ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 1 টা - TOP NEWS 1 PM

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS @ 1 PM
টপ নিউজ় @ দুপুর 1 টা
author img

By

Published : Jul 8, 2021, 1:20 PM IST

1) বরাকরে সাসপেন্ড 5 পুলিশ আধিকারিক, বরখাস্ত 5 সিভিক ভলান্টিয়ার

বরাকরে পুলিশ ফাঁড়িতে বন্দিমৃত্যুর ঘটনায় দু'দিন আগেই উত্তাল হয়ে ওঠে এলাকা ৷ রাস্তা অবরোধের পাশাপাশি ফাঁড়ির সামনে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা ৷ সেই ঘটনার প্রেক্ষিতেই বরাকর ফাঁড়ির 5 জন পুলিশ অফিসারকে সাসপেন্ড এবং 5 জন সিভিক ভলান্টিয়ারকে বরখাস্ত করা হয়েছে ৷ তদন্ত সম্পূর্ণ হলে তা ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে ৷

2) প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রচপাল সিং, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রাক্তন আইপিএস রচপাল সিং 2011 সালে হুগলির তারকেশ্বর কেন্দ্রে বিধায়ক নির্বাচিত হন ৷ তিনি রাজ্যের পর্যটন দফতর ও পরিকল্পনা দফতরের মন্ত্রী ছিলেন ৷

3) জন্মদিনে সৌরভকে 70 হাজারের ফোন উপহার ডোনার

বুধবার রাতে ঘড়ির কাঁটা বারোটার ঘর ছুঁতেই সৌরভকে ব্র্যান্ড নিউ উপহার দিলেন স্ত্রী ডোনা ৷ স্পেশাল মানুষের কাছ থেকে কী স্পেশাল গিফট পেলেন মহারাজ ?

4) এবার ভুয়ো বিচারক সেজে প্রতারণা শিলিগুড়িতে, বিহার থেকে গ্রেফতার 2

ভুয়াো বিচারক ও অকশন অফিসার সেজে প্রতারণার অভিযোগে ভিন রাজ্য থেকে 2 জনকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ৷

5) রাজস্থানে ঘুমন্ত ফুটপাথবাসী পরিবারের 5 জনকে পিষে মারল ডাম্পার

বুধবার রাত পৌনে বারোটা নাগাদ দ্রুত গতিতে থাকা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে মূল রাস্তা থেকে সরে ফুটপাথে উঠে পড়ে ৷ এর পরেই পিষে দেয় ঘুমন্ত শ্রমিক পরিবারটিকে ৷

6) দেশে আরও বাড়ল করোনার সংক্রমণ, কমল মৃত্যু

দেশে ফের বাড়ল করোনার (Coronavirus India) সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছেন 45 হাজার 892 জন ৷ তবে কমেছে মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় করোনায় প্রাণ গিয়েছে 817 জনের ৷

7) ফের জ্বলে উঠলেন কেন, ইতিহাস গড়ে ইউরোর ফাইনালে ইংল্যান্ড

দ্বিতীয়ার্ধে স্কোরবোর্ডে পার্থক্য হতে দেননি ডেনমার্কের গোলকিপার ৷ আবার বেশ কিছু সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ডেনমার্ক ৷ শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে কেনের নেতৃত্বে 2-1 ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড ৷

8) আজ কলকাতা-সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

আগামী 24 ঘণ্টাতেও রাজ্যে জারি থাকবে ভারী বৃষ্টি ৷ এমনই জানাল আলিপুর আবহাওয়া অফিস ৷ উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলে চলবে ভারী বৃষ্টি ৷

9) 24 ঘণ্টায় কাশ্মীরে নিকেশ 5 জঙ্গি

গত 24 ঘণ্টায় কাশ্মীরে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর হাতে নিকেশ হয়েছে পাঁচ জঙ্গি ৷ এই সাফল্যের পর কাশ্মীরের আইজিপি বিজয় কুমার পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ৷

10) মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যপদ বাতিল সভাধিপতি, সহ-সভাধিপতির

দলত্যাগ বিরোধী আইনে সদস্যপদ খারিজ করা হল মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি (Murshidabad Zilla Parishad Sabhadhipati) ও সহ-সভাধিপতির ৷ সভাধিপতি ভোটের আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন, আর সহ-সভাধিপতি যোগ দিয়েছিলেন বিজেপিতে ৷

