ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 1টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ দুপুর 1টা
টপ নিউজ় @ দুপুর 1টা
author img

By

Published : Sep 4, 2021, 1:02 PM IST

1. Manika Batra : ঘটনার আকস্মিকতায় স্তব্ধ, মুখে কুলুপ টেবিল টেনিস খেলোয়াড়দের

বাংলার প্রাক্তন টেবিল টেনিস তারকা তথা কোচ সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে গতকাল বিস্ফোরক অভিযোগ করেন মণিকা বাত্রা ৷ অলিম্পিকসের যোগ্যতা অর্জন পর্যায়ে কোচ সৌম্যদীপ রায় নাকি তাঁকে ম্যাচ ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন ৷ এই বিষয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছেন টেনিস খেলোয়াড়রা ৷ কেউ আবার এই ধরনের খবরকে খারাপ বিজ্ঞাপন বলেছেন ৷

2. Fire in KMC : কলকাতা পৌরনিগমের সদর দফতরে আগুন

শনিবার সকালে হঠাৎ আগুন লাগে কলকাতা পৌরনিগমের সদর দফতরে ৷ সদর দফতরে মূল গেটে ঢোকার পাশে লাইসেন্স বিভাগে আগুন লাগলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয় ৷

3. Shantanu Thakur : বিশ্বজিৎ দাসের দলবদলকে গুরুত্ব দিলেন না কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর

বারাসত পশ্চিম মণ্ডলের সংখ্যালঘু মোর্চার সভাপতি মহম্মদ আলি 6 অগস্ট মারা যান ৷ অভিযোগ, তৃণমূল কর্মীদের হিংসাত্মক আক্রমণে তিনি প্রাণ হারিয়েছেন ৷ তাই তাঁর পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য করতে বনগাঁয় নিহত বিজেপি নেতার বাড়িতে এসেছিলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর ৷ সেখানে কী বললেন বিশ্বজিৎ দাস প্রসঙ্গে ?

4. BJP-TMC : বনগাঁয় বিজেপিতে ভাঙন, 2 হাজার কর্মী-সমর্থক ফিরলেন তৃণমূলে

শুক্রবার বনগাঁর প্রায় 2 হাজার বিজেপি কর্মী-সমর্থক গেরুয়া শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ৷

5. Police Corruption : বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে অনৈতিক কাজ, সাসপেন্ড তিন পুলিশকর্মী

বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে কর্তব্যরত তিন পুলিশকর্মীর এবং চার সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ ওঠার পরই আধিকারিকদের সাসপেন্ড করা হল ৷ এবং সিভিক ভলান্টিয়ারদের ছুটিতে পাঠানো হয়েছে ৷ শুক্রবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে (Asansol–Durgapur Police Commissionerate) অভিযোগ জমা পড়ার পরই এই পদক্ষেপ করা হয় ৷

6. Corona in India : কেরালায় কিছুটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা, দেশে 42 হাজারে নামল সংক্রমণ

ওনামের পর থেকেই কেরালায় উর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ ও মৃত্যু ৷ তবে গতকালের তুলনায় কেরালায় আক্রান্তের সংখ্যা প্রায় 3 হাজার কমেছে ৷ সেকারণে দেশে আক্রান্তের সংখ্যাও গতকালের তুলনায় প্রায় 3 হাজার কম ৷

7. Tokyo Paralympics 2020 : শুটিংয়ে জোড়া পদক, সোনা জিতলেন মণীশ; রুপো সিংহরাজের

19 বছরের মণীশ নারওয়াল 218.2 পয়েন্টে শেষ করে প্যারালিম্পিক্সে রেকর্ড করেছেন ৷ অন্যদিকে, প্যারালিম্পিক্সে সিংহরাজ আদানার এটা দ্বিতীয় পদক ৷ 216.7 পয়েন্টে শেষ করে শুটিংয়ে দ্বিতীয় স্থান দখল করে রুপোর পদক নিজের ঝুলিতে ভরে নিয়েছেন ৷

