ETV Bharat / bharat

সকাল 11 টার টপ নিউজ় - Top News at 11 AM

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

সকাল 11 টার টপ নিউজ়
সকাল 11 টার টপ নিউজ়
author img

By

Published : Nov 30, 2021, 11:04 AM IST

1. West Bengal Weather Update : সপ্তাহের শেষ তিনদিন ভিজতে হতে পারে, ইঙ্গিত হাওয়া অফিসের

সপ্তাহের শেষ তিনদিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে আবহাওয়া অফিস (Bengal Weather Forecast) ৷ কারণ বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের ওপর তৈরি হতে পারে নিম্নচাপ ৷ তার জেরেই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে ৷ তাতেই ডিসেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে বৃষ্টি ৷

2. Yogi Adityanath gets death threat : গো-সুরক্ষার উদ্যোগ নেওয়ায় প্রাণনাশের হুমকি যোগীকে !

গো-শালা তৈরি করে গরু সুরক্ষার ব্যবস্থা করায় প্রাণনাশের হুমকির অভিযোগ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে (Yogi Aditynath Receive Death Threats) ৷ যোগী আদিত্যনাথ এবং ভারতীয় কিষান মঞ্চের জাতীয় সভাপতিকে হুমকি চিঠি পাঠানো হয়েছে বলে অভিযোগ (Death Threat for Cow Protection) ৷

3. Twitter CEO Parag Agrawal profile: কে পরাগ আগরওয়াল ? ভারতীয় বংশোদ্ভূত টুইটার সিইও-র পড়াশোনা, কেরিয়ার, বেতন একনজরে

টুইটারের সিইও (new Twitter CEO) হলেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল (Twitter CEO Parag Agrawal's profile)৷ জেনে নিন তাঁর পড়াশোনা, কেরিয়ার ও বেতন সংক্রান্ত যাবতীয় তথ্য (Who is Parag Agrawal)৷

4. Lionel Messi wins Ballon dOr : সপ্তম ব্যালন ডি'অর ছিনিয়ে নিলেন মেসি

শেষবার জিতেছিলেন দু'বছর আগে 2019 সালে ৷ এবছর ফের সোনার বল তাঁর দখলে ৷ কেরিয়ারের সপ্তম ব্যালন ডি'অর জিতলেন লিওনেল মেসি (Lionel Messi wins Ballon dOr seventh time) ৷

5. India Offers Vaccines to Africa: ওমিক্রন আক্রান্ত দেশগুলিকে ভ্যাকসিন সরবরাহের প্রস্তাব কেন্দ্রের

আফ্রিকায় করোনার নয়া প্রজাতি ওমিক্রনের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সেখানকার দেশগুলির পাশে দাঁড়ানোর বার্তা দিল বিদেশমন্ত্রক (Centre Offers Vaccines to African Countries) ৷ সেই সঙ্গে দ্বিপাক্ষিক এবং কোভ্যাকসের (India Provids Vaccines Through Covax) মাধ্যমে আফ্রিকান দেশগুলিকে ভারতে তৈরি ভ্যাকসিন সরবরাহের কথাও উল্লেখ করা হয়েছে ৷

6. Udayan Guha on BSF : গ্রামে গ্রামে ঘুরছে কেন বিএসএফ, 2024-এর প্রস্তুতি, ফের বিতর্ক উস্কে দিলেন উদয়ন

সরাসরি কোনও দলের নাম না করলেও, 2024-এর লোকসভা নির্বাচনের গেরুয়া শিবির সীমান্তরক্ষী বাহিনীকে (Border Security Force) ব্যবহার করতে চলেছে বলে ফের বিতর্ক উস্কে দিলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ ।

7. Kapil Sibal on Suspension of 12 MPs: সরকার সংসদকে নিষ্ক্রিয় রাখতে চায়, 12 সাংসদ বরখাস্তে তোপ সিবালের

12 সাংসদকে বরখাস্ত ৷ এই ঘটনার জন্য শীতকালীন অধিবেশনের (Winter session of parliament) প্রথম দিন সংসদের ইতিহাসে কালো দিন (black day in the history of Parliament) হিসেবে লেখা থাকবে ৷ দাবি কপিল সিবালের (Kapil Sibal on suspension of 12 MPs) ৷

8. Attack on Student : নবম শ্রেণির ছাত্রের উপর হামলা, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার 4

স্কুল ছাত্রের উপর হামলা (Attack on Student) ৷ ঘটনাটি ঘটেছে খড়দা থানার পানিহাটি দত্ত রোড এলাকায় ৷ ঠিক কী কারণে এই ঘটনা ? উত্তর খুঁজছে পুলিশ ৷

9. Parag Agarwal becomes Twitter CEO : টুইটারের নয়া সিইও ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল

সিইও পদ ছাড়লেও সোশ্যাল মাধ্যমটির বোর্ড অফ ডিরেক্টরস পদে থাকছেন জ্যাক ডর্সি (Twitter CEO Jack Dorsey resigned) ৷ 2022 তাঁর মেয়াদকাল পর্যন্ত এই পদে তিনি বহাল থাকবেন বলে জানিয়েছেন তিনি ৷

10. Businessman Murder at Habra : হাবড়ায় খুন ব্যবসায়ী, কাঠগড়ায় স্বর্ণ ব্যবসায়ী

হাবড়ায় ছুরি মেরে এক ব্যবসায়ীকে খুন করে পালাল পরিচিত আর এক ব্যবসায়ী ৷ ঘটনার নেপথ্যে কী শুধুই অর্থনৈতিক বিবাদ ? তদন্তে হাবড়া থানার পুলিশ (Businessman Murder in Habra) ৷

