ETV Bharat / bharat

Today's Horoscope 25th August in Bangla: রাশিতে নক্ষত্রের অবস্থান কেমন, কী বলছে আপনার ভাগ্য ? - কুম্ভ

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

ETV Bharat
রাশিফল
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 4:01 AM IST

Updated : Aug 25, 2023, 6:47 AM IST

মেষ: আপনি নিজের মধ্যে আবেগের এক অন্যদিক খুঁজে পাবেন । জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হচ্ছিল, সন্ধ্যাবেলার মধ্যে সেগুলির মিটমাট হয়ে যাবে । আর্থিক দিক থেকে আজ দিনটি আপনার জন্য গড়পড়তা । খুব বেশি অর্থাগম হবে না, আপনার কোনও ঝুঁকি না নেওয়াই ভালো । আপনাকে সময়সূচি মেনে চলতে হবে অত্যধিক পরিশ্রম না করাই ভালো, কেননা অসুস্থ হয়ে পড়তে পারেন।

বৃষ: ভালোবাসার মানুষের থেকে আপনার প্রত্যাশা অনেক বেশি হলেও প্রেমের ক্ষেত্রে আজ দিনটি গড়পড়তা যাবে। সতর্ক থাকুন যাতে আপনার কথায় ভালোবাসার মানুষ দুঃখ না পান। খেয়াল রাখুন যাতে আপনার অহংকার আপনাদের সম্পর্কে প্রভাব না ফেলে । আজকে বিশাল কোনও খরচের ইঙ্গিত নেই ৷ আপনি সম্ভবত সারা দিনই আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তিত থাকবেন ৷ অংশীদারী ব্যবসায় যুক্ত থাকলে আপনার আর্থিক পরিস্থিতি ভালো হবে।

মিথুন: বিলাসিতা কমানোর চেষ্টা করুন ৷ কেনা-কাটার উপর নিয়ন্ত্রণ রাখুন । দুর্ভাগ্যক্রমে, সময়ের মধ্যে কাজ শেষ করতে আপনার সমস্যা হবে । যখন মনে হবে দিনের কাজ শেষ করে ফেলেছেন, আরও কাজ জমতে থাকবে । কাজগুলি পরিকল্পনা করে সাজিয়ে নিলে লক্ষ্যে পৌঁছতে বা সময়ের মধ্যে কাজ শেষ করতে সাহায্য হবে । কাজ আটকে গেলে সেগুলো নিয়ে ভাবুন ।

কর্কট: আজ সারাদিন আপনার মাথায় প্রেমের চিন্তাই প্রাধান্য পাবে । প্রিয়তমের আশ্বাস আপনার হৃদয় গলিয়ে দেবে । আর্থিক ক্ষেত্রে আজ ভালো দিন । আপনি আত্মবিশ্বাসী বোধ করবেন ৷ সেইজন্য নিজেকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগবেন । গবেষকদের জন্য আজ শুভ দিন । আপনি সম্ভবত ধৈর্যশীল থাকবেন ৷ সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেবেন । সবকিছু যে সাফল্যের সঙ্গে সম্পন্ন হচ্ছে সেদিকে আপনি লক্ষ্য রাখবেন।

সিংহ: আপনি হয়ত সম্পর্কে ছন্দ খুঁজে পাবেন না । আপনার সঙ্গী আপনাকে বাড়ির কাজের দায়িত্ব নিতে বলবেন ৷ আপনি সাংসারিক দায়িত্ব নিয়ে খুশি হবেন না । তুচ্ছ বিষয় যা আপনার সম্পর্ককে তিক্ত করে তোলে, সেরকম বিষয় এড়িয়ে চলুন । গ্রহের অবস্থান অনুকূলে নেই, কাজেই ব্যবসায়িক পরিকল্পনা কার্যকর করা ঠিক হবে না ৷ কিন্তু আপনি তা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। সম্পত্তির লেনদেন নিয়ে কাজ করার জন্য আজ ভালো দিন ৷ কেননা নক্ষত্রগুলি আপনার অনুকূলে আছে ।