8. Afghanistan : পঞ্জশিরে তালিবানকে প্রতিঘাত জারি থাকবে, দৃঢ় প্রতিজ্ঞ সালেহ

ইতিমধ্যেই তালিবানের তরফে দাবি করা হয়েছে, তারা পঞ্জশির দখল করেছে ৷ তার আগেই মিডিয়ার তাঁর সম্পর্কে কিছু মিথ্যা খবর ছড়ানো হচ্ছে ৷ তাই নিজেই টুইটারে আমরুল্লাহ সালেহ জানালেন, তিনি পঞ্জশির (Panjshir) তথা আফগানিস্তান (Afghanistan) ছেড়ে কোথাও যাননি ৷ পাশাপাশি তিনি সংঘর্ষে জখম হয়েছেন বলে যে শোনা যাচ্ছে, তাও ভুল ৷ বলেন, "প্রতিরোধ অব্যাহত রয়েছে ৷ এবং তা থাকবে । এখানে আমি আমার মাটির সঙ্গেই আছি ৷ তার মর্যাদা রক্ষার জন্য তাই থাকব ৷"

9. PM Narendra Modi : চলতি মাসেই মার্কিন সফরে যেতে পারেন মোদি

জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সম্ভবত সেপ্টেম্বরের শেষে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ করবেন তিনি ৷

10. Harsh Vardhan Shringla : আফগানিস্তানে পাকিস্তানের গতিবিধির উপর কড়া নজরদারি চালাচ্ছে ভারত ও আমেরিকা, জানালেন বিদেশ সচিব

আফগানিস্তানে খুব দ্রুত পরিস্থিতি পালটাচ্ছে ৷ মার্কিন সেনা প্রত্যাহারের পর গোটা দেশে এখন তালিবান শাসন ৷ আফগানিস্তান-সহ নানাবিধ বিষয়ে আলোচনা করতে 3 দিনের আমেরিকায় উচ্চআধিকারিকদের সঙ্গে কথা বলেন বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ৷ ভারত-তালিবান-আফগানিস্তান সম্পর্ক নিয়ে কী বললেন তিনি সাংবাদিকদের ?

1. Manika Batra : ঘটনার আকস্মিকতায় স্তব্ধ, মুখে কুলুপ টেবিল টেনিস খেলোয়াড়দের

বাংলার প্রাক্তন টেবিল টেনিস তারকা তথা কোচ সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে গতকাল বিস্ফোরক অভিযোগ করেন মণিকা বাত্রা ৷ অলিম্পিকসের যোগ্যতা অর্জন পর্যায়ে কোচ সৌম্যদীপ রায় নাকি তাঁকে ম্যাচ ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন ৷ এই বিষয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছেন টেনিস খেলোয়াড়রা ৷ কেউ আবার এই ধরনের খবরকে খারাপ বিজ্ঞাপন বলেছেন ৷

2. Fire in KMC : কলকাতা পৌরনিগমের সদর দফতরে আগুন

শনিবার সকালে হঠাৎ আগুন লাগে কলকাতা পৌরনিগমের সদর দফতরে ৷ সদর দফতরে মূল গেটে ঢোকার পাশে লাইসেন্স বিভাগে আগুন লাগলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয় ৷

3. Shantanu Thakur : বিশ্বজিৎ দাসের দলবদলকে গুরুত্ব দিলেন না কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর

বারাসত পশ্চিম মণ্ডলের সংখ্যালঘু মোর্চার সভাপতি মহম্মদ আলি 6 অগস্ট মারা যান ৷ অভিযোগ, তৃণমূল কর্মীদের হিংসাত্মক আক্রমণে তিনি প্রাণ হারিয়েছেন ৷ তাই তাঁর পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য করতে বনগাঁয় নিহত বিজেপি নেতার বাড়িতে এসেছিলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর ৷ সেখানে কী বললেন বিশ্বজিৎ দাস প্রসঙ্গে ?

