ETV Bharat / bharat

Today's Horoscope 29th August in Bangla: হঠাৎ প্রাপ্তিযোগ কোন রাশির ? জেনে নিন রাশিফলে - মীন

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Horoscope
রাশিফল
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 12:00 AM IST

মেষ: আজকের দিনটি অন্যান্য দিনের মতোই ব্যস্ক একটি দিন । আপনি অফিসে এবং বাড়িতে সমস্যা সমাধানের চেষ্টায় ঝামেলায় থাকতে পারেন। আপনার কর্মকর্তারা আপনাকে কিছু ছাড় দিতে পারেন ৷ কিছুটা হলেও আপনার কষ্ট লাঘব হতে পারে । আপনি বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে মূল্যবান উপদেশ পাবেন । ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে আপনাকে প্রচুর প্রচেষ্টা করতে হতে পারে । আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে মতামতের পার্থক্য থাকতে পারে ।

বৃষ: আজ সেইরকম একটি সাধারণ দিন, যেদিন কোনওকিছুই খুব ভালো হয় না । এরকম অপ্রত্যাশিত খরচের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না ৷ যা আপনার হিসাব ঘেঁটে দেবে । আপনার ভাবনাচিন্তার ইতিবাচক পরিবর্তন ঘটবে ৷ যার ফলে আপনি নানা ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন । ভাগ্য আপনার সহায়, কাজেই আপনি আর্থিক সমস্যা কাটিয়ে উঠবেন । আপনার হাতে কোনও নতুন প্রকল্পও আসতে পারে । আপনার ভাগ্য যেদিকে যাচ্ছে তা নিয়ে আপনি খুশি থাকবেন ।

মিথুন: আজ নিজের জিনিস নিয়ে প্রবল মালিকানাবোধ জাগতে পারে ৷ কোনও অপ্রীতিকর ঘটনা আপনাকে হতচকিত করে দেবে । কিন্তু মনে রাখবেন, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। আশা ও ভালো স্বাস্থ্য ধরে রাখুন । আর্থিক সাহায্য চাওয়া আপনার জন্য কঠিন ৷ কিন্তু আপনি সামলে নেবেন ৷ বাধা বিপত্তিগুলি পার করে উঠতে পারবেন । ইতিবাচক মানসিকতা বজায় রাখলে যে কাজ করবেন তাতেই সাহায্য হবে ।

কর্কট: আজ আপনি প্রাত্যহিকতাতেই আনন্দ খুঁজে পাবেন ৷ নিয়মমাফিক কাজ করেই দিনটি কাটাবেন । আজকের দিনটি একদমই সাধারণ ৷ কিন্তু আপনি রুটিন কাজেও মজা খুঁজে পান । সারাদিন আপনি কাজেই ব্যস্ত থাকবেন ৷ কিন্তু দিন এগোনোর সঙ্গে সঙ্গে আপনি একটু একঘেয়েমিতে ভুগবেন । আপনাকে সবকিছু বস্তুগত দৃষ্টিতে দেখতে বলা হচ্ছে ৷ সবকিছু ব্যক্তিগত ভাবে দেখবেন না ।

সিংহ: কিছু কিছু প্রতিশ্রুতি হাওয়ার ফিসফিসের মতো ৷ কখনোই তা পূরণ হয় না । আজ দিনটিও সেরকমই ৷ আপনার কাঙ্ক্ষিত বস্তুর যত কাছে থাকবেন, ততই দূরে চলে যাবে সেটি । আপনাকে বিজয়ী হিসেবে উদার ও ক্ষমাপূর্ণ বিজেতা হতে বলা হচ্ছে । মনে রাখবেন প্রতিদিন যেমন রবিবার নয়, আপনিও সেরকম প্রতিবার জিততে পারবেন না । জীবনকে চাপ-মুক্ত রাখার উপায় হলো ধৈর্য ও বোধশক্তি । টানটান সময়সূচি আজ আপনাকে প্রচুর ব্যস্ত রাখবে ।

