ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 11 টা - টপ নিউজ় @ সকাল 11 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ সকাল 11 টা
টপ নিউজ় @ সকাল 11 টা
author img

By

Published : Sep 23, 2021, 11:01 AM IST

1. Raiganj Accident : নয়ানজুলিতে পড়ল পরিযায়ী শ্রমিক বোঝাই বাস, মৃত 6

রায়গঞ্জের রূপাহারের কাছে বাস দুর্ঘটনায় মৃত্যু হল 6 জন পরিযায়ী শ্রমিকের ৷ জখম হয়েছেন আরও বেশ কিছু ৷ তাঁদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে ৷ পরিযায়ী শ্রমিক ভর্তি বাসটি ঝাড়খণ্ড থেকে লখনউয়ের দিকে যাচ্ছিল ৷ রূপাহারের কাছে 34 নম্বর জাতীয় সড়কের উপর অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে পাশের নয়ানজুলিতে পড়ে যায় বাসটি ৷

2. Narendra Modi : ওয়াশিংটনে মোদিকে স্বাগত ইন্দো-আমেরিকানদের, আজ হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ

ওয়াশিংটনে পৌঁছালেন নরেন্দ্র মোদি ৷ 25 তারিখ পর্যন্ত আমেরিকায় থাকবেন তিনি ৷ বিশ্বের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতিতে তাঁর এই আমেরিকা সফর খুবই গুরুত্বপূর্ণ ৷ নিজে টুইট করে জানালেন আমেরিকার ভারতীয়দের তাঁকে অভর্থ্যনা জানানোর কথা ৷ পোস্ট করলেন ভারতীয়দের সঙ্গে হাত মেলানোর ছবি ৷

3. Bihar Court : শ্লীলতাহানিতে অভিযুক্ত ধোপা, বিনা পারিশ্রমিকে মহিলাদের কাপড় কাচার নির্দেশ আদালতের

শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তকে আগামী 6 মাস বিনা পারিশ্রমিকে গ্রামের মহিলাদের কাপড় কেচে দেওয়া এবং ইস্ত্রি করে দেওয়ার নির্দেশ দিল আদালত ৷ সেই শর্তেই জামিন পেল অভিযুক্ত ৷ ঘটনাটি ঘটেছে বিহারে ৷

4. Bhabanipur By-Election : ভবানীপুরে বিজেপিকে প্রচারে বাধা, নির্বাচন কমিশনের প্রতি আস্থা হারাচ্ছেন শুভেন্দু

নির্বাচন কমিশনের প্রতি আস্থা নেই বলে জানালেন বিরোধী দলনেতা ৷ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগ, ভবানীপুরে বিজেপিকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে ৷ এনিয়ে নির্বাচন কমিশনকেও দলের তরফে একাধিকবার জানানো হয়েছে ৷

5. Shopian Encounter : শোপিয়ানে এনকাউন্টারে খতম 1 জঙ্গি, চলছে গুলির লড়াই

দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার কাসু চিতরাগাম এলাকায় চলছে সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই ৷ পুলিশের গুলিতে খতম হয়েছে এক জঙ্গি ৷

6. Weather Forecast : আজ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা, রাজ্যে বাড়বে তাপমাত্রা

বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা আলিপুর আবহাওয়া অফিস আগেই জানিয়েছে ৷ তবে এদিন অর্থাৎ বৃহস্পতিবার গোটা রাজ্যে কমলেও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে ৷

7. Teacher Transfer : 'সিঙ্গল সাবজেক্ট টিচার'দের জন্য সুখবর, বদলি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যের শিক্ষা দফতরের

কোনও কোনও স্কুলে একটি বিষয়ের জন্য একজন শিক্ষকই রয়েছেন ৷ তাঁরা উৎশ্রী পোর্টালে বদলির আবেদন করতে গিয়ে সমস্যায় পড়ছেন ৷ স্কুল পরিচালন সমিতির থেকেও নো অবজেকশন সার্টিফিকেট পাচ্ছেন না ৷ এবার তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা নিল রাজ্যের শিক্ষা দফতর ৷

8. IPL 2021 DC vs SRH : ধাওয়ান-আইয়ারের ঝোড়ো ব্যাটিং, হায়দরাবাদকে হারিয়ে দাপুটে জয় দিল্লির

পয়েন্ট টেবিলের শেষ স্থানে থেকেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ ৷ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 8 উইকেটে হারের কারণে অবস্থান উন্নতি হল না কেন উইলিয়ামসনদের ৷

9. Covid Death : করোনায় মৃতের পরিবারকে 50 হাজার টাকা আর্থিক সাহায্য়, জানাল কেন্দ্র

সরকারি গাইডলাইন মেনে যাঁদের কোভিডে মৃত্যু হয়েছে বলে শংসাপত্রে উল্লেখ করা হয়েছে, তাঁদের নিকট আত্মীয় বা পরিবারকে কেবলমাত্র ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন ত্রাণকার্যে গিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, তাঁদের পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়া হবে।

10. Mamata Banerjee : অতিরিক্ত আত্মবিশ্বাসে গা ছাড়া মনোভাব নয়, মমতা কি শঙ্কায় ? কী বলছেন বিশেষজ্ঞরা

তিনি জিতছেনই, এটা ধরে নিয়ে কোনও ভাবেই যেন গা-ছাড়া মনোভাব না আসে ৷ ভবানীপুর উপনির্বাচনে প্রচারে বারবার কর্মী-সমর্থকদের সতর্ক করছেন ৷ ভোটারদের সকলে ভোটদানের আহ্বান জানাচ্ছে ৷ কেন এত সতর্ক তৃণমূল নেত্রী ? কী বলছেন বিশেষজ্ঞরা ৷

