ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3 টে - news at a glance

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

Top 3
Top 3
author img

By

Published : Apr 28, 2021, 3:14 PM IST

1.সাংবাদিক সিদ্দিকী কাপ্পানকে দিল্লির হাসপাতালে ভর্তি করার নির্দেশ সুপ্রিম কোর্টের

কেরলের সাংবাদিক সিদ্দিকী কাপ্পান উত্তর প্রদেশের হাথরসে ধর্ষণের ঘটনার খবর সংগ্রহ করতে গিয়েছিলেন ৷ সেই সময় তাঁকে গ্রেফতার করা হয় ৷ তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতা ও সন্ত্রাস-বিরোধী ইউএপিএ আইনে অভিযোগ আনা হয় ৷ তার পর থেকে তিনি মথুরা জেলে ভর্তি ছিলেন ৷

2.কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত সাহিত্যিক অনীশ দেব

কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বর্ষীয়ান সাহিত্যিক অনীশ দেব । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 70 বছর । বাংলার অন্যতম জনপ্রিয় কল্পবিজ্ঞান বিষয়ক লেখক ছিলেন তিনি । কোভিড আক্রান্ত হওয়ার পরে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ।

3.নির্বাচনের দায়িত্বে থাকা 135 শিক্ষকের মৃত্যু, সরকারকে নোটিস আদালতের

উত্তর প্রদেশে এখন পঞ্চায়েত নির্বাচন হচ্ছে ৷ সেই নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে 135 জন শিক্ষক, শিক্ষামিত্র এবং ইনভেস্টিগেটর মারা গিয়েছেন ৷ সেই সংক্রান্ত একটি মামলার শুনানিতে এই নোটিস উত্তর প্রদেশ সরকারের জন্য দিয়েছে এলাহবাদ হাইকোর্ট ৷

4.টিকার জন্য আজ থেকে শুরু নাম নথিভুক্তকরণ, কীভাবে করবেন ?

আজ, বুধবার বিকেল চারটে থেকেই টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন 18 বছরের বেশি বয়সিরা ৷ এদিন কেন্দ্রের তরফে জানানো হয়েছে একথা ৷ বুধবার আরোগ্য সেতুর অফিশিয়াল টুইটার হ্য়ান্ডেল থেকে জানানো হয়, 18 বছরের বেশি বয়সিরা http://cowin.gov.in-তে লগ ইন করে, আরোগ্য সেতু অ্য়াপ এবং উমঙ্গ অ্য়াপের মাধ্যমে টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করাতে পারবেন ৷ রাজ্য় সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালের মধ্যে যেখানেই টিকা থাকবে, সেখানেই টিকা নিতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তি ৷ 1 মে থেকে 18 বছরের বেশি বয়সিরা টিকা নিতে পারবেন ৷

5.দৈনিক আক্রান্তের রেকর্ড, দেশে প্রথমবার একদিনে মৃত ৩ হাজারের বেশি

গতকাল কিছুটা কমেছিল দৈনিক আক্রান্তের সংখ্যা । কিন্তু উদ্বেগ বাড়িয়ে আজ ফের মাত্রা ছাড়াল করোনা । একদিনে ঘটল রেকর্ড মৃত্যুও । গত 24 ঘণ্টায় দেশে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল তিন হাজারের গণ্ডি । আক্রান্ত হয়েছেন 3.6 লাখ মানুষ ।

6.করোনায় আক্রান্ত দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন

করোনায় আক্রান্ত হলেন দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন ৷ বুধবার নিজেই ইনস্টাগ্রামে সেকথা জানান তিনি ৷ সেই পোস্টেই অভিনেতা জানিয়েছেন, কোভিডে আক্রান্ত হওয়ার পরই সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলছেন তিনি ৷ আপাতত বাড়িতেই আইসোলেশনে আছেন দক্ষিণ ভারতের এই তারকা অভিনেতা ৷