কন্যা: আপনার আর্থিক লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে ৷ আজ আপনি ভালো অর্থ উপার্জন করতে পারবেন । সব মিলিয়ে আজ দিনটি ভালোই কাটবে । আজ আপনি প্রচুর আগ্রহ নিয়ে কাজ করবেন ৷ ফলে কাজ দ্রুত সম্পন্ন হবে । আজ হয়ত আপনি কিছু গোপন ব্যবসায়িক পন্থা শিখবেন । অফিস ঝুটঝামেলাহীন কাটায় বাড়িতে সন্ধ্যাটিও উপভোগ্য হবে ।

তুলা: আজ আপনার প্রিয়তমের চোখে আপনি আরও মনোহর হয়ে উঠবেন । গ্রহের অবস্থান উন্নত হলে আপনার কষ্টার্জিত অর্থ কিছুদিনের মধ্যেই আপনার কাছে ফিরে আসবে । এখন আপনাকে এই কঠিন পরিস্থিতি সামাল দিতে হবে । গুরুত্বপূর্ণ মিটিঙের সম্ভাবনা আছে ৷ আপনার উপরওয়ালারা হয়ত চাইবেন যে আপনি সামনে থাকুন ।

বৃশ্চিক: সঙ্গীর সঙ্গে কেনাকাটা করতে যাওয়ার সম্ভাবনা আছে । আজ আপনি আপনার মূল চরিত্র অনুযায়ী কাজ করবেন । আপনি আজ আপনার সহজাত প্রবৃত্তির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেবেন ৷ কাজের ক্ষেত্রে আপনার একনিষ্ঠতা ও শৃঙ্খলাবোধের সাহায্যে ধীরে কিন্তু স্থিরভাবে অগ্রসর হবেন। আপনি দায়িত্ব নিজের কাঁধে নেবেন এবং দক্ষতার সঙ্গে কাজগুলি সম্পন্ন করার জন্য সমস্ত শক্তি ব্যয় করবেন ৷

ধনু: প্রেমের ক্ষেত্রে সমস্যার সমাধানে চেষ্টা বৃথা যাবে ৷ কেননা আপনার সঙ্গী আপনার কথা শুনতে চাইবেন না ৷ আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে ৷ ভালোবাসার কথা প্রকাশ করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে হবে । আর্থিক দিক থেকে আজ দিনটি ভালো যাবে বলে মনে হচ্ছে না ৷ কোনও কিছুতে অর্থ বিনিয়োগ করার জন্য খুব বেশি চেষ্টা করবেন না । যা আপনার জন্য কাজ করবে না । কর্মক্ষেত্রের পরিস্থিতি উন্নত করার জন্য আপনি ঊর্ধতন কর্তৃপক্ষকে লিখিত পরামর্শ দিতে পারেন।

মকর: আপনার প্রিয়তম রোম্যান্টিক মেজাজে থাকবেন ৷ রোম্যান্সের দিক থেকে আজ দিনটি অসাধারণ কাটবে । আপনি জীবনে ছন্দ নিয়ে আসবেন ৷ সম্পর্ক যাতে মসৃণ ভাবে যায় তা নিশ্চিত করবেন । আপনার সম্পর্কের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখতে হবে ৷

কুম্ভ: আপনি প্রিয়তমের জন্য কিছু সময় বার করার চেষ্টা করবেন । আপনাকে পারিবারিক সমস্যার দিকেও মন দিতে হবে। 'বেশি কাজ মানে বেশি পয়সা' - এই মন্ত্র আজ আপনার অনুকূলে কাজ করবে ৷ কেননা নক্ষত্রদের আশীর্বাদ আজ আপনার ওপরে বর্ষিত হচ্ছে । নক্ষত্রেরা আপনার আর্থিক পরিস্থিতির ওপর ভালো প্রভাব ফেলবে । আপনি কতটা ভালো চাপ সামলাতে পারেন তার পরীক্ষা হবে । পেশা সংক্রান্ত বিষয় আপনার কাছে প্রাধান্য পাবে ।

মীন: অর্থ উপার্জন ও সঞ্চয় দুইই গুরুত্ব পাবে ৷ কাজেই আর্থিক বিষয় নিয়ে আজ আপনি উদ্যমী থাকবেন। এই বিষয়গুলি আপনার অনুকূলে কাজ করবে ৷ তা আপনার কাজ বা ব্যবসায়ে প্রত্যয় যোগ করবে । চটজলদি টাকা রোজগারের আশায় আপনি ফাটকা বাজারে নামতে চাইবেন । পরিশ্রমের আপনি ভালো পুরস্কার পাবেন। আপনি সহকর্মীদের প্রশংসা পেতে পারেন ও ভবিষ্যতে আপনার সততার পুরস্কার পাবেন ।

