ETV Bharat / bharat

টপ নিউজ @ সকাল 11 টা - news at a glance

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top 11
top 11
author img

By

Published : Jan 30, 2021, 11:02 AM IST

1.দমদম স্টেশন বাজারে আগুন, পুড়ল প্রায় 100টি দোকান

আগুন লাগে দমদম স্টেশন সংলগ্ন বাজারে৷ পুড়ে ছাই হয়ে গেল প্রায় 100 টি দোকান৷ হতাহতের খবর নেই ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

2.বাতিল অমিত শাহের রাজ্য সফর

রাজ্যে আসছেন না অমিত শাহ । পরিবর্তে রাজ্যে আসতে পারেন জে পি নাড্ডা ।

3.সিঙ্ঘু সীমান্তে তলোয়ার নিয়ে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার 44

সিঙ্ঘু সীমান্তে কৃষক-পুলিশ সংঘর্ষ ৷ সংঘর্ষ চলাকালীন তলোয়ার নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এক ব্যক্তি ৷ পুলিশ সেই ব্যক্তিসব 44 জনকে গ্রেপ্তা করে ৷

4.'ধস্তাধস্তি ছাড়া একা ব্যক্তির পক্ষে জামাকাপড় খুলে ধর্ষণ করা অসম্ভব'

একজন লোকের পক্ষে ধস্তাধস্তি ছাড়া কোনও মেয়েকে মুখ চেপে ধরে তাঁর ও নিজের জামাকাপড় খুলে ধর্ষণ করা প্রায় অসম্ভব। এই যুক্তিতে ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তিকে বেকসুর খালাস করল বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ। বিচারপতি সেই পুষ্পা গানেদিওয়ালা যিনি সম্প্রতি নানা বিতর্কিত রায় দিয়ে খবরের শিরোনামে এসেছেন।

5. 1 ফেব্রুয়ারি থেকে ভোট-প্রস্তুতি শুরুর নির্দেশ মমতার

বিধানসভা নির্বাচনের জন্য ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই মাঠে নামতে নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি তিনি দলের নেতাদের ভাঙন নিয়েও মাথা ভাঙাতে নিষেধ করেছেন৷

6. অমিত শাহের অনুপস্থিতিতেই আগামীকাল ডুমুরজলায় যোগদান মেলা

ডুমুরজলায় অমিত শাহের সভা বাতিল হয়েছে । তবে তার পরিবর্তে কে আসবেন তা এখনই বলতে নারাজ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তবে ডুমুরজলায় যোগদান মেলা যে আগামীকাল অনুষ্ঠিত হবে তা নিশ্চিত করেন তিনি ।

7.অনশনে বসছেন না আন্না হাজারে

কেন্দ্রের তরফে আশ্বাস পেয়ে অনশনে বসছেন না আন্না হাজারে । কথা ছিল শনিবার মহারাষ্ট্রে নিজের শহর আহমেদনগর থেকে অনির্দিষ্টকালের অনশন শুরু করবেন তিনি ।

8.জঙ্গিপুরে আগুনে ভস্মীভূত দুই দোকান

গতকাল রাত সাড়ে ন'টা নাগাদ জঙ্গিপুর মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন লাগে । আগুনে ভস্মীভূত হয়ে যায় দুটি দোকান ।

9.তাপসী-পঙ্কজের সঙ্গে এক তালিকায় স্বস্তিকা

জাতীয় স্তরে ফিল্ম সমালোচকদের সংগঠন 'দ্য ফিল্ম ক্রিটিক্স গিল্ড'-এর 'ক্রিটিক্স চয়েস ফিল্ম অ্যাওয়ার্ড'-এ সেরা অভিনেত্রীর মনোনয়নে জায়গা করে নিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় । তাঁর সঙ্গে একই তালিকায় রয়েছে তাপসী পান্নু-পঙ্কজ ত্রিপাঠী-তিলোত্তমা সোমের মতো তাবড় অভিনেতারা ।

10.ব্রিটিশ সিংহ বধে ভরসা কি হবেন হার্দিক ?