1. Raiganj Accident : নয়ানজুলিতে পড়ল পরিযায়ী শ্রমিক বোঝাই বাস, মৃত 6

রায়গঞ্জের রূপাহারের কাছে বাস দুর্ঘটনায় মৃত্যু হল 6 জন পরিযায়ী শ্রমিকের ৷ জখম হয়েছেন আরও বেশ কিছু ৷ তাঁদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে ৷ পরিযায়ী শ্রমিক ভর্তি বাসটি ঝাড়খণ্ড থেকে লখনউয়ের দিকে যাচ্ছিল ৷ রূপাহারের কাছে 34 নম্বর জাতীয় সড়কের উপর অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে পাশের নয়ানজুলিতে পড়ে যায় বাসটি ৷

2. Narendra Modi : ওয়াশিংটনে মোদিকে স্বাগত ইন্দো-আমেরিকানদের, আজ হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ

ওয়াশিংটনে পৌঁছালেন নরেন্দ্র মোদি ৷ 25 তারিখ পর্যন্ত আমেরিকায় থাকবেন তিনি ৷ বিশ্বের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতিতে তাঁর এই আমেরিকা সফর খুবই গুরুত্বপূর্ণ ৷ নিজে টুইট করে জানালেন আমেরিকার ভারতীয়দের তাঁকে অভর্থ্যনা জানানোর কথা ৷ পোস্ট করলেন ভারতীয়দের সঙ্গে হাত মেলানোর ছবি ৷

3. Bihar Court : শ্লীলতাহানিতে অভিযুক্ত ধোপা, বিনা পারিশ্রমিকে মহিলাদের কাপড় কাচার নির্দেশ আদালতের

শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তকে আগামী 6 মাস বিনা পারিশ্রমিকে গ্রামের মহিলাদের কাপড় কেচে দেওয়া এবং ইস্ত্রি করে দেওয়ার নির্দেশ দিল আদালত ৷ সেই শর্তেই জামিন পেল অভিযুক্ত ৷ ঘটনাটি ঘটেছে বিহারে ৷

4. Bhabanipur By-Election : ভবানীপুরে বিজেপিকে প্রচারে বাধা, নির্বাচন কমিশনের প্রতি আস্থা হারাচ্ছেন শুভেন্দু

নির্বাচন কমিশনের প্রতি আস্থা নেই বলে জানালেন বিরোধী দলনেতা ৷ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগ, ভবানীপুরে বিজেপিকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে ৷ এনিয়ে নির্বাচন কমিশনকেও দলের তরফে একাধিকবার জানানো হয়েছে ৷

5. Shopian Encounter : শোপিয়ানে এনকাউন্টারে খতম 1 জঙ্গি, চলছে গুলির লড়াই

দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার কাসু চিতরাগাম এলাকায় চলছে সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই ৷ পুলিশের গুলিতে খতম হয়েছে এক জঙ্গি ৷

6. Weather Forecast : আজ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা, রাজ্যে বাড়বে তাপমাত্রা

বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা আলিপুর আবহাওয়া অফিস আগেই জানিয়েছে ৷ তবে এদিন অর্থাৎ বৃহস্পতিবার গোটা রাজ্যে কমলেও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে ৷

7. Teacher Transfer : 'সিঙ্গল সাবজেক্ট টিচার'দের জন্য সুখবর, বদলি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যের শিক্ষা দফতরের

কোনও কোনও স্কুলে একটি বিষয়ের জন্য একজন শিক্ষকই রয়েছেন ৷ তাঁরা উৎশ্রী পোর্টালে বদলির আবেদন করতে গিয়ে সমস্যায় পড়ছেন ৷ স্কুল পরিচালন সমিতির থেকেও নো অবজেকশন সার্টিফিকেট পাচ্ছেন না ৷ এবার তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা নিল রাজ্যের শিক্ষা দফতর ৷

8. IPL 2021 DC vs SRH : ধাওয়ান-আইয়ারের ঝোড়ো ব্যাটিং, হায়দরাবাদকে হারিয়ে দাপুটে জয় দিল্লির

পয়েন্ট টেবিলের শেষ স্থানে থেকেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ ৷ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 8 উইকেটে হারের কারণে অবস্থান উন্নতি হল না কেন উইলিয়ামসনদের ৷

9. Covid Death : করোনায় মৃতের পরিবারকে 50 হাজার টাকা আর্থিক সাহায্য়, জানাল কেন্দ্র

সরকারি গাইডলাইন মেনে যাঁদের কোভিডে মৃত্যু হয়েছে বলে শংসাপত্রে উল্লেখ করা হয়েছে, তাঁদের নিকট আত্মীয় বা পরিবারকে কেবলমাত্র ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন ত্রাণকার্যে গিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, তাঁদের পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়া হবে।

10. Mamata Banerjee : অতিরিক্ত আত্মবিশ্বাসে গা ছাড়া মনোভাব নয়, মমতা কি শঙ্কায় ? কী বলছেন বিশেষজ্ঞরা

তিনি জিতছেনই, এটা ধরে নিয়ে কোনও ভাবেই যেন গা-ছাড়া মনোভাব না আসে ৷ ভবানীপুর উপনির্বাচনে প্রচারে বারবার কর্মী-সমর্থকদের সতর্ক করছেন ৷ ভোটারদের সকলে ভোটদানের আহ্বান জানাচ্ছে ৷ কেন এত সতর্ক তৃণমূল নেত্রী ? কী বলছেন বিশেষজ্ঞরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.