1) বরাকরে সাসপেন্ড 5 পুলিশ আধিকারিক, বরখাস্ত 5 সিভিক ভলান্টিয়ার

বরাকরে পুলিশ ফাঁড়িতে বন্দিমৃত্যুর ঘটনায় দু'দিন আগেই উত্তাল হয়ে ওঠে এলাকা ৷ রাস্তা অবরোধের পাশাপাশি ফাঁড়ির সামনে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা ৷ সেই ঘটনার প্রেক্ষিতেই বরাকর ফাঁড়ির 5 জন পুলিশ অফিসারকে সাসপেন্ড এবং 5 জন সিভিক ভলান্টিয়ারকে বরখাস্ত করা হয়েছে ৷ তদন্ত সম্পূর্ণ হলে তা ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে ৷

2) প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রচপাল সিং, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রাক্তন আইপিএস রচপাল সিং 2011 সালে হুগলির তারকেশ্বর কেন্দ্রে বিধায়ক নির্বাচিত হন ৷ তিনি রাজ্যের পর্যটন দফতর ও পরিকল্পনা দফতরের মন্ত্রী ছিলেন ৷

3) জন্মদিনে সৌরভকে 70 হাজারের ফোন উপহার ডোনার

বুধবার রাতে ঘড়ির কাঁটা বারোটার ঘর ছুঁতেই সৌরভকে ব্র্যান্ড নিউ উপহার দিলেন স্ত্রী ডোনা ৷ স্পেশাল মানুষের কাছ থেকে কী স্পেশাল গিফট পেলেন মহারাজ ?

4) এবার ভুয়ো বিচারক সেজে প্রতারণা শিলিগুড়িতে, বিহার থেকে গ্রেফতার 2

ভুয়াো বিচারক ও অকশন অফিসার সেজে প্রতারণার অভিযোগে ভিন রাজ্য থেকে 2 জনকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ৷

5) রাজস্থানে ঘুমন্ত ফুটপাথবাসী পরিবারের 5 জনকে পিষে মারল ডাম্পার

বুধবার রাত পৌনে বারোটা নাগাদ দ্রুত গতিতে থাকা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে মূল রাস্তা থেকে সরে ফুটপাথে উঠে পড়ে ৷ এর পরেই পিষে দেয় ঘুমন্ত শ্রমিক পরিবারটিকে ৷

6) দেশে আরও বাড়ল করোনার সংক্রমণ, কমল মৃত্যু

দেশে ফের বাড়ল করোনার (Coronavirus India) সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছেন 45 হাজার 892 জন ৷ তবে কমেছে মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় করোনায় প্রাণ গিয়েছে 817 জনের ৷

7) ফের জ্বলে উঠলেন কেন, ইতিহাস গড়ে ইউরোর ফাইনালে ইংল্যান্ড

দ্বিতীয়ার্ধে স্কোরবোর্ডে পার্থক্য হতে দেননি ডেনমার্কের গোলকিপার ৷ আবার বেশ কিছু সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ডেনমার্ক ৷ শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে কেনের নেতৃত্বে 2-1 ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড ৷

8) আজ কলকাতা-সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

আগামী 24 ঘণ্টাতেও রাজ্যে জারি থাকবে ভারী বৃষ্টি ৷ এমনই জানাল আলিপুর আবহাওয়া অফিস ৷ উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলে চলবে ভারী বৃষ্টি ৷

9) 24 ঘণ্টায় কাশ্মীরে নিকেশ 5 জঙ্গি

গত 24 ঘণ্টায় কাশ্মীরে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর হাতে নিকেশ হয়েছে পাঁচ জঙ্গি ৷ এই সাফল্যের পর কাশ্মীরের আইজিপি বিজয় কুমার পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ৷

10) মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যপদ বাতিল সভাধিপতি, সহ-সভাধিপতির

দলত্যাগ বিরোধী আইনে সদস্যপদ খারিজ করা হল মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি (Murshidabad Zilla Parishad Sabhadhipati) ও সহ-সভাধিপতির ৷ সভাধিপতি ভোটের আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন, আর সহ-সভাধিপতি যোগ দিয়েছিলেন বিজেপিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.