দেশে ও বিদেশে দু’রকম স্ট্র্যাটেজি নিয়ে খেলে ভারতীয় দল ৷ উপমহাদেশে দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে মাঝেমধ্যে খেলেন কুলদীপ যাদব ৷ পেস বোলিংয়ে কোহলি ভরসা করেন মহম্মদ শামি, জসপ্রীত বুমরা ও উমেশ যাদবদের উপর ৷

1.দমদম স্টেশন বাজারে আগুন, পুড়ল প্রায় 100টি দোকান

আগুন লাগে দমদম স্টেশন সংলগ্ন বাজারে৷ পুড়ে ছাই হয়ে গেল প্রায় 100 টি দোকান৷ হতাহতের খবর নেই ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

2.বাতিল অমিত শাহের রাজ্য সফর

রাজ্যে আসছেন না অমিত শাহ । পরিবর্তে রাজ্যে আসতে পারেন জে পি নাড্ডা ।

3.সিঙ্ঘু সীমান্তে তলোয়ার নিয়ে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার 44

সিঙ্ঘু সীমান্তে কৃষক-পুলিশ সংঘর্ষ ৷ সংঘর্ষ চলাকালীন তলোয়ার নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এক ব্যক্তি ৷ পুলিশ সেই ব্যক্তিসব 44 জনকে গ্রেপ্তা করে ৷

4.'ধস্তাধস্তি ছাড়া একা ব্যক্তির পক্ষে জামাকাপড় খুলে ধর্ষণ করা অসম্ভব'

একজন লোকের পক্ষে ধস্তাধস্তি ছাড়া কোনও মেয়েকে মুখ চেপে ধরে তাঁর ও নিজের জামাকাপড় খুলে ধর্ষণ করা প্রায় অসম্ভব। এই যুক্তিতে ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তিকে বেকসুর খালাস করল বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ। বিচারপতি সেই পুষ্পা গানেদিওয়ালা যিনি সম্প্রতি নানা বিতর্কিত রায় দিয়ে খবরের শিরোনামে এসেছেন।

5. 1 ফেব্রুয়ারি থেকে ভোট-প্রস্তুতি শুরুর নির্দেশ মমতার

বিধানসভা নির্বাচনের জন্য ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই মাঠে নামতে নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি তিনি দলের নেতাদের ভাঙন নিয়েও মাথা ভাঙাতে নিষেধ করেছেন৷

6. অমিত শাহের অনুপস্থিতিতেই আগামীকাল ডুমুরজলায় যোগদান মেলা

ডুমুরজলায় অমিত শাহের সভা বাতিল হয়েছে । তবে তার পরিবর্তে কে আসবেন তা এখনই বলতে নারাজ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তবে ডুমুরজলায় যোগদান মেলা যে আগামীকাল অনুষ্ঠিত হবে তা নিশ্চিত করেন তিনি ।

7.অনশনে বসছেন না আন্না হাজারে

কেন্দ্রের তরফে আশ্বাস পেয়ে অনশনে বসছেন না আন্না হাজারে । কথা ছিল শনিবার মহারাষ্ট্রে নিজের শহর আহমেদনগর থেকে অনির্দিষ্টকালের অনশন শুরু করবেন তিনি ।

8.জঙ্গিপুরে আগুনে ভস্মীভূত দুই দোকান

গতকাল রাত সাড়ে ন'টা নাগাদ জঙ্গিপুর মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন লাগে । আগুনে ভস্মীভূত হয়ে যায় দুটি দোকান ।

9.তাপসী-পঙ্কজের সঙ্গে এক তালিকায় স্বস্তিকা

জাতীয় স্তরে ফিল্ম সমালোচকদের সংগঠন 'দ্য ফিল্ম ক্রিটিক্স গিল্ড'-এর 'ক্রিটিক্স চয়েস ফিল্ম অ্যাওয়ার্ড'-এ সেরা অভিনেত্রীর মনোনয়নে জায়গা করে নিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় । তাঁর সঙ্গে একই তালিকায় রয়েছে তাপসী পান্নু-পঙ্কজ ত্রিপাঠী-তিলোত্তমা সোমের মতো তাবড় অভিনেতারা ।

10.ব্রিটিশ সিংহ বধে ভরসা কি হবেন হার্দিক ?

দেশে ও বিদেশে দু’রকম স্ট্র্যাটেজি নিয়ে খেলে ভারতীয় দল ৷ উপমহাদেশে দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে মাঝেমধ্যে খেলেন কুলদীপ যাদব ৷ পেস বোলিংয়ে কোহলি ভরসা করেন মহম্মদ শামি, জসপ্রীত বুমরা ও উমেশ যাদবদের উপর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.