7.শাহি স্নান শেষে কার্ফু হরিদ্বারে

প্রধানমন্ত্রীর প্রতীকী কুম্ভ পালনের আবেদন, স্বামী অভদেশানন্দের নির্ধারিত সময়ের আগেই কুম্ভ শেষের সিদ্ধান্ত, করোনাসংক্রামিত সাধুদের মৃত্যু, এই সব কিছুর পরেও গতকাল সেই একই ভিড়ে ঠাসা স্নানের দৃশ্য শেষ শাহি স্নানে ৷ আজ উত্তরাখণ্ডের হরিদ্বারে জারি হল কার্ফু ৷ এবার কি কমবে করোনার প্রকোপ ?

8.খালি অক্সিজেন সিলিন্ডার বদলাতে কর্মী ছিল না হাসপাতালে, মৃত 4

হাসপাতালে অক্সিজেন ছিল ৷ কিন্তু অক্সিজেন সিলিন্ডার বদলে নতুন সিলিন্ডার দেওয়ার কর্মী উপস্থিত ছিল না ৷ তাই অক্সিজেনের অভাবে মৃত্যু হল চার কোভিড রোগীর ৷

9.সংক্রমণ রোধে এবার লকডাউন গোয়ায়

আগামীকাল থেকে শুরু লকডাউন ৷ কেবলমাত্র প্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে লকডাউনে জানিয়ে দিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ৷

10.সকালে তীব্র ভূমিকম্পে ঘুম ভাঙল অসমবাসীর; কেঁপে উঠল উত্তরবঙ্গ, ভুটানও

আজ সকাল প্রায় আটটা নাগাদ দুবার ভূমিকম্প হয় অসমে ৷ ভূমিকম্পের তীব্রতার রেশে কেঁপে ওঠে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একাংশ, বিহারের কিছু জায়গা, এমনকি প্রতিবেশী দেশ ভুটানও ৷ এখনও পাওয়া খবর অনুযায়ী কোনও হতাহতের খবর আসেনি ৷ তবে অনুসন্ধান চালাচ্ছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি ৷

1.সাংবাদিক সিদ্দিকী কাপ্পানকে দিল্লির হাসপাতালে ভর্তি করার নির্দেশ সুপ্রিম কোর্টের

কেরলের সাংবাদিক সিদ্দিকী কাপ্পান উত্তর প্রদেশের হাথরসে ধর্ষণের ঘটনার খবর সংগ্রহ করতে গিয়েছিলেন ৷ সেই সময় তাঁকে গ্রেফতার করা হয় ৷ তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতা ও সন্ত্রাস-বিরোধী ইউএপিএ আইনে অভিযোগ আনা হয় ৷ তার পর থেকে তিনি মথুরা জেলে ভর্তি ছিলেন ৷

2.কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত সাহিত্যিক অনীশ দেব

কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বর্ষীয়ান সাহিত্যিক অনীশ দেব । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 70 বছর । বাংলার অন্যতম জনপ্রিয় কল্পবিজ্ঞান বিষয়ক লেখক ছিলেন তিনি । কোভিড আক্রান্ত হওয়ার পরে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ।

3.নির্বাচনের দায়িত্বে থাকা 135 শিক্ষকের মৃত্যু, সরকারকে নোটিস আদালতের

উত্তর প্রদেশে এখন পঞ্চায়েত নির্বাচন হচ্ছে ৷ সেই নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে 135 জন শিক্ষক, শিক্ষামিত্র এবং ইনভেস্টিগেটর মারা গিয়েছেন ৷ সেই সংক্রান্ত একটি মামলার শুনানিতে এই নোটিস উত্তর প্রদেশ সরকারের জন্য দিয়েছে এলাহবাদ হাইকোর্ট ৷

4.টিকার জন্য আজ থেকে শুরু নাম নথিভুক্তকরণ, কীভাবে করবেন ?

