টোকিয়ো, 3 সেপ্টেম্বর : প্যারাঅলিম্পিকসে একই বছরে দু’টি ভিন্ন বিভাগে দু’টি পদক জিতেছেন ভারতের অবনী লেখারা ৷ 10 মিটার প্যারা এয়ার রাইফেলে সোনা জেতার পর, এবার মহিলাদের 50 মিটারের রাইফেল 3পি এসএইচ1 ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন অবনী ৷ যা ভারতের অলিম্পিকস এবং প্যারাঅলিম্পিকসের ইতিহাসে প্রথমবার হল ৷ আর এই কৃতিত্ব অর্জন করতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছেন 19 বছরের অবনী ৷ এ নিয়ে তাঁর প্রতিক্রিয়া, ‘‘আমি বিশ্বাস করতে পারছি না যে, আমি এই কাজটা করতে পেরেছি ৷’’
প্রসঙ্গত, এ সপ্তাহের শুরুতে অবনীর হাত ধরেই এবারের প্যারাঅলিম্পিকসে ভারতের প্রথম সোনা আসে ৷ আর 10 মিটার এয়ার রাইফেল স্যান্ডিং এসএইচ ওয়ান ইভেন্টে সোনা জেতেন অবনী লেখারা ৷ আর আজ 50 মিটারের ইভেন্টে সোনার জন্য লড়াই করলেও, ব্রোঞ্জ জিতেছেন তিনি ৷ আর তাঁর এই সাফল্যের জন্য অবনী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, যাঁরা তাঁর স্বপ্নের দিকে এগিয়ে চলার পথে সবসময় সঙ্গে থেকেছেন ৷ সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে অবনী বলেন, ‘‘আমি খুব খুশি, আমি বিশ্বাস করতে পারছি না ৷ সবাই আমাকে খুব সাহায্য করেছেন ৷ সকল সাপোর্ট স্টাফ, কোচ, সবাইকে যাঁরা এই দীর্ঘ সফরে আমার সঙ্গে ছিলেন ৷ তাঁদের সবার কাছে আমি খুবই কৃতজ্ঞ ৷’’
আরও পড়ুন : Avani Lekhara: প্য়ারালিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস অবনির
অবনী লেখারার ব্রোঞ্জ পদক জয়ের সঙ্গেই চলতি টোকিয়ো প্যারাঅলিম্পিকসে ভারতের পদক সংখ্যা 12 হয়ে গিয়েছে ৷ অলিম্পিকস হোক বা প্যারাঅলিম্পিকস প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট হিসেবে গত সোমবার অবনী লেখারা সোনা জিতে রেকর্ড গড়েছেন ৷ সেই জয় নিয়ে অবনি জানিয়েছিলেন, তিনি সেই জয়ে খুব খুশি এবং সেই জয়ের মুহূর্তে তিনি নিজেকে বিশ্বে সবার উপরে বলে মনে করছিলেন ৷ তিনি তাঁর জেতা এই দু’টি পদক সকল ভারতবাসীকে উৎসর্গ করেছেন ৷