মেষ: আপনি নিজের মধ্যে আবেগের এক অন্যদিক খুঁজে পাবেন । জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হচ্ছিল, সন্ধ্যাবেলার মধ্যে সেগুলির মিটমাট হয়ে যাবে । আর্থিক দিক থেকে আজ দিনটি আপনার জন্য গড়পড়তা । খুব বেশি অর্থাগম হবে না, আপনার কোনও ঝুঁকি না নেওয়াই ভালো । আপনাকে সময়সূচি মেনে চলতে হবে অত্যধিক পরিশ্রম না করাই ভালো, কেননা অসুস্থ হয়ে পড়তে পারেন।

বৃষ: ভালোবাসার মানুষের থেকে আপনার প্রত্যাশা অনেক বেশি হলেও প্রেমের ক্ষেত্রে আজ দিনটি গড়পড়তা যাবে। সতর্ক থাকুন যাতে আপনার কথায় ভালোবাসার মানুষ দুঃখ না পান। খেয়াল রাখুন যাতে আপনার অহংকার আপনাদের সম্পর্কে প্রভাব না ফেলে । আজকে বিশাল কোনও খরচের ইঙ্গিত নেই ৷ আপনি সম্ভবত সারা দিনই আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তিত থাকবেন ৷ অংশীদারী ব্যবসায় যুক্ত থাকলে আপনার আর্থিক পরিস্থিতি ভালো হবে।

মিথুন: বিলাসিতা কমানোর চেষ্টা করুন ৷ কেনা-কাটার উপর নিয়ন্ত্রণ রাখুন । দুর্ভাগ্যক্রমে, সময়ের মধ্যে কাজ শেষ করতে আপনার সমস্যা হবে । যখন মনে হবে দিনের কাজ শেষ করে ফেলেছেন, আরও কাজ জমতে থাকবে । কাজগুলি পরিকল্পনা করে সাজিয়ে নিলে লক্ষ্যে পৌঁছতে বা সময়ের মধ্যে কাজ শেষ করতে সাহায্য হবে । কাজ আটকে গেলে সেগুলো নিয়ে ভাবুন ।

কর্কট: আজ সারাদিন আপনার মাথায় প্রেমের চিন্তাই প্রাধান্য পাবে । প্রিয়তমের আশ্বাস আপনার হৃদয় গলিয়ে দেবে । আর্থিক ক্ষেত্রে আজ ভালো দিন । আপনি আত্মবিশ্বাসী বোধ করবেন ৷ সেইজন্য নিজেকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগবেন । গবেষকদের জন্য আজ শুভ দিন । আপনি সম্ভবত ধৈর্যশীল থাকবেন ৷ সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেবেন । সবকিছু যে সাফল্যের সঙ্গে সম্পন্ন হচ্ছে সেদিকে আপনি লক্ষ্য রাখবেন।

সিংহ: আপনি হয়ত সম্পর্কে ছন্দ খুঁজে পাবেন না । আপনার সঙ্গী আপনাকে বাড়ির কাজের দায়িত্ব নিতে বলবেন ৷ আপনি সাংসারিক দায়িত্ব নিয়ে খুশি হবেন না । তুচ্ছ বিষয় যা আপনার সম্পর্ককে তিক্ত করে তোলে, সেরকম বিষয় এড়িয়ে চলুন । গ্রহের অবস্থান অনুকূলে নেই, কাজেই ব্যবসায়িক পরিকল্পনা কার্যকর করা ঠিক হবে না ৷ কিন্তু আপনি তা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। সম্পত্তির লেনদেন নিয়ে কাজ করার জন্য আজ ভালো দিন ৷ কেননা নক্ষত্রগুলি আপনার অনুকূলে আছে ।

কন্যা: আপনার আর্থিক লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে ৷ আজ আপনি ভালো অর্থ উপার্জন করতে পারবেন । সব মিলিয়ে আজ দিনটি ভালোই কাটবে । আজ আপনি প্রচুর আগ্রহ নিয়ে কাজ করবেন ৷ ফলে কাজ দ্রুত সম্পন্ন হবে । আজ হয়ত আপনি কিছু গোপন ব্যবসায়িক পন্থা শিখবেন । অফিস ঝুটঝামেলাহীন কাটায় বাড়িতে সন্ধ্যাটিও উপভোগ্য হবে ।