1. West Bengal Weather Update : সপ্তাহের শেষ তিনদিন ভিজতে হতে পারে, ইঙ্গিত হাওয়া অফিসের

সপ্তাহের শেষ তিনদিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে আবহাওয়া অফিস (Bengal Weather Forecast) ৷ কারণ বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের ওপর তৈরি হতে পারে নিম্নচাপ ৷ তার জেরেই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে ৷ তাতেই ডিসেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে বৃষ্টি ৷

2. Yogi Adityanath gets death threat : গো-সুরক্ষার উদ্যোগ নেওয়ায় প্রাণনাশের হুমকি যোগীকে !

গো-শালা তৈরি করে গরু সুরক্ষার ব্যবস্থা করায় প্রাণনাশের হুমকির অভিযোগ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে (Yogi Aditynath Receive Death Threats) ৷ যোগী আদিত্যনাথ এবং ভারতীয় কিষান মঞ্চের জাতীয় সভাপতিকে হুমকি চিঠি পাঠানো হয়েছে বলে অভিযোগ (Death Threat for Cow Protection) ৷

3. Twitter CEO Parag Agrawal profile: কে পরাগ আগরওয়াল ? ভারতীয় বংশোদ্ভূত টুইটার সিইও-র পড়াশোনা, কেরিয়ার, বেতন একনজরে

টুইটারের সিইও (new Twitter CEO) হলেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল (Twitter CEO Parag Agrawal's profile)৷ জেনে নিন তাঁর পড়াশোনা, কেরিয়ার ও বেতন সংক্রান্ত যাবতীয় তথ্য (Who is Parag Agrawal)৷

4. Lionel Messi wins Ballon dOr : সপ্তম ব্যালন ডি'অর ছিনিয়ে নিলেন মেসি

শেষবার জিতেছিলেন দু'বছর আগে 2019 সালে ৷ এবছর ফের সোনার বল তাঁর দখলে ৷ কেরিয়ারের সপ্তম ব্যালন ডি'অর জিতলেন লিওনেল মেসি (Lionel Messi wins Ballon dOr seventh time) ৷

5. India Offers Vaccines to Africa: ওমিক্রন আক্রান্ত দেশগুলিকে ভ্যাকসিন সরবরাহের প্রস্তাব কেন্দ্রের

আফ্রিকায় করোনার নয়া প্রজাতি ওমিক্রনের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সেখানকার দেশগুলির পাশে দাঁড়ানোর বার্তা দিল বিদেশমন্ত্রক (Centre Offers Vaccines to African Countries) ৷ সেই সঙ্গে দ্বিপাক্ষিক এবং কোভ্যাকসের (India Provids Vaccines Through Covax) মাধ্যমে আফ্রিকান দেশগুলিকে ভারতে তৈরি ভ্যাকসিন সরবরাহের কথাও উল্লেখ করা হয়েছে ৷

6. Udayan Guha on BSF : গ্রামে গ্রামে ঘুরছে কেন বিএসএফ, 2024-এর প্রস্তুতি, ফের বিতর্ক উস্কে দিলেন উদয়ন

সরাসরি কোনও দলের নাম না করলেও, 2024-এর লোকসভা নির্বাচনের গেরুয়া শিবির সীমান্তরক্ষী বাহিনীকে (Border Security Force) ব্যবহার করতে চলেছে বলে ফের বিতর্ক উস্কে দিলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ ।

7. Kapil Sibal on Suspension of 12 MPs: সরকার সংসদকে নিষ্ক্রিয় রাখতে চায়, 12 সাংসদ বরখাস্তে তোপ সিবালের

12 সাংসদকে বরখাস্ত ৷ এই ঘটনার জন্য শীতকালীন অধিবেশনের (Winter session of parliament) প্রথম দিন সংসদের ইতিহাসে কালো দিন (black day in the history of Parliament) হিসেবে লেখা থাকবে ৷ দাবি কপিল সিবালের (Kapil Sibal on suspension of 12 MPs) ৷

8. Attack on Student : নবম শ্রেণির ছাত্রের উপর হামলা, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার 4

স্কুল ছাত্রের উপর হামলা (Attack on Student) ৷ ঘটনাটি ঘটেছে খড়দা থানার পানিহাটি দত্ত রোড এলাকায় ৷ ঠিক কী কারণে এই ঘটনা ? উত্তর খুঁজছে পুলিশ ৷

9. Parag Agarwal becomes Twitter CEO : টুইটারের নয়া সিইও ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল

সিইও পদ ছাড়লেও সোশ্যাল মাধ্যমটির বোর্ড অফ ডিরেক্টরস পদে থাকছেন জ্যাক ডর্সি (Twitter CEO Jack Dorsey resigned) ৷ 2022 তাঁর মেয়াদকাল পর্যন্ত এই পদে তিনি বহাল থাকবেন বলে জানিয়েছেন তিনি ৷

10. Businessman Murder at Habra : হাবড়ায় খুন ব্যবসায়ী, কাঠগড়ায় স্বর্ণ ব্যবসায়ী

হাবড়ায় ছুরি মেরে এক ব্যবসায়ীকে খুন করে পালাল পরিচিত আর এক ব্যবসায়ী ৷ ঘটনার নেপথ্যে কী শুধুই অর্থনৈতিক বিবাদ ? তদন্তে হাবড়া থানার পুলিশ (Businessman Murder in Habra) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.