কন্যা: আজ, আপনার মাথায় প্রচুর ধারণা জন্ম নেবে । আপনি আজ অনেক ভুল শুধরে দেওয়ার চেষ্টা করবেন । আপনার বিচারবুদ্ধি আজ শীর্ষে থাকবে ৷ আপনি মানুষের মন বুঝতে পারবেন ৷ সেটি আপনার এবং আপনার প্রিয়জনের জন্য অসাধারণ কাজ করবে । ভালোবাসার সম্পর্কে হিসেবি হওয়া উচিত নয় । পুঁজি-বিনিয়োগ যত বেশি পুরনো হবে, আপনার আয় তত ভালো হবে । যার কারণ হল, গ্রহের অবস্থানগুলি আজ এই জাতীয় ক্রিয়াকলাপের মাধ্যমে আপনাকে লাভবান করতে পারে ।

তুলা: সরকারের সঙ্গে লেনদেনের ক্ষেত্রেও দিনটি আপনার জন্য লাভজনক । খুব সম্ভবত সরকারি চাকরিজীবীরা তাদের কাজের জন্য উৎসাহব্যঞ্জক ও ইতিবাচক কিছু পাবেন । সম্পর্কের ক্ষেত্রে কিছু চাপ আপনাকে বিব্রত করতে পারে । আজ মানসিক চাপ সামলানো খুব কঠিন হবে । আপনাকে শুধু বিচক্ষণতার সঙ্গে কাজ করতে হবে । আর্থিক বিষয় নিয়ে আজ আপনি খুবই সতর্ক থাকবেন । স্বাস্থ্যের ক্ষেত্রে কোনও বড়সড় সমস্যার সম্ভাবনা নেই ।

বৃশ্চিক: আপনার ব্যবসায়িক সঙ্গীরা আজ আপনার জীবনে সম্পদ হয়ে দেখা দেবেন । কোনও রকম দ্বিধা বা দোটানা ছাড়াই, আপনি কোনও উদ্ভাবনী যৌথ উদ্যোগ শুরু করবেন । পরিশ্রম ও উৎসাহ সাফল্য অর্জনের জন্য খুব ভালো উপায় । আপনার দক্ষতা ও ব্যবসায়িক বুদ্ধি উপরওয়ালাদের প্রশংসা পাবে । আপনি হয়ত বাড়ি সংস্কারের জন্য খরচ করবেন ।

ধনু: আজ মেজাজ খুবই খারাপ থাকবে । রাগের উপর লাগাম পরান ও নিয়ন্ত্রণে রাখুন । যাই হোক, এটি কোথাও না কোথাও গিয়ে থামবে । তখন, পরিস্থিতির সঙ্গে লড়াই করুন । আজকে ব্যক্তিগত ঋণ নিতে আপনার আপত্তি থাকবে না ৷ তার পরিশোধ বা তাড়াতাড়ি ফেরত পাওয়া নিয়ে আপনি চিন্তিত হবেন না । আর্থিক বিষয় নিয়ে আপনার অভিমত লোকের শ্রদ্ধার বিষয় হবে । এই বিষয়টির সদ্ব্যবহার করুন ৷ ভালোবাসা ও শ্রদ্ধা লাভ করতে থাকুন ।

মকর: আপনার অসাধারণ বুদ্ধিমত্তা যে শুধু আপনাকেই অসাধারণ ফল দেবে তাই নয়, আপনার মূল্যবান উপদেশ আপনার কাছের সঙ্গীদের ও তাদের পেশার ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবে । আজ নানা সমস্যা আসতে পারে, কিন্তু তাতে আপনার চিন্তার কোনও কারণ নেই । আপনি প্রিয়তমকে কোনও সময় দিতে না পারলেও তার সঙ্গে আপনার মানসিক সম্পর্ক মজবুত থাকবে । স্বাস্থ্যের দিক থেকে আজ খুবই ভালো দিন।

কুম্ভ: পেশাগতভাবে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার পক্ষে দিনটি অনুকূল । আপনি ছোট ছোট সমস্যার মূলে গিয়ে সেগুলি সমাধানের চেষ্টা করবেন। আজ আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন । আপনার বাজেট কমানো আপনার পক্ষে কঠিন হতে পারে । তবে, দিনের শেষে, আপনি দুশ্চিন্তাগুলির সুরাহা করতে পারবেন । আপনাকে অবশ্যই ধৈর্য ধরে রাখতে শিখতে হবে । নিজেকে শান্ত না রাখতে পারলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে।

