেপির বুথ সভাপতি কমল মণ্ডলের বাড়িতে হামলা চালালে দুষ্কতীদের হাতে জমখ হন তাঁর মা শোভারানী মণ্ডল ৷

  1. BSF : 50 কিমি পর্যন্ত গ্রেফতারি, বাজেয়াপ্ত, তল্লাশির ক্ষমতা পেল বিএসএফ

দেশের পশ্চিমবঙ্গ, অসম, পঞ্জাব, গুজরাত, রাজস্থান রাজ্যগুলির সঙ্গে পাকিস্তান, বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল রয়েছে ৷

2. Kunal Ghosh : সীমান্তে বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি, কুণালের নিশানায় স্বরাষ্ট্রমন্ত্রক

পশ্চিমবঙ্গ, অসম এবং পঞ্জাবের সীমান্ত এলাকায় বিএসএফ-এর কার্যক্ষমতা 50 কিলোমিটার পর্যন্ত বাড়ানো হয়েছে ৷

3. Kiran Gosavi : আরিয়ানের সঙ্গে সেলফিতে বিতর্ক, পুরনো মামলায় ‘পলাতক’ কিরণের নামে জারি লুকআউট নোটিস

আরিয়ানের সঙ্গে সেলফি তুলে প্রচারে আসেন কিরণ গোসাভি ৷ তাঁর নামে লুকআউট নোটিস জারি করল পুণে সিটি পুলিশ ৷

4. Manmohan Singh : মনমোহন সিংয়ের দ্রুত সুস্থতা কামনা করে টুইট প্রধানমন্ত্রীর

বুধবার সন্ধেয় জ্বর, দুর্বলতা নিয়ে দিল্লির এইমস-এ ভর্তি হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷

5. Fuel Price Hike: নবমীতে কলকাতায় লিটার প্রতি পেট্রল 105.43 টাকা, ডিজেলও সেঞ্চুরি হাঁকানোর পথে

একনাগাড়ে জ্বালানির মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ ৷

6. Dinesh Karthik: আইপিএল’র শৃঙ্খলাভঙ্গের দায়ে জরিমানা কার্তিককে

আইপিএল’র শৃঙ্খলাভঙ্গ করায় জরিমানা করা হল কলকাতা নাইট রাইডার্সের উইকেট কিপার ব্যাটার দীনেশ কার্তিককে ৷

7. Uttar Pradesh: রক্তারক্তি কাণ্ড অযোধ্যায়, দুর্গাপুজোর প্যান্ডেলে এলোপাথাড়ি গুলিতে মৃত 1, জখম 3

একের পর এক হিংসার ঘটনা উঠে আসছে উত্তরপ্রদেশ থেকে । লখিমপুর খেরিতে কৃষকদের মিছিলে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনা এখনও তরতাজা ।

8. Weather Forecast : শারদীয়ার শেষ বেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

নবমীতে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর ৷ আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷

9. Sunil Chhetri: আন্তর্জাতিক গোলের বিচারে পেলেকে টপকে গেলেন সুনীল

গোলের বিচারে পেলেকে ছাপিয়ে গেলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী ৷

10 . Post Poll Violence Case : জগদ্দলে বিজেপি কর্মীর মায়ের খুনের মামলায় সিবিআইয়ের জালে 8

জগদ্দলের বিজেপির বুথ সভাপতি কমল মণ্ডলের বাড়িতে হামলা চালালে দুষ্কতীদের হাতে জমখ হন তাঁর মা শোভারানী মণ্ডল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.