তুলা: আজ আপনার প্রিয়তমের চোখে আপনি আরও মনোহর হয়ে উঠবেন । গ্রহের অবস্থান উন্নত হলে আপনার কষ্টার্জিত অর্থ কিছুদিনের মধ্যেই আপনার কাছে ফিরে আসবে । এখন আপনাকে এই কঠিন পরিস্থিতি সামাল দিতে হবে । গুরুত্বপূর্ণ মিটিঙের সম্ভাবনা আছে ৷ আপনার উপরওয়ালারা হয়ত চাইবেন যে আপনি সামনে থাকুন ।

বৃশ্চিক: সঙ্গীর সঙ্গে কেনাকাটা করতে যাওয়ার সম্ভাবনা আছে । আজ আপনি আপনার মূল চরিত্র অনুযায়ী কাজ করবেন । আপনি আজ আপনার সহজাত প্রবৃত্তির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেবেন ৷ কাজের ক্ষেত্রে আপনার একনিষ্ঠতা ও শৃঙ্খলাবোধের সাহায্যে ধীরে কিন্তু স্থিরভাবে অগ্রসর হবেন। আপনি দায়িত্ব নিজের কাঁধে নেবেন এবং দক্ষতার সঙ্গে কাজগুলি সম্পন্ন করার জন্য সমস্ত শক্তি ব্যয় করবেন ৷

ধনু: প্রেমের ক্ষেত্রে সমস্যার সমাধানে চেষ্টা বৃথা যাবে ৷ কেননা আপনার সঙ্গী আপনার কথা শুনতে চাইবেন না ৷ আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে ৷ ভালোবাসার কথা প্রকাশ করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে হবে । আর্থিক দিক থেকে আজ দিনটি ভালো যাবে বলে মনে হচ্ছে না ৷ কোনও কিছুতে অর্থ বিনিয়োগ করার জন্য খুব বেশি চেষ্টা করবেন না । যা আপনার জন্য কাজ করবে না । কর্মক্ষেত্রের পরিস্থিতি উন্নত করার জন্য আপনি ঊর্ধতন কর্তৃপক্ষকে লিখিত পরামর্শ দিতে পারেন।

মকর: আপনার প্রিয়তম রোম্যান্টিক মেজাজে থাকবেন ৷ রোম্যান্সের দিক থেকে আজ দিনটি অসাধারণ কাটবে । আপনি জীবনে ছন্দ নিয়ে আসবেন ৷ সম্পর্ক যাতে মসৃণ ভাবে যায় তা নিশ্চিত করবেন । আপনার সম্পর্কের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখতে হবে ৷

কুম্ভ: আপনি প্রিয়তমের জন্য কিছু সময় বার করার চেষ্টা করবেন । আপনাকে পারিবারিক সমস্যার দিকেও মন দিতে হবে। 'বেশি কাজ মানে বেশি পয়সা' - এই মন্ত্র আজ আপনার অনুকূলে কাজ করবে ৷ কেননা নক্ষত্রদের আশীর্বাদ আজ আপনার ওপরে বর্ষিত হচ্ছে । নক্ষত্রেরা আপনার আর্থিক পরিস্থিতির ওপর ভালো প্রভাব ফেলবে । আপনি কতটা ভালো চাপ সামলাতে পারেন তার পরীক্ষা হবে । পেশা সংক্রান্ত বিষয় আপনার কাছে প্রাধান্য পাবে ।

মীন: অর্থ উপার্জন ও সঞ্চয় দুইই গুরুত্ব পাবে ৷ কাজেই আর্থিক বিষয় নিয়ে আজ আপনি উদ্যমী থাকবেন। এই বিষয়গুলি আপনার অনুকূলে কাজ করবে ৷ তা আপনার কাজ বা ব্যবসায়ে প্রত্যয় যোগ করবে । চটজলদি টাকা রোজগারের আশায় আপনি ফাটকা বাজারে নামতে চাইবেন । পরিশ্রমের আপনি ভালো পুরস্কার পাবেন। আপনি সহকর্মীদের প্রশংসা পেতে পারেন ও ভবিষ্যতে আপনার সততার পুরস্কার পাবেন ।

Last Updated : Aug 25, 2023, 6:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.