মেষ: আজকের দিনটি অন্যান্য দিনের মতোই ব্যস্ক একটি দিন । আপনি অফিসে এবং বাড়িতে সমস্যা সমাধানের চেষ্টায় ঝামেলায় থাকতে পারেন। আপনার কর্মকর্তারা আপনাকে কিছু ছাড় দিতে পারেন ৷ কিছুটা হলেও আপনার কষ্ট লাঘব হতে পারে । আপনি বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে মূল্যবান উপদেশ পাবেন । ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে আপনাকে প্রচুর প্রচেষ্টা করতে হতে পারে । আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে মতামতের পার্থক্য থাকতে পারে ।

বৃষ: আজ সেইরকম একটি সাধারণ দিন, যেদিন কোনওকিছুই খুব ভালো হয় না । এরকম অপ্রত্যাশিত খরচের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না ৷ যা আপনার হিসাব ঘেঁটে দেবে । আপনার ভাবনাচিন্তার ইতিবাচক পরিবর্তন ঘটবে ৷ যার ফলে আপনি নানা ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন । ভাগ্য আপনার সহায়, কাজেই আপনি আর্থিক সমস্যা কাটিয়ে উঠবেন । আপনার হাতে কোনও নতুন প্রকল্পও আসতে পারে । আপনার ভাগ্য যেদিকে যাচ্ছে তা নিয়ে আপনি খুশি থাকবেন ।

মিথুন: আজ নিজের জিনিস নিয়ে প্রবল মালিকানাবোধ জাগতে পারে ৷ কোনও অপ্রীতিকর ঘটনা আপনাকে হতচকিত করে দেবে । কিন্তু মনে রাখবেন, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। আশা ও ভালো স্বাস্থ্য ধরে রাখুন । আর্থিক সাহায্য চাওয়া আপনার জন্য কঠিন ৷ কিন্তু আপনি সামলে নেবেন ৷ বাধা বিপত্তিগুলি পার করে উঠতে পারবেন । ইতিবাচক মানসিকতা বজায় রাখলে যে কাজ করবেন তাতেই সাহায্য হবে ।

কর্কট: আজ আপনি প্রাত্যহিকতাতেই আনন্দ খুঁজে পাবেন ৷ নিয়মমাফিক কাজ করেই দিনটি কাটাবেন । আজকের দিনটি একদমই সাধারণ ৷ কিন্তু আপনি রুটিন কাজেও মজা খুঁজে পান । সারাদিন আপনি কাজেই ব্যস্ত থাকবেন ৷ কিন্তু দিন এগোনোর সঙ্গে সঙ্গে আপনি একটু একঘেয়েমিতে ভুগবেন । আপনাকে সবকিছু বস্তুগত দৃষ্টিতে দেখতে বলা হচ্ছে ৷ সবকিছু ব্যক্তিগত ভাবে দেখবেন না ।

সিংহ: কিছু কিছু প্রতিশ্রুতি হাওয়ার ফিসফিসের মতো ৷ কখনোই তা পূরণ হয় না । আজ দিনটিও সেরকমই ৷ আপনার কাঙ্ক্ষিত বস্তুর যত কাছে থাকবেন, ততই দূরে চলে যাবে সেটি । আপনাকে বিজয়ী হিসেবে উদার ও ক্ষমাপূর্ণ বিজেতা হতে বলা হচ্ছে । মনে রাখবেন প্রতিদিন যেমন রবিবার নয়, আপনিও সেরকম প্রতিবার জিততে পারবেন না । জীবনকে চাপ-মুক্ত রাখার উপায় হলো ধৈর্য ও বোধশক্তি । টানটান সময়সূচি আজ আপনাকে প্রচুর ব্যস্ত রাখবে ।