4. BJP-TMC : বনগাঁয় বিজেপিতে ভাঙন, 2 হাজার কর্মী-সমর্থক ফিরলেন তৃণমূলে

শুক্রবার বনগাঁর প্রায় 2 হাজার বিজেপি কর্মী-সমর্থক গেরুয়া শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ৷

5. Police Corruption : বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে অনৈতিক কাজ, সাসপেন্ড তিন পুলিশকর্মী

বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে কর্তব্যরত তিন পুলিশকর্মীর এবং চার সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ ওঠার পরই আধিকারিকদের সাসপেন্ড করা হল ৷ এবং সিভিক ভলান্টিয়ারদের ছুটিতে পাঠানো হয়েছে ৷ শুক্রবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে (Asansol–Durgapur Police Commissionerate) অভিযোগ জমা পড়ার পরই এই পদক্ষেপ করা হয় ৷

6. Corona in India : কেরালায় কিছুটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা, দেশে 42 হাজারে নামল সংক্রমণ

ওনামের পর থেকেই কেরালায় উর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ ও মৃত্যু ৷ তবে গতকালের তুলনায় কেরালায় আক্রান্তের সংখ্যা প্রায় 3 হাজার কমেছে ৷ সেকারণে দেশে আক্রান্তের সংখ্যাও গতকালের তুলনায় প্রায় 3 হাজার কম ৷

7. Tokyo Paralympics 2020 : শুটিংয়ে জোড়া পদক, সোনা জিতলেন মণীশ; রুপো সিংহরাজের

19 বছরের মণীশ নারওয়াল 218.2 পয়েন্টে শেষ করে প্যারালিম্পিক্সে রেকর্ড করেছেন ৷ অন্যদিকে, প্যারালিম্পিক্সে সিংহরাজ আদানার এটা দ্বিতীয় পদক ৷ 216.7 পয়েন্টে শেষ করে শুটিংয়ে দ্বিতীয় স্থান দখল করে রুপোর পদক নিজের ঝুলিতে ভরে নিয়েছেন ৷

8. Afghanistan : পঞ্জশিরে তালিবানকে প্রতিঘাত জারি থাকবে, দৃঢ় প্রতিজ্ঞ সালেহ

ইতিমধ্যেই তালিবানের তরফে দাবি করা হয়েছে, তারা পঞ্জশির দখল করেছে ৷ তার আগেই মিডিয়ার তাঁর সম্পর্কে কিছু মিথ্যা খবর ছড়ানো হচ্ছে ৷ তাই নিজেই টুইটারে আমরুল্লাহ সালেহ জানালেন, তিনি পঞ্জশির (Panjshir) তথা আফগানিস্তান (Afghanistan) ছেড়ে কোথাও যাননি ৷ পাশাপাশি তিনি সংঘর্ষে জখম হয়েছেন বলে যে শোনা যাচ্ছে, তাও ভুল ৷ বলেন, "প্রতিরোধ অব্যাহত রয়েছে ৷ এবং তা থাকবে । এখানে আমি আমার মাটির সঙ্গেই আছি ৷ তার মর্যাদা রক্ষার জন্য তাই থাকব ৷"

9. PM Narendra Modi : চলতি মাসেই মার্কিন সফরে যেতে পারেন মোদি

জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সম্ভবত সেপ্টেম্বরের শেষে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ করবেন তিনি ৷

10. Harsh Vardhan Shringla : আফগানিস্তানে পাকিস্তানের গতিবিধির উপর কড়া নজরদারি চালাচ্ছে ভারত ও আমেরিকা, জানালেন বিদেশ সচিব

আফগানিস্তানে খুব দ্রুত পরিস্থিতি পালটাচ্ছে ৷ মার্কিন সেনা প্রত্যাহারের পর গোটা দেশে এখন তালিবান শাসন ৷ আফগানিস্তান-সহ নানাবিধ বিষয়ে আলোচনা করতে 3 দিনের আমেরিকায় উচ্চআধিকারিকদের সঙ্গে কথা বলেন বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ৷ ভারত-তালিবান-আফগানিস্তান সম্পর্ক নিয়ে কী বললেন তিনি সাংবাদিকদের ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.