ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3 টে - খবর একনজরে

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top 3
top 3
author img

By

Published : Mar 30, 2021, 3:09 PM IST

1."মেয়েদের উপর অত্যাচার চালাতে গুন্ডা আনছে বিজেপি", সোনাচূড়ায় তোপ মমতার

বিজেপি একটা মেয়েকে খুন করে বলবে যে সেটা তৃণমূল করেছে ৷ এরপর ওরা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে ৷ সোনাচূড়ার সভায় অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

2.নন্দীগ্রামে মমতার গাড়ি দেখে জয় শ্রীরাম ধ্বনি

মমতার কনভয় বেরোতে দেখেই একদল বিজেপি কর্মী-সমর্থকরা পতাকা, ফেস্টুন নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন ৷

3.রাহুল সিনহাকে গো ব্যাক স্লোগান হাবড়ায়

বিজেপি এবার হাবড়া কেন্দ্রে লড়াইয়ে নামিয়েছে পোড়খাওয়া রাজনীতিবিদ রাহুল সিনহাকে । এদিন ভোট প্রচারে নেমে পৌরসভার সাফাই কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন তিনি ৷

4.লাল-সন্ত্রাস থেকে কংগ্রেসের দৈনতা, অকপট শিউলি সাহা

একসময় কেশপুর ছিল লাল দুর্গ ৷ 2013-র পঞ্চায়েত ভোটের পর থেকে কেশপুরে সবুজ ঝড় উঠেছে ৷ এবারও কেশপুরে তৃণমূল প্রার্থী শিউলি সাহা ৷ প্রতিদ্বন্দ্বী বিজেপি ও সিপিএম ৷ তবে কাউকে প্রতিদ্বন্দ্বী বলে মনে করছেন না তিনি ৷ সন্ত্রাসের জায়গা ছিল কেশপুর ৷ খুন, গোলাগুলি কোনও কিছুই বাদ ছিল না ৷ এখন অনেকটাই ভালো আছে বলে দাবি শিউলি সাহার ৷

5.রাজ্যে দুই জোকারের লড়াই চলছে : অধীর

প্রার্থী রাধারানী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বাঁকুড়ার মাচানতলা থেকে লালবাজার মোড় পর্যন্ত রোড শোয়ে পা মেলান প্রদেশ কংগ্রেস সভাপতি ৷

6.কে এই কয়লা মাফিয়া লালা ?

অনুপ মাঝি ৷ যিনি কোল মাফিয়া লালা নামেই বেশি পরিচিত ৷ পুরুলিয়ার নিতুড়িয়া থেকে কীভাবে তিনি জড়িয়ে পড়লেন কয়লাপাচারে ?

7.বিজেপি কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কান কাটার পাশাপাশি ভাঙা হয়েছে স্থানীয় বিজেপি কার্যালয় ও বিজেপি কর্মীদের একাধিক মোটরসাইকেল ।

8.বিষ্ণুপুরে 6-এর শিশুকে ধর্ষণ প্রতিবেশীর ! পশুদেরও ছাড়ত না অভিযুক্ত ?

দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে 6 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ৷ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

9.দিনহাটা কাণ্ডে অমিত মালব্যর পাল্টা টুইট নুসরতের

দিনহাটার বিজেপি কর্মী অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধারের পর বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে টুইট করেন অমিত মালব্য ৷ তারই প্রতিবাদে আজ পাল্টা টুইট করেন নুসরত ৷

10.বিশ্রাম নেই, ব্রিটিশ বধের পর আইপিএলের বৃত্তে কোহলি

9 এপ্রিল থেকে শুরু আইপিএলের 14তম সংস্করণ ৷ উদ্বোধনী ম্যাচে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ তাই জাতীয় দলের দায়িত্ব পালনের পর ফ্র্যাঞ্চাইজির হয়ে সেরাটা দিতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিরাট ৷

1."মেয়েদের উপর অত্যাচার চালাতে গুন্ডা আনছে বিজেপি", সোনাচূড়ায় তোপ মমতার

বিজেপি একটা মেয়েকে খুন করে বলবে যে সেটা তৃণমূল করেছে ৷ এরপর ওরা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে ৷ সোনাচূড়ার সভায় অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

2.নন্দীগ্রামে মমতার গাড়ি দেখে জয় শ্রীরাম ধ্বনি

মমতার কনভয় বেরোতে দেখেই একদল বিজেপি কর্মী-সমর্থকরা পতাকা, ফেস্টুন নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন ৷

3.রাহুল সিনহাকে গো ব্যাক স্লোগান হাবড়ায়

বিজেপি এবার হাবড়া কেন্দ্রে লড়াইয়ে নামিয়েছে পোড়খাওয়া রাজনীতিবিদ রাহুল সিনহাকে । এদিন ভোট প্রচারে নেমে পৌরসভার সাফাই কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন তিনি ৷

4.লাল-সন্ত্রাস থেকে কংগ্রেসের দৈনতা, অকপট শিউলি সাহা

একসময় কেশপুর ছিল লাল দুর্গ ৷ 2013-র পঞ্চায়েত ভোটের পর থেকে কেশপুরে সবুজ ঝড় উঠেছে ৷ এবারও কেশপুরে তৃণমূল প্রার্থী শিউলি সাহা ৷ প্রতিদ্বন্দ্বী বিজেপি ও সিপিএম ৷ তবে কাউকে প্রতিদ্বন্দ্বী বলে মনে করছেন না তিনি ৷ সন্ত্রাসের জায়গা ছিল কেশপুর ৷ খুন, গোলাগুলি কোনও কিছুই বাদ ছিল না ৷ এখন অনেকটাই ভালো আছে বলে দাবি শিউলি সাহার ৷

5.রাজ্যে দুই জোকারের লড়াই চলছে : অধীর

প্রার্থী রাধারানী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বাঁকুড়ার মাচানতলা থেকে লালবাজার মোড় পর্যন্ত রোড শোয়ে পা মেলান প্রদেশ কংগ্রেস সভাপতি ৷

6.কে এই কয়লা মাফিয়া লালা ?

অনুপ মাঝি ৷ যিনি কোল মাফিয়া লালা নামেই বেশি পরিচিত ৷ পুরুলিয়ার নিতুড়িয়া থেকে কীভাবে তিনি জড়িয়ে পড়লেন কয়লাপাচারে ?

7.বিজেপি কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কান কাটার পাশাপাশি ভাঙা হয়েছে স্থানীয় বিজেপি কার্যালয় ও বিজেপি কর্মীদের একাধিক মোটরসাইকেল ।

8.বিষ্ণুপুরে 6-এর শিশুকে ধর্ষণ প্রতিবেশীর ! পশুদেরও ছাড়ত না অভিযুক্ত ?

দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে 6 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ৷ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

9.দিনহাটা কাণ্ডে অমিত মালব্যর পাল্টা টুইট নুসরতের

দিনহাটার বিজেপি কর্মী অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধারের পর বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে টুইট করেন অমিত মালব্য ৷ তারই প্রতিবাদে আজ পাল্টা টুইট করেন নুসরত ৷

10.বিশ্রাম নেই, ব্রিটিশ বধের পর আইপিএলের বৃত্তে কোহলি

9 এপ্রিল থেকে শুরু আইপিএলের 14তম সংস্করণ ৷ উদ্বোধনী ম্যাচে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ তাই জাতীয় দলের দায়িত্ব পালনের পর ফ্র্যাঞ্চাইজির হয়ে সেরাটা দিতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিরাট ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.