কন্যা: আজ, আপনার মাথায় প্রচুর ধারণা জন্ম নেবে । আপনি আজ অনেক ভুল শুধরে দেওয়ার চেষ্টা করবেন । আপনার বিচারবুদ্ধি আজ শীর্ষে থাকবে ৷ আপনি মানুষের মন বুঝতে পারবেন ৷ সেটি আপনার এবং আপনার প্রিয়জনের জন্য অসাধারণ কাজ করবে । ভালোবাসার সম্পর্কে হিসেবি হওয়া উচিত নয় । পুঁজি-বিনিয়োগ যত বেশি পুরনো হবে, আপনার আয় তত ভালো হবে । যার কারণ হল, গ্রহের অবস্থানগুলি আজ এই জাতীয় ক্রিয়াকলাপের মাধ্যমে আপনাকে লাভবান করতে পারে ।

তুলা: সরকারের সঙ্গে লেনদেনের ক্ষেত্রেও দিনটি আপনার জন্য লাভজনক । খুব সম্ভবত সরকারি চাকরিজীবীরা তাদের কাজের জন্য উৎসাহব্যঞ্জক ও ইতিবাচক কিছু পাবেন । সম্পর্কের ক্ষেত্রে কিছু চাপ আপনাকে বিব্রত করতে পারে । আজ মানসিক চাপ সামলানো খুব কঠিন হবে । আপনাকে শুধু বিচক্ষণতার সঙ্গে কাজ করতে হবে । আর্থিক বিষয় নিয়ে আজ আপনি খুবই সতর্ক থাকবেন । স্বাস্থ্যের ক্ষেত্রে কোনও বড়সড় সমস্যার সম্ভাবনা নেই ।

বৃশ্চিক: আপনার ব্যবসায়িক সঙ্গীরা আজ আপনার জীবনে সম্পদ হয়ে দেখা দেবেন । কোনও রকম দ্বিধা বা দোটানা ছাড়াই, আপনি কোনও উদ্ভাবনী যৌথ উদ্যোগ শুরু করবেন । পরিশ্রম ও উৎসাহ সাফল্য অর্জনের জন্য খুব ভালো উপায় । আপনার দক্ষতা ও ব্যবসায়িক বুদ্ধি উপরওয়ালাদের প্রশংসা পাবে । আপনি হয়ত বাড়ি সংস্কারের জন্য খরচ করবেন ।

ধনু: আজ মেজাজ খুবই খারাপ থাকবে । রাগের উপর লাগাম পরান ও নিয়ন্ত্রণে রাখুন । যাই হোক, এটি কোথাও না কোথাও গিয়ে থামবে । তখন, পরিস্থিতির সঙ্গে লড়াই করুন । আজকে ব্যক্তিগত ঋণ নিতে আপনার আপত্তি থাকবে না ৷ তার পরিশোধ বা তাড়াতাড়ি ফেরত পাওয়া নিয়ে আপনি চিন্তিত হবেন না । আর্থিক বিষয় নিয়ে আপনার অভিমত লোকের শ্রদ্ধার বিষয় হবে । এই বিষয়টির সদ্ব্যবহার করুন ৷ ভালোবাসা ও শ্রদ্ধা লাভ করতে থাকুন ।

মকর: আপনার অসাধারণ বুদ্ধিমত্তা যে শুধু আপনাকেই অসাধারণ ফল দেবে তাই নয়, আপনার মূল্যবান উপদেশ আপনার কাছের সঙ্গীদের ও তাদের পেশার ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবে । আজ নানা সমস্যা আসতে পারে, কিন্তু তাতে আপনার চিন্তার কোনও কারণ নেই । আপনি প্রিয়তমকে কোনও সময় দিতে না পারলেও তার সঙ্গে আপনার মানসিক সম্পর্ক মজবুত থাকবে । স্বাস্থ্যের দিক থেকে আজ খুবই ভালো দিন।

কুম্ভ: পেশাগতভাবে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার পক্ষে দিনটি অনুকূল । আপনি ছোট ছোট সমস্যার মূলে গিয়ে সেগুলি সমাধানের চেষ্টা করবেন। আজ আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন । আপনার বাজেট কমানো আপনার পক্ষে কঠিন হতে পারে । তবে, দিনের শেষে, আপনি দুশ্চিন্তাগুলির সুরাহা করতে পারবেন । আপনাকে অবশ্যই ধৈর্য ধরে রাখতে শিখতে হবে । নিজেকে শান্ত না রাখতে পারলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.