আজ, বুধবার বিকেল চারটে থেকেই টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন 18 বছরের বেশি বয়সিরা ৷ এদিন কেন্দ্রের তরফে জানানো হয়েছে একথা ৷ বুধবার আরোগ্য সেতুর অফিশিয়াল টুইটার হ্য়ান্ডেল থেকে জানানো হয়, 18 বছরের বেশি বয়সিরা http://cowin.gov.in-তে লগ ইন করে, আরোগ্য সেতু অ্য়াপ এবং উমঙ্গ অ্য়াপের মাধ্যমে টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করাতে পারবেন ৷ রাজ্য় সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালের মধ্যে যেখানেই টিকা থাকবে, সেখানেই টিকা নিতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তি ৷ 1 মে থেকে 18 বছরের বেশি বয়সিরা টিকা নিতে পারবেন ৷

5.দৈনিক আক্রান্তের রেকর্ড, দেশে প্রথমবার একদিনে মৃত ৩ হাজারের বেশি

গতকাল কিছুটা কমেছিল দৈনিক আক্রান্তের সংখ্যা । কিন্তু উদ্বেগ বাড়িয়ে আজ ফের মাত্রা ছাড়াল করোনা । একদিনে ঘটল রেকর্ড মৃত্যুও । গত 24 ঘণ্টায় দেশে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল তিন হাজারের গণ্ডি । আক্রান্ত হয়েছেন 3.6 লাখ মানুষ ।

6.করোনায় আক্রান্ত দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন

করোনায় আক্রান্ত হলেন দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন ৷ বুধবার নিজেই ইনস্টাগ্রামে সেকথা জানান তিনি ৷ সেই পোস্টেই অভিনেতা জানিয়েছেন, কোভিডে আক্রান্ত হওয়ার পরই সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলছেন তিনি ৷ আপাতত বাড়িতেই আইসোলেশনে আছেন দক্ষিণ ভারতের এই তারকা অভিনেতা ৷

7.শাহি স্নান শেষে কার্ফু হরিদ্বারে

প্রধানমন্ত্রীর প্রতীকী কুম্ভ পালনের আবেদন, স্বামী অভদেশানন্দের নির্ধারিত সময়ের আগেই কুম্ভ শেষের সিদ্ধান্ত, করোনাসংক্রামিত সাধুদের মৃত্যু, এই সব কিছুর পরেও গতকাল সেই একই ভিড়ে ঠাসা স্নানের দৃশ্য শেষ শাহি স্নানে ৷ আজ উত্তরাখণ্ডের হরিদ্বারে জারি হল কার্ফু ৷ এবার কি কমবে করোনার প্রকোপ ?

8.খালি অক্সিজেন সিলিন্ডার বদলাতে কর্মী ছিল না হাসপাতালে, মৃত 4

হাসপাতালে অক্সিজেন ছিল ৷ কিন্তু অক্সিজেন সিলিন্ডার বদলে নতুন সিলিন্ডার দেওয়ার কর্মী উপস্থিত ছিল না ৷ তাই অক্সিজেনের অভাবে মৃত্যু হল চার কোভিড রোগীর ৷

9.সংক্রমণ রোধে এবার লকডাউন গোয়ায়

আগামীকাল থেকে শুরু লকডাউন ৷ কেবলমাত্র প্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে লকডাউনে জানিয়ে দিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ৷

10.সকালে তীব্র ভূমিকম্পে ঘুম ভাঙল অসমবাসীর; কেঁপে উঠল উত্তরবঙ্গ, ভুটানও

আজ সকাল প্রায় আটটা নাগাদ দুবার ভূমিকম্প হয় অসমে ৷ ভূমিকম্পের তীব্রতার রেশে কেঁপে ওঠে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একাংশ, বিহারের কিছু জায়গা, এমনকি প্রতিবেশী দেশ ভুটানও ৷ এখনও পাওয়া খবর অনুযায়ী কোনও হতাহতের খবর আসেনি ৷ তবে অনুসন্ধান চালাচ্ছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.