ETV Bharat / bharat

Tomato Price Hike: প্রতি কেজি 224 টাকা ! অন্ধ্রের বাজারে রেকর্ড দামে বিকোচ্ছে টমেটো - Tomato

Madanapalle Market in Andhra Pradesh: 168 থেকে বেড়ে 224 টাকা ৷ রেকর্ড দামে অন্ধ্রপ্রদেশের মদনাপল্লের বাজারে বিকোচ্ছে টমেটো ৷ এতে মাথায় হাত আমজনতার ৷ তবে খুশির হাওয়া কৃষকমহলে ৷

Tomato Market Price
টমেটো দাম অন্ধ্রপ্রদেশে
author img

By

Published : Aug 2, 2023, 1:13 PM IST

কুরাবালাকোটা (অন্ধ্রপ্রদেশ), 2 অগস্ট: অন্ধ্রপ্রদেশে রেকর্ড দামে বিকোচ্ছে টমেটো ৷ আন্নামাইয়া জেলার মদনাপল্লে এলাকার আঙ্গাল্লু বাজারে ভালো মানের টমেটোর দাম ছুঁল প্রতি কেজি 224 টাকা । টিভিএস মান্ডির মালিক বাবু ও ম্যানেজার শামির জানান, এক ক্রেট টমেটোর দাম হল 5 হাজার 600 টাকা । এখানে যে টমেটো এসেছে তা উত্তরের রাজ্যগুলিতে রফতানি করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷

অনন্তপুর জেলায় টমেটো 215 টাকা কিলো:

অনন্তপুরম জেলার কক্কালাপল্লি বাজারে 15 কেজির টমেটোর একটি ঝুড়ি 3 হাজার 200 টাকায় বিক্রি হয়েছে । অর্থাৎ এক কেজি টমেটোর দাম পড়েছে প্রায় 215 টাকা । ব্যবসায়ীরা বলছেন, এটি শুধু চলতি মরশুমে নয়, এটি টমেটো বাজারের ইতিহাসে সর্বোচ্চ দাম হতে পারে । কানাগানাপল্লী মণ্ডলের পাতাপালেম গ্রামের যুবক কৃষক বেল্লারি রাজু মঙ্গলবার 90 ঝুড়ি টমেটো বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন । রঙ, আকার এবং গুণমান ভালো হওয়ায় 79টি ঝুড়ি টমেটো প্রতিটি 3 হাজার 200 টাকায় বিক্রি হয়েছে তাঁর । রাজু জানান, তিনি এক লক্ষ টাকা বিনিয়োগ করে দুই একর খামারে টমেটো চাষ করেছেন । যদিও তিনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন ৷ তবে তিনি মনে করেন. তাঁর নিজের শহরে কৃষিকাজের জন্য অনুকূল ।

আরও পড়ুন: অন্ধ্রপ্রদেশে টমেটো বিক্রি করে এক মাসে কৃষকের আয় 3 কোটি

টমেটো বিক্রি করে মাসে 3 কোটি আয়: এর আগে অন্ধ্রপ্রদেশে টমেটো বিক্রি করে এক কৃষক মাসে 3 কোটি টাকা আয় করেছিলেন ৷ 22 একর জমিতে সাহো টমেটো চাষ করেছিল তিনি ৷ ঘটনাটি চিত্তুর জেলার ৷ গ্রীষ্মকালের পর যে ফসল ক্ষেত থেকে উঠবে তাতে ভালো দাম পাওয়া যাবে ৷ তা বুঝতে পেরেই ওই কৃষক দু'বছর ধরে জুন ও জুলাই মাসে টমেটো চাষ করে আসছে । পি চন্দ্রমৌলি, তাঁর ছোট ভাই মুরালি এবং মা রাজম্মা জেলার সোমালা মণ্ডলের কারাকামান্দা গ্রামে যৌথভাবে কৃষিকাজ করেন । তাঁদের নিজেদের বাড়ি কারাকামান্দাতেই ৷ সেখানে 12 একর এবং পুলিচের্লা মন্ডলের সুভরাপুভারিপালে 20 একর খামার রয়েছে তাঁদের । এখানেই বছরের পর বছর ধরে টমেটো চাষ করছেন তাঁরা ।

কুরাবালাকোটা (অন্ধ্রপ্রদেশ), 2 অগস্ট: অন্ধ্রপ্রদেশে রেকর্ড দামে বিকোচ্ছে টমেটো ৷ আন্নামাইয়া জেলার মদনাপল্লে এলাকার আঙ্গাল্লু বাজারে ভালো মানের টমেটোর দাম ছুঁল প্রতি কেজি 224 টাকা । টিভিএস মান্ডির মালিক বাবু ও ম্যানেজার শামির জানান, এক ক্রেট টমেটোর দাম হল 5 হাজার 600 টাকা । এখানে যে টমেটো এসেছে তা উত্তরের রাজ্যগুলিতে রফতানি করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷

অনন্তপুর জেলায় টমেটো 215 টাকা কিলো:

অনন্তপুরম জেলার কক্কালাপল্লি বাজারে 15 কেজির টমেটোর একটি ঝুড়ি 3 হাজার 200 টাকায় বিক্রি হয়েছে । অর্থাৎ এক কেজি টমেটোর দাম পড়েছে প্রায় 215 টাকা । ব্যবসায়ীরা বলছেন, এটি শুধু চলতি মরশুমে নয়, এটি টমেটো বাজারের ইতিহাসে সর্বোচ্চ দাম হতে পারে । কানাগানাপল্লী মণ্ডলের পাতাপালেম গ্রামের যুবক কৃষক বেল্লারি রাজু মঙ্গলবার 90 ঝুড়ি টমেটো বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন । রঙ, আকার এবং গুণমান ভালো হওয়ায় 79টি ঝুড়ি টমেটো প্রতিটি 3 হাজার 200 টাকায় বিক্রি হয়েছে তাঁর । রাজু জানান, তিনি এক লক্ষ টাকা বিনিয়োগ করে দুই একর খামারে টমেটো চাষ করেছেন । যদিও তিনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন ৷ তবে তিনি মনে করেন. তাঁর নিজের শহরে কৃষিকাজের জন্য অনুকূল ।

আরও পড়ুন: অন্ধ্রপ্রদেশে টমেটো বিক্রি করে এক মাসে কৃষকের আয় 3 কোটি

টমেটো বিক্রি করে মাসে 3 কোটি আয়: এর আগে অন্ধ্রপ্রদেশে টমেটো বিক্রি করে এক কৃষক মাসে 3 কোটি টাকা আয় করেছিলেন ৷ 22 একর জমিতে সাহো টমেটো চাষ করেছিল তিনি ৷ ঘটনাটি চিত্তুর জেলার ৷ গ্রীষ্মকালের পর যে ফসল ক্ষেত থেকে উঠবে তাতে ভালো দাম পাওয়া যাবে ৷ তা বুঝতে পেরেই ওই কৃষক দু'বছর ধরে জুন ও জুলাই মাসে টমেটো চাষ করে আসছে । পি চন্দ্রমৌলি, তাঁর ছোট ভাই মুরালি এবং মা রাজম্মা জেলার সোমালা মণ্ডলের কারাকামান্দা গ্রামে যৌথভাবে কৃষিকাজ করেন । তাঁদের নিজেদের বাড়ি কারাকামান্দাতেই ৷ সেখানে 12 একর এবং পুলিচের্লা মন্ডলের সুভরাপুভারিপালে 20 একর খামার রয়েছে তাঁদের । এখানেই বছরের পর বছর ধরে টমেটো চাষ করছেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.